উন্নয়ন কর্মকাণ্ড নির্দিষ্ট সময়সীমার মধ্যে বাস্তবায়ন করতে হবে : আবুল হাসানাত আব্দুল্লাহ
আগৈলঝাড়া (বরিশাল) ৩০ ডিসেম্বর ২০২১ :
পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি বাস্তবায়ন ও পরিবীক্ষণ কমিটির আহ্বায়ক আবুল হাসানাত আব্দুল্লাহ বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার দেশের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ, কৃষি, বনায়ন, বিদ্যুৎ ও ভৌত অবকাঠামো খাতে রেকর্ড পরিমাণ উন্নয়নমুলক কাজ করে যাচ্ছে। এসব উন্নয়নযজ্ঞ সঠিকভাবে নির্দিষ্ট সময়সীমার মধ্যে বাস্তবায়ন করতে সমাজের বিভিন্ন পেশার মানুষকে সহায়ক ভূমিকা রাখতে হবে।
হাসানাত আজ বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলার সেরালে নিজ বাসভবন চত্বরে উপজেলার বিভিন্ন শ্রেণি পেশার মানুষের সাথে মতবিনিময় কালে এসব কথা বলেন।
হাসানাত বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার দুর্নীতি, উগ্রবাদ ও সাম্প্রদায়িকতা প্রতিরোধে ব্যাপক সফলতা অর্জন করেছে, যা দেশে-বিদেশে বহুল প্রশংসিত হয়েছে। বৈশ্বিক মহামারি নভেল করোনা ভাইরাস মানব সভ্যতা ও উন্নয়নের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। করোনার কারণে সারাবিশ্বের ন্যায় আমাদের দেশের অর্থনীতিসহ বিভিন্ন খাতে নেতিবাচক প্রভাব পড়লেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার দক্ষ নেতৃত্বে সার্বিক পরিস্থিতি মোকাবিলা করা সম্ভব হয়েছে। তিনি বরিশালবাসীর সার্বিকজীবন মানোন্নয়নে সকলকে স্ব স্ব অবস্থান থেকে সমন্বিত ভূমিকা রাখার আহ্বান জানান।
অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি ও আওয়ামীলীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।