গোলাম সাত্তার এর মৃত্যুতে বিলস্ এর শোক প্রকাশ
ঢাকা ১৬ নভেম্বর ২০২১ :
বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজ-
বিলস্ এর উপদেষ্টা পরিষদ সদস্য, বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের সভাপতি, সংগ্রামী ট্রেড
ইউনিয়ন নেতা গোলাম সাত্তার আজ মঙ্গলবার, ১৬ নভেম্বর ২০২১, সকালে, চিকিৎসাধীন
অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে
মৃত্যুবরন করেছেন (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৩ বছর। তিনি দুই ছেলে, স্ত্রী, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব, সহকর্মী’সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
গোলাম সাত্তারের মৃত্যুতে বিলস্ পরিবারের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করে চেয়ারম্যান
মোঃ হাবিবুর রহমান সিরাজ এবং মহাসচিব নজরুল ইসলাম খান বলেন, তাঁর মৃত্যুতে জাতীয়
ও আন্তর্জাতিক পর্যায়ে ট্রেড ইউনিয়ন আন্দোলনের অপূরণীয় ক্ষতি হয়েছে।
তারা তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বলেন গোলাম সাত্তার সারাজীবন মেহনতি
মানুষের কল্যাণে কাজ করে গেছেন।
নেতৃবৃন্দ গোলাম সাত্তারের শোকার্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।