গ্যাসের মূল্য বৃদ্ধির ঘোষণা জাতীয় জীবনে নতুন বিপর্যয় নেমে আসবে : বিবৃতি
ঢাকা ৬ জুন ২০২২ :
গ্যাসের মূল্য বৃদ্ধির ঘোষণা জাতীয় জীবনে নতুন বিপর্যয় নেমে আসবে
সর্বক্ষেত্রে গ্যাসের মূল্যবৃদ্ধির ঘোষণা জাতীয় জীবনে বিপর্যয় নেমে আসবে বলে মন্তব্য করেছেন ঐক্য ন্যাপ সভাপতি পঙ্কজ ভট্টাচার্য ও সাধারণ সম্পাদক আসাদুল্লাহ তারেক।
এক বিবৃতিতে নেতৃবৃন্দ উপরোক্ত মন্তব্য করেন।
বিবৃতিতে নেতৃবৃন্দ আরো বলেন, প্রায় তিন বছর হতে চলেছে বিশ^ব্যাপী করোনা বিপর্যয়ের সুবাধে উৎপাদন বন্টন, শিল্প, বাণিজ্যে মন্দা তার উপর ইউক্রেন-রাশিয়া যুদ্ধ বিশ^ব্যাপী নতুন করে বিপর্যয় নেমে এসেছে।
আমাদের দেশে এই অজুহাতে প্রায় সকল পন্যের দাম বৃদ্ধিপেয়ে প্রান্তিক জনগোষ্ঠির ক্রয় ক্ষমতার বাহিরে চলে গেছে। অন্যদিকে প্রতিনিয়ত দেশে বেকারত্ব, কর্মহীন জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে।
মানুষ পরিবার পরিজন নিয়ে অসহায় জীবন যাপন করছে। এমতাবস্থায় গ্যাসের মূল্যবৃদ্ধির ঘোষণায় জাতীয় জীবনে বিপর্যয় ডেকে আনবে। আমরা গ্যাসের ঘোষিত বর্ধিত মূল্য অবিলম্বে প্রত্যাহারের দাবি জানাচ্ছি।
আবাসিক সহ সকল ক্ষেত্রে গ্যাসের মূল্য বৃদ্ধির ঘোষনায় সম্মিলিত সামাজিক আন্দোলন গভীর উদ্বেগ ও প্রতিবাদ জানাচ্ছে।
সম্মিলিত সামাজিক আন্দোলনের সাধারণ সম্পাদক সালেহ আহমেদ এক বিবৃতিতে আবাসিক, অনাআবাসিক, সার কারখানা সহ বানিজ্যিক ক্ষেত্রে গ্যাসের মূল্য বৃদ্ধিতে গভীর উদ্বেগ প্রকাশ করেন।
বিবৃতিতে সালেহ আহমেদ আরো বলেন, মহামারী করোনা বিপর্যয়, ইউক্রেন-রাশিয়া যুদ্ধ পরিস্থিতিতে এমনিতেই দেশের মানুষের অসহায়ত্বের শেষ নেই। নিত্য প্রয়োজনীয় দ্রব্যের কয়েক দফা মূল্যবৃদ্ধি, কর্মহারা মানুষের সংখ্যা প্রতিনিয়ত বৃদ্ধি, বেকারত্বের জর্জরিত সময়ে গ্যাসের মূল্যবৃদ্ধির ঘোষণা জতীয় আত্মহত্যার শামিল।
গ্যাসের মূল্যবৃদ্ধির প্রভাবে দেশে নতুন করে উৎপাদন বন্টন বাণিজ্যসহ সকল ক্ষেত্রে নৈরাজ্য নেমে আসবে। আমরা গ্যাসের বার্ধিত মূল্য প্রত্যাহারের দাবি জানাচ্ছি।