প্রবাসী কল্যাণ মন্ত্রীর সাথে বসনিয়ার রাষ্ট্রদূতের বৈঠক
ঢাকা ৮ ডিসেম্বর ২০২১ :
প্রবাসী কল্যাণ ও বৈদশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদের সাথে আজ মন্ত্রণালয়ে তাঁর অফিস কক্ষে বসনিয়ার রাষ্ট্রদূত মোহাম্মেদ সেনজিক (Muhamed Cengic) এর এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এ সময় মন্ত্রণালয়ের সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন উপস্থিত ছিলেন।
বৈঠকে বসনিয়ার শ্রমবাজার পরিস্থিতি এবং বাংলাদেশ থেকে বসনিয়ায় কর্মী প্রেরণ বিষয়ে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরের সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়।
এসময় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী যেকোনো অনিয়মতান্ত্রিক অভিবাসন ও মানবপাচারের বিরুদ্ধে বাংলাদেশের সুদৃঢ় অবস্থান তুলে ধরেন।
মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ আব্দুল কাদের ও বসনিয়া দূতাবাসের কনসাল জেনারেল মোহাম্মদ তানিম হাসান বৈঠকে উপস্থিত ছিলেন।