প্রযুক্তির নিরাপদ ব্যবহারে ব্লকচেইন সংক্রান্ত কর্মশালা অনুষ্ঠিত
ঢাকা ১৬ অক্টোবর ২০২১:
ফিউচার টেকনোলজী (ফিউটেক),বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন) এবং মুনির হাসান ডট কম এর যৌথ উদ্যোগে আজ আয়োজিত হল ‘ব্লকচেইন লিটারেসি’ ভিত্তিক অনলাইন কর্মশালা ‘আর্ট টু ভ্যাকসিন পাসপোর্টঃ রেভুলিউসনাইজিং দি ওউনারশিপ বাই এন এফ টি’।
কর্মশালাটি মূলত ব্লকচেইনে মানুষকে আগ্রহী করে তুলতে এবং ব্লকচেইনের প্রযুক্তিকে ছড়িয়ে দিতে আয়োজন করা হয়।
আজ কর্মশালাটির চতুর্থ সেশনের মূল বিষয়বস্তু ছিল নন-ফাঞ্জিবল টোকেন (NFT) টেকনোলজি। এর আগে মোট তিনটি সেশনে ব্লকচেইনের ব্যবহার, জাতীয় ব্লকচেইন কৌশল এবং ব্লকচেইন পরিচিতি নিয়ে আলোচনা কর হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিশিষ্ট লেখক, গবেষক এবং হাইয়ার এডুকেশন বিশেষজ্ঞ, ডঃ নিয়াজ চৌধুরী এবং অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অস্ট্রেলিয়া ভিত্তিক লা ট্রোব বিশ্ববিদ্যালয়ের প্রভাষক ডঃ জাবেদ মোরশেদ চৌধুরী।
নন-ফাঞ্জিবল টোকেন (এন এফ টি) ডিজিটাল জগতে সহজভাবে ব্যবসা পরিচালনা করায় একটি কার্যকর মাধ্যম। ব্লকচেইনের মাধ্যমে এ লেনদেন দ্রুত এবং সহজেই হতে পারে। এন এফ টি টেকনোলজি ব্লকচেইনের এর সাথে ওতপ্রোতভাবে সংযুক্ত এবং এন এফ টি টেকনোলজি দ্বারা পরিচলিত সকল লেনদেনের রেকর্ড ব্লকচেইনের মধ্যেই থাকে।
ডঃ নিয়াজ চৌধুরী বলেন যে এন এফ টি, নন-ফাঞ্জিবল টোকেনের কথা এখন খুব বেশি প্রচলিত হলেও এন এফ টি, নন-ফাঞ্জিবল টোকেন অনেক আগে থেকে ব্লকচেইনের সাথে যুক্ত ছিলো এবং সেশনটির আলোচনা এন এফ টি, নন-ফাঞ্জিবল টোকেন এবং আর্টের যুক্ত বলেও জানান তিনি।
ডঃ জাবেদ মোরশেদ চৌধুরী জানান এন এফ টি’কে কোন ডিজিটাল বস্তু বা প্রডাক্টকে স্বতন্ত্রভাবে চিহ্নিত করার উপায় বলা যায়। সেশনটিতে ডঃ জাবেদ মোরশেদ চৌধুরী এন এফ টির সুভিধা গুলো নিয়ে গভীর ভাবে আলোচনা করেন যার মধ্যে উল্লেখযোগ্য হলো এন টি এফ রেপ্লিকা করা যায় না, ডিজিটাল আর্ট মিডিয়া, এক্সচেঙ্গেবিলিটি, বিনিময়যোগ্যতা, অভিন্নতা, ভগ্নাংশীকরণ, এন এফ টি তৈরির পদক্ষেপ ইত্যাদি নিয়ে বিস্তারিত আলোচনা করেন ডঃ জাবেদ মোরশেদ চৌধুরী।
পরবর্তীতে ব্লকচেইনের বিস্তারিত খুটিনাটি নিয়ে আরো কর্মশালা আয়োজন করার পরিকল্পনা করছে বিডিওএসএন এবং ফিউটেক।