ঢাকা ১৮ আগস্ট ২০২২ :
মাসব্যাপী জাতীয় শোক দিবসের কর্মসূচীর অংশ হিসেবে বাংলাদেশ গার্মেন্টস এক্সেসরিজ এন্ড প্যাকেজিং ম্যানুফ্যাকচারার্স এন্ড এক্সপোর্টার্স এসোসিয়েশন (বিজিএপিএমইএ) এর পক্ষ হতে বৃহস্পতিবার হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর টুঙ্গিপাড়াস্থ সমাধিসৌধে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপণ করা হয়।
একই সময় বঙ্গবন্ধুর আত্মার মাগফেরাত ও তাঁর পরিবারের সদস্যদের শান্তি কামনা করে ফাতেহা পাঠ করা হয়।
একই দিন বিকেল ৫:০০ টায় মুন্সীগঞ্জ জেলার লৌহজং উপজেলার শিমুলিয়া গ্রামের ভাওয়ার সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে পাঁচ শতাধিক গরীব ও দুস্থ মানুষের মধ্যে পরিধেয় বস্ত্র বিতরণ করা হয়।
এ কর্মসূচীতে বিজিএপিএমইএ এর ২য় সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা একেএম মোস্তফা সেলিম, অন্যান্য সহ-সভাপতিবৃন্দ, বর্তমান ও বিগত পরিচালনা পরিষদের সদস্যবৃন্দ, স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যানবৃন্দ এবং এসোসিয়েশনের কর্মকর্তা/কর্মচারীগণ অংশগ্রহণ করেন।