বেতুয়া নদীবন্দরের ভিত্তিপ্রস্থর স্থাপন করলেন নৌপরিবহন প্রতিমন্ত্রী
চরফ্যাশন (ভোলা) ৩০ নভেম্বর ২০২১ :
নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী আজ ভোলার চরফ্যাশনে ‘বেতুয়া নদীবন্দর -এর ভিত্তিপ্রস্থর স্থাপন করেছেন। এসময় অন্যান্যদের মধ্যে সংসদ সদস্য আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব, বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান কমডোর গোলাম সাদেক উপস্থিত ছিলেন।
গত ২২ অক্টোবর দেশের ৩৫তম নদীবন্দর ‘বেতুয়া নদীবন্দর’ ও ২৪ অক্টোবর ৩৬তম নদীবন্দর ‘কোম্পানীগঞ্জ-সোনাগাজী নদীবন্দর’ স্থাপনের গেজেট জারি করা হয়। ২০১০ সাল থেকে এ পর্যন্ত ১৬টি নতুন নদীবন্দর স্থাপনের ঘোষণা দেওয়া হয়েছে আরো ৫টি নদীবন্দর ঘোষণার প্রস্তাবনা রয়েছে।
প্রতিমন্ত্রী এর আগে চরফ্যাশনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন ও মুজিববর্ষ উপলক্ষ্যে বৃক্ষরোপণ করেন। পরে তিনি ঘোষেরহাট বিআইডব্লিউটিএ’র লঞ্চঘাটে নৌচলাচল নির্বিঘ্ন ও সচল করার লক্ষ্যে নতুন চরের ড্রেজিং স্থান পরিদর্শন করেন।