মুজিব জন্মশতবর্ষ উপলক্ষে বেলাবতে গৃহহীনদের পুনর্বাসনে ঘর নির্মাণ কাজের উদ্বোধন শিল্প মন্ত্রীর
ঢাকা ১৭ জুলাই ২০২২ :
ডেক্স নিউজ : বেলাবতে মুজিব জন্মশতবর্ষ উপলক্ষে গৃহহীনদের পুনর্বাসনের লক্ষে ৭০ শতাংশ জায়গার উপর ঘর নির্মাণ কাজের শুভ উদ্বোধন করেন শিল্প মন্ত্রী।
নরসিংদীর বেলাবতে মুজিব জন্মশতবর্ষ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্প, আশ্রয়ন প্রকল্প -২ এর আওতায় “ক” শ্রেণীর ভূমিহীন গৃহহীন পরিবারের পুনর্বাসন চলমান রয়েছে।
তারই ধারাবাহিকতায় নরসিংদী জেলার বেলাব উপজেলার মোট ২২০ টি পরিবারের মধ্যে ১৭০ টি পরিবারের ও ঘর প্রদান করা হয়েছে।
তন্মধ্যে সমাজে পিছিয়ে পড়া বেলাব ইউনিয়নের পরিজন সম্প্রদায়ের মধ্যে (মুচি পল্লীর) ৩০ টি সরকারি জমি ও ঘর প্রদানের লক্ষ্যে চর-বেলাব মৌজাস্থিতি ০১ নং খাস খতিয়ানের ৫১ ও ৫২ নং দাগের ৭০ শতাংশ ভূমিতে ঘর নির্মাণ কাজের শুভ উদ্বোধন করেন মাননীয় শিল্প মন্ত্রী এডভোকেট নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন এমপি।
এসময় উপস্থিত ছিলেন বেলাব উপজেলা নির্বাহী অফিসার মোঃ আক্তার হোসেন শাহিন, সহকারী কমিশনার ( ভূমি) শাহীনুর আক্তার, উপজেলা আওয়ামী লীগের (ভারপ্রাপ্ত সভাপতি মনিরুজ্জামান খান, উপজেলা চেয়ারম্যান মনিরুজ্জামান ভূঁইয়া, মহিলা ভাইস চেয়ারম্যান, বেলাব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী শাফি সংশ্লিষ্ট ভূমি কর্মকর্তা সহ সুবিধা ভোগী পরিবারে সদস্যগন ও এলাকার বহু গন্যমান্য ব্যক্তি।
Read us@googlenews