যুব উন্নয়নে বিভিন্ন দাতাগোষ্ঠীর সাথে একযোগে কাজ করছে সরকার : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ জাহিদ আহসান রাসেল এমপি বলেছেন, বাংলাদেশ বর্তমানে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড এর সুবিধা ভোগ করছে।
এ দেশের এক তৃতীয়াংশ জনগোষ্ঠী হচ্ছে তরুণসমাজ। দেশের এ বিশাল জনগোষ্ঠীর সার্বিক উন্নয়নে বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় নিরলস ভাবে কাজ করে চলেছে। যুব সমাজের উন্নয়নে বিশ্বব্যাংক, ইউএসএইডসহ বিভিন্ন দাতাগোষ্ঠীর সাথে একযোগে কাজ করছে সরকার।
প্রতিমন্ত্রী আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর একটি হোটেলে ইউএসএইড এর যুব বিষয়ক এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের জন্যও বিশেষভাবে প্রশিক্ষন প্রদানের উদ্যোগ গ্রহন করা হয়েছে। যুগের সাথে তাল মিলিয়ে আধুনিক ও সময়োপযোগী বিভিন্ন ট্রেডে প্রশিক্ষন দেওয়া হচ্ছে। এছাড়া যুব প্রশিক্ষন কেন্দ্র গুলিতে প্রশিক্ষনের পাশাপাশি চিত্তবিনোদনের ব্যবস্হা রাখা হবে বলে জানান প্রতিমন্ত্রী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন যুব ও ক্রীড়া সচিব মেজবাহ উদ্দিন ও যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক মোঃ আজহারুল ইসলাম খান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন ইউএসএইড এর বাংলাদেশের শিক্ষা বিষয়ক কার্যক্রমের পরিচালক সোনিয়া রনেলড কুপার।
অনুষ্ঠানে সোনিয়া রনেলড কুপার বলেন, ইউএসএইড বাংলাদেশের সাথে শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক নিরাপত্তা বেষ্টনীসহ বিভিন্ন আর্থসামাজিক উন্নয়নে নিবিড়ভাবে কাজ করছে। আমরা যুব উন্নয়নেও বাংলাদেশকে সহায়তা করতে চাই। এ দেশের যুবদের দক্ষতা বৃদ্ধিসহ তাদের সার্বিক উন্নয়নে প্রায় ৩৫ মিলিয়ন ডলারের একটি প্রজেক্ট নেওয়া হচ্ছে।
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ইউএসএইড এর যুব উন্নয়ন বিষয়ক এ উদ্যোগকে স্বাগত জানান।
কর্মশালায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ও যুব উন্নয়ন অধিদপ্তরের উর্ধতন কর্মকর্তাবৃন্দ, ইউএসএইডসহ বিভিন্ন উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠান ও যুব উদ্যোক্তাগন অংশগ্রহন করেন।

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর শুভেচ্ছা উপহার পেলো খুদে শিক্ষার্থীরা
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ জাহিদ আহসান রাসেল এমপির সৌজন্যে গাজীপুরের জয়দেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের খুদে শিক্ষার্থীদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
শনিবার সকালে জয়দেবপুর সরকারি প্রথমিক বিদ্যালয়ের মাঠে এই বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। গাজীপুরের জেলা প্রশাসক আনিসুর রহমানের সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ জাহিদ আহসান রাসেল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার জাকির হোসেন,জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ তোফাজ্জল হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন,আজকের শিশু আগামী দিনের ভবিষ্যত। আমাদের শিশুদেরও এমন ভাবে প্রস্তুত করতে হবে যেনো আমাদের শিশুরা মানুষের মতো মানুষ হয়ে তারাও বড় হয়ে অন্যকে সাহায্য করতে পারে।।
এসময় আরও উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর আওয়ামীলীগের সহ সভাপতি এড. ওয়াজ উদ্দিন মিয়া, প্যানেল মেয়র এড. আয়েশা আক্তার, গাজীপুর মহানগর আওয়ামীলীগের সদস্য দিলরুবা ফাইজিয়া,কাউন্সিলর শাহজাহান মিয়া সাজু, হাসান আজমল ভূইয়া, বিদ্যালয়ের সভাপতি এড সুদীপ কুমার চক্রবর্তী, গাজীপুর মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ মুস্তাক আহমেদ কাজল, বিদ্যালয়ের প্রধান শিক্ষক বদরুন নেছা,প্রমুখ।