সেনাবাহিনী প্রধানের সভাপতিত্বে অলিম্পিক এসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত
ঢাকা ১০ জুন ২০২২ :
ঢাকা সেনানিবাসস্থ আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটির ৩য় সভা বৃহস্পতিবার (০৯-০৬-২০২২) সন্ধ্যায় অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন (বিওএ)-এর সভাপতি সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ, এসবিপি, ওএসপি, এনডিইউ, পিএসসি, পিএইচডি।
সভায় বিস্তারিত আলোচনা শেষে নিম্নোক্ত সিদ্ধান্তসমূহ গৃহীত হয়:
যুক্তরাজ্যের বার্মিংহাম শহরে অনুষ্ঠিতব্য ২২তম কমনওয়েলথ গেমসে ০৭টি ডিসিপ্লিনে অংশগ্রহনকারী বাংলাদেশ দলের সদস্যগণ আগামী ২০ জুলাই ২০২২ তারিখ হতে ০২ আগষ্ট ২০২২ তারিখ পর্যন্ত পর্যায়ক্রমে বার্মিংহাম গমণ এবং ০২ আগষ্ট হতে ১০ আগষ্ট ২০২২ তারিখ পর্যন্ত পর্যায়ক্রমে বাংলাদেশের উদ্দেশ্যে বার্মিংহাম ত্যাগ করবে।
তুরস্কের কোনিয়া শহরে অনুষ্ঠিতব্য ৫ম ইসলামিক সলিডারিটি গেমসে ১১টি ডিসিপ্লিনে অংশগ্রহনকারী বাংলাদেশ দলের সদস্যগণ আগামী ০৩ আগষ্ট ২০২২ তারিখ হতে ১৫ আগষ্ট ২০২২ তারিখ পর্যন্ত পর্যায়ক্রমে কোনিয়া গমণ এবং ১২ আগষ্ট হতে ১৯ আগষ্ট ২০২২ তারিখ পর্যন্ত পর্যায়ক্রমে বাংলাদেশের উদ্দেশ্যে কোনিয়া ত্যাগ করবে।
২০২২ সালের অক্টোবর/নভেম্বর মাস হতে আরম্ভ করে ২০২৩ সালের ফেব্রুয়ারী/ মার্চ মাসে স্কুল কলেজের শিক্ষা কার্যক্রম বিবেচনা করে সুবিধাজনক সময়ে ‘শেখ কামাল ২য় বাংলাদেশ যুব গেমস’ ঢাকায় আয়োজন এবং এ উপলক্ষে একটি ষ্টিয়ারিং কমিটি গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়। আন্তর্জাতিক অলিম্পিক কমিটির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আগামী জুলাই মাসে সুবিধাজনক সময়ে অলিম্পিক ডে উদযাপনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের দৈনন্দিন কার্যক্রম সুষ্ঠু ও সুন্দরভাবে পরিচালনার লক্ষ্যে গতকাল বৃহস্পতিবার কার্যনির্বাহী কমিটির সভায় নিম্নোক্তভাবে আরও ৯টি উপ-কমিটি গঠন করা হয়: (১) স্পোর্টস এন্ড এনভায়রনমেন্ট উপ-কমিটি (২) উইমেন কমিশন (৩) স্পোর্টস ফর অল উপ-কমিটি (৪) ফেডারেশন কো অর্ডিনেশন উপ-কমিটি (৫) এ্যাথলেটস উপ-কমিটি (৬) আইনও নীতি উপ-কমিটি (৭) ডিসিপ্লিন উপ-কমিটি (৮) মার্কেটিং, স্পনসর, কালচার এন্ড অলিম্পিক হেরিটেজ উপ-কমিটি এবং (৯) ইন্টারন্যাশনাল রিলেশন উপ-কমিটি।
উল্লেখ্য, গত ২৪ মার্চ ২০২২ তারিখে অনুষ্ঠিত বিওএ-র কার্যনিবাহী কমিটির সভায় নিম্নোক্ত ০৬টি উপ-কমিটি গঠন করা হয়:
(১) ট্রেনিং এন্ড ডেভেলপমেন্ট কমিটি, (২) ফাইন্যান্স, অডিট, প্লানিং ও বাজেট উপ-কমিটি, (৩) সলিডারিটি কমিটি, (৪) ইনফরমেশন এন্ড মিডিয়া কমিটি, (৫) প্রশাসন ও ক্রয় কমিটি এবং (৬) মেডিক্যাল এন্ড এন্টি ডোপিং কমিটি।
মাল্টি গেমস এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ক্যাটাগরিতে বিওএ কার্যনিবাহী কমিটির সদস্য পদ শূন্য হওয়ায় উক্ত ২টি সদস্য পদে নির্বাচন আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়।
উল্লেখ্য, বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন এর ১৬তম সভাপতি হিসেবে সেনাবাহিনী প্রধান গত ২৪ ডিসেম্বর ২০২১ তারিখ থেকে সভাপতির দায়িত্ব গ্রহণ করেন।
বাংলাদেশ বিমান বাহিনী মহিলা কল্যাণ সমিতি (বাফওয়া) এর ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী-২০২২ উদযাপন
ঢাকা, ১০ জুন ২০২২ :
বাংলাদেশ বিমান বাহিনী মহিলা কল্যাণ সমিতি (বাফওয়া) এর ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী শুক্রবার (১০-০৬-২২) ঢাকা সেনানিবাসে অবস্থিত বিমান বাহিনী ঘাঁটি বাশার-এ অনুষ্ঠিত হয়েছে। এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাফওয়ার সভানেত্রী তাহমিদা হান্নান। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এক বর্ণাঢ্য র্যালী, শ্রেষ্ঠ কর্মীদের পুরষ্কার বিতরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিমান বাহিনী পরিবারের অন্তর্নিহিত সম্ভাবনা ও সুপ্ত প্রতিভার সুপরিকল্পিত বিকাশ সাধন এবং তাদের সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে সহযোগিতার লক্ষ্যে ‘সেবা, সংস্কৃতি ও সৌহার্দ্য’ এই মূলমন্ত্রে উজ্জীবিত হয়ে ১০ জুন ১৯৭৭ তারিখে বাংলাদেশ বিমান বাহিনী মহিলা সমিতির (বাফওয়া) কার্যক্রম শুরু হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি তাঁর বক্তব্যে বিগত ০১ বছরে বাফওয়া কর্তৃক গৃহীত বিভিন্ন উন্নয়ন এবং সেবামূলক কার্যক্রম যেমন, বিমান বাহিনীতে কর্মরত চতুর্থ শ্রেণির কর্মচারী এবং তাদের পরিবারবর্গের জন্য বিনামূল্যে প্যাথলজি, রেডিওলজি ও শল্যচিকিৎসা প্রদানের জন্য ‘নব আলো’ প্রকল্প, বিশেষ শিশুদের জন্য বিশেষায়িত স্কুল (Blue Sky) প্রতিষ্ঠা, চতুর্থ শ্রেণির কর্মচারীদের প্রতিবন্ধি সন্তানদের জন্য বিশেষ চিকিৎসা ভাতা প্রদান,শমশেরনগরে ‘বাফওয়া গোল্ডেন ঈগল নার্সারী’ স্কুল স্থাপন, Blue Horizon কম্পিউটার প্রশিক্ষণ প্রকল্প, ‘ইন্ডাস্ট্রিয়াল হোম পাইলট প্রকল্প’, অবসর প্রাপ্ত বিমান সেনা ও এমওডিসি (বিমান) গণের পত্নীদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদানের জন্য ‘সুরক্ষা’ স্কীম, বাফওয়া আঞ্চলিক শাখা সমূহে Belleza নামক চেইন বিউটি পার্লার স্থাপন ইত্যাদি বিষয়ে উল্লেখ করেন। এছাড়াও, অতিশীঘ্রই বিমানসেনা, এমওডিসি (এয়ার) ও বেসামরিক কর্মচারীদের মেধাবী সন্তানদের শিক্ষাবৃত্তি, মান সম্মত চিকিৎসার লক্ষ্যে হাসপাতাল ও নার্সিং ইনস্টিটিউট প্রতিষ্ঠা, ডেইরি ফার্ম প্রতিষ্ঠা এবং বিভিন্ন ভাষা শিক্ষার জন্য ল্যাঙ্গুয়েজ ল্যাবের কার্যক্রম উদ্বোধন হতে যাচ্ছে বলে জানানো হয়। এই অনুষ্ঠানমালা ঢাকা এলাকার পাশাপাশি একই সময়ে বিমান বাহিনীর বিভিন্ন ঘাঁটিতে আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানে বাফওয়ার প্রাক্তন সভানেত্রীগণ, বিমান বাহিনীর অবসরপ্রাপ্ত ঊর্ধ্বতন কর্মকর্তা বৃন্দের পত্নীগণ ও কেন্দ্রীয় বাফওয়ারসহ সভানেত্রী বৃন্দসহ ঢাকা অঞ্চলের আঞ্চলিক শাখার সভানেত্রীগণ, বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা বৃন্দের পত্নীগণ এবং বিভিন্ন আঞ্চলিক শাখা সমূহের সদস্য ছাড়াও উল্লেখ যোগ্য সংখ্যক বিমান সেনাদের পত্নীগণ উপস্থিত ছিলেন।