১৬ জন বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের সদস্যদের সম্মাননা প্রদান বিজিএপিএমইএ এর
ঢাকা ২১ ডিসেম্বর ২০২১ :
বাংলাদেশ গার্মেন্টস এক্সেসরিজ ও প্যাকেজিং ম্যানুফ্যাকচারার্স এন্ড এক্সপোর্টার্স এসোসিয়েশন (বিজিএপিএমইএ) এর সভাপতি মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন মতির সভাপতিত্বে ১৯-১২-২০২১ মহাখালীস্থ এস কে এস টাওয়ার এর সেনা গৌরব হলে উদযাপিত হয়েছে ‘মহান বিজয় দিবস ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী’।
এসোসিয়েশনের সদস্য প্রতিষ্ঠান এবং স্বনামধন্য কসমো গ্রুপের পৃষ্ঠপোষকতায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সেনা প্রধান লেফটেন্যান্ট জেনারেল (অবঃপ্রাপ্ত) ম. হারুন-অর-রশিদ, বীর প্রতীক।
১৬ জন বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের সদস্যদের সম্মাননা প্রদান করা হয়।
অনুষ্ঠানে মহান বিজয় দিবস ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর উপর আলোচনা ছাড়াও বীর মুক্তিযোদ্ধারা তাঁদের স্মৃতিচারণ করেন।
অনুষ্ঠান শেষে দেশাত্ববোধক সঙ্গীত পরিবেশিত হয়। এসোসিয়েশনের আমন্ত্রনে উপস্থিত সম্মানীত সদস্যগণ উক্ত অনুষ্ঠানটি উপভোগ করেন।