[Valid RSS]
May 27, 2023, 11:40 pm
Treanding
GIZ Bangladesh’s training held on SDG localisation in Khulna ছোটদের সহজ প্রোগ্রামিং শিক্ষায় প্রকাশিত হল বাংলা স্ক্র্যাচ বই Ditching Russian gas no way to reach climate goals : Putin চট্টগ্রামে নিরাপদ খাদ্য বিষয়ে প্রচারনা কর্মসূচি সমাপ্ত Samsung brings month-long smartphone campaign On September 6–7, Vladimir Putin will make working trip to Vladivostok Two Russian embassy workers killed in ‘suicide bombing’ Shocked & devastated by the horrific attacks : Justin Trudeau  SSC, equivalent exams begin Sept 15: Dipu Moni Ten killed in Canadian stabbing spree Russia wants UN to pressure US : media Daraz Bangladesh Anniversary Campaign – Now LIVE! realme offers upto BDT 3400 off on occasion of Daraz’s 8th anniversary General Pharmaceuticals employees will receive insurance from MetLife চট্টগ্রামের কলেজিয়েট স্কুলে নিরাপদ খাদ্য বিষয়ে প্রচারনা কর্মসূচি শুরু Bangladesh a secular country, immediate action is taken whenever minorities are attacked: PM  Two more mortar shells from Myanmar land in Bangladesh OPPO launches killer device A57 in 15-20K price range ShareTrip and Grameenphone join hands to offer exciting travel privileges ড্যাপ ২০২২-২০৩৫ এর পরিপূর্ণ বাস্তবায়নের দাবী বিআইপির

BRAC Bank gets ‘AAA’ from CRAB

Bangladesh Beyond
  • Updated on Tuesday, August 23, 2022
  • 188 Impressed

BRAC Bank gets ‘AAA’ from CRAB

 

Dhaka August 23 2022 :

 

BRAC Bank has been rated ‘AAA’, showing its solid financial strength and stability.

 

Bangladesh’s most prominent agency – Credit Rating Agency of Bangladesh (CRAB) – has assigned ‘AAA’ to BRAC Bank with ‘Stable’ outlook. ‘AAA’ is the highest issuer credit rating assigned by CRAB.

 

The rating is a testament to the fact that the bank is stable and has the capacity to meet its financial commitments on time. ‘AAA’ is judged to be of the highest quality with minimal credit risk.

 

BRAC Bank earlier in 2019 became the only bank to achieve a credit rating equivalent to the Sovereign Rating of Bangladesh by Moody’s Investors Service. BRAC Bank is the only Bangladeshi bank rated by the world’s most renowned agency S&P Global Rating. 

 

 

Commenting on the rating, the bank’s Managing Director & CEO, Selim R. F. Hussain said: “We feel honoured to have earned ‘AAA’ credit rating as the first bank in the country by CRAB. This unique achievement is resulted from the bank’s continuous efforts towards improving and maintaining an industry-above capital base, better asset quality, exemplary corporate governance and superior liquidity position.”

 

“Efficient management of balance sheet and liquidity, strong compliance culture and a professional management team have been key determinants of this credit rating excellence. We are happy to share this achievement with our valued customers, shareholders, regulators and other stakeholders whose unwavering trust makes us what we are today,” he continued.

 

Good governance, compliance, ethics and transparency are the pillars of BRAC Bank’s business model. Industry best credit rating for consecutive years, highest investment by overseas investors, highest market capitalization and recognitions from SAFA, ICAB and ICMAB bear testimony to the bank’s strong governance and robust financial strength and image on the local and global stage.

 

 

 

ব্র্যাক ব্যাংক পেলো ক্র্যাব-এর ‘এএএ’ ক্রেডিট রেটিং

 

ঢাকা ২৩ আগস্ট ২০২২:

 

ব্র্যাক ব্যাংক পেলো ক্রেডিট রেটিং এজেন্সি অফ বাংলাদেশ (ক্র্যাব)-এর ‘এএএ’ (ট্রিপল এ) ক্রেডিট রেটিং। এই রেটিং ব্র্যাক ব্যাংক-এ দৃঢ় আর্থিক অবস্থা ও স্থিতিশীলতার প্রতিফলন বহন করে।

 

ক্রেডিট রেটিং এজেন্সি অফ বাংলাদেশ (ক্র্যাব) বাংলাদেশের সবচেয়ে খ্যাতিমান এজেন্সি। ক্র্যাব ব্র্যাক ব্যাংক-কে ‘এএএ’ এর সাথে ‘স্থিতিশীল’ আউটলোক দিয়েছে। ‘এএএ’ হলো ক্র্যাব দ্বারা প্রদত্ত সর্বোচ্চ ইস্যুকারী ক্রেডিট রেটিং।   

 

এই ক্রেডিট রেটিং প্রমাণ করে যে, ব্র্যাক ব্যাংক স্থিতিশীল এবং সময়মতো এর আর্থিক প্রতিশ্রুতি পূরণ করতে সক্ষম। ‘এএএ’ হলো ন্যূনতম ঋণ ঝুঁকিসহ সর্বোচ্চ মানের স্বীকৃতি ।

 

২০১৯ সালে মুডি’জ ইনভেস্টরস সার্ভিস-এর দেয়া রেটিংয়ে ব্র্যাক ব্যাংক-ই একমাত্র বাংলাদেশি ব্যাংক হিসেবে আবির্ভূত হয়, যা রাষ্ট্র হিসেবে বাংলাদেশের প্রাপ্ত ‘সভরেইন রেটিং’ (সার্বভৌম রেটিং) এর সমমানের রেটিং অর্জন করে। এছাড়াও ব্র্যাক ব্যাংক হল একমাত্র বাংলাদেশি ব্যাংক, যা বিশ্বের সবচেয়ে বিখ্যাত ক্রেডিট রেটিং এজেন্সি – এসঅ্যান্ডপি গ্লোবাল রেটিং – দ্বারা রেটিং প্রাপ্ত ব্যাংক।  

 

এই রেটিং সম্পর্কে মন্তব্য করতে গিয়ে ব্র্যাক ব্যাংক-এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও সেলিম আর. এফ. হোসেন বলেন : “আমরা ক্র্যাব থেকে দেশের প্রথম ব্যাংক হিসেবে ‘এএএ’ ক্রেডিট রেটিং অর্জন করতে পেরে সম্মানিত বোধ করছি। এই অনন্য অর্জনটি সম্ভব হয়েছে ব্যাংকের শক্তিশালী মূলধন ভিত্তি, শক্তিশালী আমানতের ভিত্তি, সুশাসন ও উন্নত তারল্য স্থিতি বজায় রাখার জন্য।”

 

তিনি আরও বলেন, “ব্যালেন্স শিট ও তারল্যের দক্ষ ব্যবস্থাপনা, শক্তিশালী কমপ্লায়েন্স ও একটি পেশাদার ব্যবস্থাপনা দল এই ক্রেডিট রেটিং এর সর্বোচ্চ মান অর্জনে সাহায্য করেছে। আমরা আমাদের গ্রাহক, শেয়ারহোল্ডার, নিয়ন্ত্রক সংস্থাসমূহ ও অন্যান্য স্টেকহোল্ডারদের সাথে এই কৃতিত্ব ভাগ করে নিতে পেরে আনন্দিত, যাদের অবিচল আস্থা আমাদেরকে আজকের এই অবস্থানে পৌঁছাতে সাহায্য করেছে।”  

 

“সুশাসন, নিয়মানুবর্তিতা, নৈতিকতা ও স্বচ্ছতা আমাদের বিজনেস মডেলের চারটি স্তম্ভ। গত কয়েক বছর ধরে ব্যাংকিং ইন্ডাস্ট্রির সেরা ক্রেডিট রেটিং, বিদেশি বিনিয়োগকারীদের সর্বোচ্চ বিনিয়োগ; সর্বাধিক মার্কেট ক্যাপিটালাইজেশন; এবং সাউথ এশিয়ান ফেডারেশন অব অ্যাকাউন্ট্যান্টস (সাফা), দি ইনস্টিটিউট অব চার্টার্ড একাউন্টেন্টস অব বাংলাদেশ (আইসিএবি) এবং দি ইনস্টিটিউট অফ কস্ট এন্ড ম্যানেজমেন্ট একাউন্টেন্টস অফ বাংলাদেশ (আইসিএমএবি)-এর ধারাবাহিক স্বীকৃতি – এই সবই আমাদের সুশাসন, আর্থিক দৃঢ়তা এবং দেশীয় ও বৈশ্বিক অঙ্গনে সুনামের প্রমাণ দেয়।”

 

Read us@googlenews

 

Social

More News
© Copyright: 2020-2022

Bangladesh Beyond is an online version of Fortnightly Apon Bichitra 

(Reg no: DA 1825)

Developed By Bangladesh Beyond