[Valid RSS]
May 24, 2023, 7:18 am
Treanding
GIZ Bangladesh’s training held on SDG localisation in Khulna ছোটদের সহজ প্রোগ্রামিং শিক্ষায় প্রকাশিত হল বাংলা স্ক্র্যাচ বই Ditching Russian gas no way to reach climate goals : Putin চট্টগ্রামে নিরাপদ খাদ্য বিষয়ে প্রচারনা কর্মসূচি সমাপ্ত Samsung brings month-long smartphone campaign On September 6–7, Vladimir Putin will make working trip to Vladivostok Two Russian embassy workers killed in ‘suicide bombing’ Shocked & devastated by the horrific attacks : Justin Trudeau  SSC, equivalent exams begin Sept 15: Dipu Moni Ten killed in Canadian stabbing spree Russia wants UN to pressure US : media Daraz Bangladesh Anniversary Campaign – Now LIVE! realme offers upto BDT 3400 off on occasion of Daraz’s 8th anniversary General Pharmaceuticals employees will receive insurance from MetLife চট্টগ্রামের কলেজিয়েট স্কুলে নিরাপদ খাদ্য বিষয়ে প্রচারনা কর্মসূচি শুরু Bangladesh a secular country, immediate action is taken whenever minorities are attacked: PM  Two more mortar shells from Myanmar land in Bangladesh OPPO launches killer device A57 in 15-20K price range ShareTrip and Grameenphone join hands to offer exciting travel privileges ড্যাপ ২০২২-২০৩৫ এর পরিপূর্ণ বাস্তবায়নের দাবী বিআইপির

BRAC Bank, upay sign deal on fund transfer and remittance services

Bangladesh Beyond
  • Updated on Tuesday, August 30, 2022
  • 421 Impressed

BRAC Bank, upay sign deal on fund transfer and remittance services

 

Dhaka August 30, 2022:

 

BRAC Bank has signed an agreement with mobile financial service provider upay recently, allowing BRAC Bank customers to transfer funds from Mobile App ‘ASTHA’ to their upay accounts.

Users can transfer up to BDT 50,000 to upay account in a day. Soon, upay customers will be able to transfer fund to BRAC Bank account from their upay account as well. 

This agreement will also enable migrant Bangladeshis to send money home directly to upay account, with the help of BRAC Bank’s 60+ remittance partners, including leading exchange houses and banks worldwide. Together, BRAC Bank and upay will automate the processing of remittance transactions, leading the way to the pinnacle of convenience where the beneficiary will receive the remittance instantly, no matter which corner of the world the remittance is sent from. 

upay will also use the payment settlement services of BRAC Bank to facilitate transactions for its mobile account. The integration between BRAC Bank and upay will help the customers of both organizations enjoy smooth, reliable and secure transactions conveniently.

Under this agreement BRAC Bank shall provide the TCSA (Trust Cum Settlement Account) service which shall enable UPAY to operate its Trust Fund in line with MFS & TCSA guideline. Also UPAY shall avail various collection and payment solution that includes BRAC Bank’s Corporate Internet Banking Platform, CORPnet.

Selim R. F. Hussain, Managing Director & CEO, BRAC Bank; Rezaul Hossain, Managing Director & CEO, upay; signed the agreement on behalf of their respective organizations at BRAC Bank Head Office in Dhaka on August 28, 2022. 

From BRAC Bank, Tareq Refat Ullah Khan, Deputy Managing Director and Head of Corporate Banking; Md. Mahiul Islam, Head of Retail Banking; Jabedul Alam, Head of Transaction Banking; Shahrear Zamil, Head of Remittance and Probashi Banking; Rashedul Hasan Stalin, Head of Payments and Partnership, were present. 

From upay, Syed Md Enamul Kabir, Chief Financial Officer; Ziaur Rahman, Chief Strategy Officer; Shams Azad, Deputy Director, Strategy & Product; Syed Mohidul Islam, Assistant Manager, Strategy, were present. 

Commenting on the partnership, Selim R. F. Hussain, Managing Director & CEO, BRAC Bank, said: “This partnership between BRAC Bank and upay will pave the way for a seamless digital payment experience for the customers. Now our ASTHA users will get more account fund transfer options. Expatriate Bangladeshis can directly send money to upay accounts of their loved ones. This integration with a leading MFS company is as part of BRAC Bank’s continued pursuit to expand digital banking services and become the most connected bank in the industry. We will continue to form new partnerships to cater to the diverse needs of our customers.”

Welcoming the collaboration, Rezaul Hossain, Managing Director & CEO, upay said: “At upay, we aim to offer the best service experience to our customers, backed by the most advanced technologies. It is our immense pleasure to start a partnership with BRAC Bank. We believe we can add significant value to our customers in local fund transfers and international remittances. This is just the beginning of our mutual partnership, which we look forward to expanding further as we strive to provide greater convenience to our customers.”

 

 

গ্রাহকদের ফান্ড ট্রান্সফার ও রেমিট্যান্স সার্ভিস প্রদানের লক্ষ্যে চুক্তি স্বাক্ষর করেছে ব্র্যাক ব্যাংক ও উপায়

 

ঢাকা ৩০ আগস্ট ২০২২ :

 

ব্র্যাক ব্যাংক সম্প্রতি মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস প্রোভাইডার – ‘উপায়’ – এর সাথে একটি চুক্তি স্বাক্ষর করেছে। এর ফলে ব্র্যাক ব্যাংক-এর গ্রাহকরা মোবাইল অ্যাপ ‘আস্থা’ ব্যবহার করে ‘উপায়’ অ্যাকাউন্টে তহবিল স্থানান্তর করতে পারবেন।  

এখন ‘আস্থা’ ব্যবহারকারীরা দিনে ‘উপায়’ অ্যাকাউন্টে ৫০,০০০ টাকা পর্যন্ত ট্রান্সফার করতে পারবেন। ‘উপায়’ এর গ্রাহকরা শীঘ্রই ব্র্যাক ব্যাংক অ্যাকাউন্টে ফান্ড ট্রান্সফার করতে সক্ষম হবেন।

প্রবাসী বাংলাদেশিরা এক্সচেঞ্জ হাউজসহ ব্র্যাক ব্যাংক-এর বিশ্বব্যাপী ৬০ এর বেশি রেমিট্যান্স পার্টনারের সহায়তায় সরাসরি ‘উপায়’ অ্যাকাউন্টে টাকা পাঠাতে পারবেন। সম্মিলিতভাবে ব্র্যাক ব্যাংক এবং ‘উপায়’ স্বয়ংক্রিয় রেমিট্যান্স লেনদেন প্রক্রিয়া চালু করবে, যার ফলে বিশ্বের যে-কোনো জায়গা থেকেই রেমিট্যান্স পাঠানো যাবে তাৎক্ষণিকভাবে।

মোবাইল অ্যাকাউন্টের জন্য লেনদেনের সুবিধার্থে ব্র্যাক ব্যাংক-এর পেমেন্ট সেটেলমেন্ট সার্ভিস ব্যবহার করবে ‘উপায়’। ব্র্যাক ব্যাংক এবং উপায়-এর মধ্যে ইন্টিগ্রেশন উভয় প্রতিষ্ঠানের গ্রাহকদের স্বাচ্ছন্দ্যময়, নির্ভরযোগ্য ও নিরাপদ লেনদেন উপভোগ করতে সাহায্য করবে।

এই চুক্তির অধীনে ব্র্যাক ব্যাংক ট্রাস্ট কাম সেটেলমেন্ট অ্যাকাউন্ট (টিসিএসএ) সেবা প্রদান করবে, যা ‘উপায়’ কে এমএফএস ও টিসিএসএ নীতিমালা অনুসারে ট্রাস্ট ফান্ড পরিচালনা করতে সাহায্য করবে। এছাড়াও ‘উপায়’ ব্র্যাক ব্যাংক-এর কর্পোরেট ইন্টারনেট ব্যাংকিং প্ল্যাটফর্ম – কর্পনেট – সহ বিভিন্ন কালেটশন ও পেমেন্ট সলিউশন সুবিধা পাবে।

২৮ আগস্ট ২০২২ ঢাকায় ব্র্যাক ব্যাংক-এর প্রধান কার্যালয়ে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন ব্র্যাক ব্যাংক-এর ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও সেলিম আর. এফ. হোসেন এবং ‘উপায়’-এর ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও রেজাউল হোসেন।

 

 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্র্যাক ব্যাংক-এর ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব কর্পোরেট ব্যাংকিং তারেক রেফাত উল্লাহ খান, হেড অব রিটেইল ব্যাংকিং মো: মাহীয়ুল ইসলাম, হেড অব ট্র্যানজ্যাকশন ব্যাংকিং জাবেদুল আলম, হেড অব রেমিট্যান্স অ্যান্ড প্রবাসী ব্যাংকিং শাহরিয়ার জামিল এবং হেড অব পেমেন্টস অ্যান্ড পার্টনারশিপ রাশেদুল হাসান স্ট্যালিন।

আরও উপস্থিত ছিলেন ‘উপায়’-এর চিফ ফাইন্যান্সিয়াল অফিসার সৈয়দ মো: এনামুল কবির, চিফ স্ট্র্যাটেজি অফিসার জিয়াউর রহমান, ডেপুটি ডিরেক্টর, স্ট্র্যাটেজি অ্যান্ড প্রোডাক্ট শামস আজাদ এবং অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার সৈয়দ মহিদুল ইসলাম।  

এই পার্টনারশিপ সম্পর্কে ব্র্যাক ব্যাংক-এর ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও সেলিম আর. এফ. হোসেন বলেন, “ব্র্যাক ব্যাংক এবং ‘উপায়’-এর মধ্যে এই পার্টনারশিপ গ্রাহকদের জন্য নির্বিঘ্ন ডিজিটাল পেমেন্টের সুবিধা প্রদান করবে। এখন আমাদের ‘আস্থা’ ব্যবহারকারীরা আরও অ্যাকাউন্ট ফান্ড ট্রান্সফার অপশন পাবেন। প্রবাসী বাংলাদেশিরা সরাসরি তাদের প্রিয়জনের অ্যাকাউন্টে টাকা পাঠাতে পারবেন। একটি দেশের অন্যতম এমএফএস কোম্পানির সাথে এই ইন্টেগ্রেশন ব্র্যাক ব্যাংক-এর ডিজিটাল ব্যাংকিং সেবার সম্প্রসারণের অব্যাহত প্রচেষ্টার অংশ, যার মাধ্যমে আমরা ইন্ডাস্ট্রিতে সবচেয়ে সংযুক্ত ব্যাংকে পরিণত হতে চাই। আমরা আমাদের গ্রাহকদের বিভিন্ন চাহিদা পূরণে নতুন নতুন পার্টনারশিপ করা অব্যাহত রাখবো।”

এই চুক্তিকে স্বাগত জানিয়ে ‘উপায়’-এর ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও রেজাউল হোসেন বলেন, “উপায়-এ, আমাদের লক্ষ্য হলো সর্বাধুনিক প্রযুক্তির সাহায্যে আমাদের গ্রাহকদের উৎকৃষ্ট সেবার অভিজ্ঞতা প্রদান করা। ব্র্যাক ব্যাংক-এর সাথে পার্টনারশিপ করতে পেরে আমরা আনন্দিত। একসাথে আমরা স্থানীয় ফান্ড ট্রান্সফার এবং আন্তর্জাতিক রেমিট্যান্সে আমাদের গ্রাহকদের জন্য বিশেষ সুবিধা ও স্বচ্ছন্দ্য প্রদান করতে পারবো। আমাদের পারস্পরিক পার্টনারশিপের যাত্রা শুরু হলো মাত্র, যা আমরা আরও প্রসারিত করতে চাই, যাতে আমাদের গ্রাহকদের আরও উন্নত সেবা প্রদান করতে পারি।”

 

Read us@googlenews

Social

More News
© Copyright: 2020-2022

Bangladesh Beyond is an online version of Fortnightly Apon Bichitra 

(Reg no: DA 1825)

Developed By Bangladesh Beyond