[Valid RSS]
May 25, 2023, 3:57 pm
Treanding
GIZ Bangladesh’s training held on SDG localisation in Khulna ছোটদের সহজ প্রোগ্রামিং শিক্ষায় প্রকাশিত হল বাংলা স্ক্র্যাচ বই Ditching Russian gas no way to reach climate goals : Putin চট্টগ্রামে নিরাপদ খাদ্য বিষয়ে প্রচারনা কর্মসূচি সমাপ্ত Samsung brings month-long smartphone campaign On September 6–7, Vladimir Putin will make working trip to Vladivostok Two Russian embassy workers killed in ‘suicide bombing’ Shocked & devastated by the horrific attacks : Justin Trudeau  SSC, equivalent exams begin Sept 15: Dipu Moni Ten killed in Canadian stabbing spree Russia wants UN to pressure US : media Daraz Bangladesh Anniversary Campaign – Now LIVE! realme offers upto BDT 3400 off on occasion of Daraz’s 8th anniversary General Pharmaceuticals employees will receive insurance from MetLife চট্টগ্রামের কলেজিয়েট স্কুলে নিরাপদ খাদ্য বিষয়ে প্রচারনা কর্মসূচি শুরু Bangladesh a secular country, immediate action is taken whenever minorities are attacked: PM  Two more mortar shells from Myanmar land in Bangladesh OPPO launches killer device A57 in 15-20K price range ShareTrip and Grameenphone join hands to offer exciting travel privileges ড্যাপ ২০২২-২০৩৫ এর পরিপূর্ণ বাস্তবায়নের দাবী বিআইপির

British Council stages Noishobde ’71

Bangladesh Beyond
  • Updated on Tuesday, June 28, 2022
  • 280 Impressed

British Council stages Noishobde ’71

Portraying stories that led to the birth of Bangladesh through theatre art

 

Dhaka June 28 2022 :

 

The British Council, in collaboration with Dhaka Theatre, recently staged the technical show of its physical storytelling theatre piece titled “Noishobde ’71” (’71 in Silence) at Neelima Ibrahim Auditorium, Bangladesh Mohila Samity located in New Baily Road, Dhaka. It has been produced as a part of celebrating The British Council’s 70th anniversary in Bangladesh and also Bangladesh’s 50th year of independence. 

The theatre piece is directed by Ramesh Meyyappan, a Glasgow-based Singaporean theatre maker who develops performances using an eclectic mix of visual and physical theatre styles. The 30-minute performance includes 15 artists with disabilities from eight divisional cities of Bangladesh and focuses on the country’s Liberation War through different acting methods.

This activity was a part of the DARE (Disability Arts Redefining Empowerment) project led by the British Council in partnership with Dhaka Theatre. DARE is a project aimed at building an understanding and confidence amongst the disability and the arts sector in Bangladesh.

It is meant to dispel the social stigmas associated with disability, and build an accessible bridge between arts, disability and society.

DARE was launched in 2019 in partnership with Dhaka Theatre. Since then, it has been working in eight divisional cities in Bangladesh where both artists with disabilities and artists from local theatre organisations are participating together in order to get a better idea about how to work on disability theatre to create a sustainable platform on disability arts.

“When I was explained the significance of the sign name of Bangladesh, I realised the true passion behind the nation’s history. The eagerness this bold ensemble has shown in portraying this history through eloquent expression of pain and suffering is truly unmatched.

I want to thank The British Council and Dhaka Theatre for giving this group of people an opportunity to use their voices – taking us a step closer to ensuring that all voices are heard and seen”, said Ramesh Meyyappan.

‘Noishobde Ekattor’ portrays the story of the birth of Bangladesh – how it was before, how the war started and the consequences of the war; a journey which is narrated using physical storytelling techniques on stage.

 

 

ব্রিটিশ কাউন্সিলের নৈঃশব্দে ’৭১ মঞ্চায়ন

মঞ্চ নাটকের মাধ্যমে তুলে ধরা হয়েছে বাংলাদেশের অভ্যুদয়

 

ঢাকা ২৮ জুন ২০২২ :

 

সম্প্রতি, ঢাকা থিয়েটারের সাথে অংশীদারিত্বে রাজধানীর নিউ বেইলি রোডে অবস্থিত বাংলাদেশ মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তনে “নৈঃশব্দে ’৭১” (’৭১ ইন সাইলেন্স) শীর্ষক নাটকের মঞ্চায়ন করেছে ব্রিটিশ কাউন্সিল। বাংলাদেশে ব্রিটিশ কাউন্সিলের ৭০ বর্ষপূর্তি এবং বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর পূর্তি উদযাপনের অংশ হিসেবে এই নাটক মঞ্চস্থ করা হয়।

নাটকটি পরিচালনা করেন সিঙ্গাপুরের গ্লাসগো-ভিত্তিক মঞ্চ নাটক নির্মাতা রামেশ মেয়্যাপ্পান। তিনি একইসাথে ভিজ্যুয়াল ও ফিজিক্যাল থিয়েটার স্টাইল সামঞ্জস্য করার মাধ্যমে ব্যতিক্রমী পারফরমেন্স উপস্থাপন করেন। এই ৩০ মিনিটের পারফরমেন্সে অংশ নেন দেশের আটটি বিভাগীয় শহরের ১৫ জন বিশেষভাবে সক্ষম শিল্পী। তারা অভিনয়ের বিভিন্ন রকম পদ্ধতি অনুসরণের মাধ্যমে বাংলাদেশের মুক্তিযুদ্ধকে তুলে ধরেন।

ঢাকা থিয়েটারের সাথে অংশীদারিত্বে ব্রিটিশ কাউন্সিলের ডেয়ার (ডিজঅ্যাবিলিটি আর্টস রিডিফাইনিং এমপাওয়ারমেন্ট) প্রকল্পের একটি অংশ এই কার্যক্রম। ডেয়ার প্রকল্পের লক্ষ্য দেশের ডিজঅ্যাবিলিটি এবং শিল্পকলা খাতের মধ্যে সেতু বন্ধন এবং আস্থার জায়গা তৈরি করা। এটি শারীরিক বা মানসিক অক্ষমতার সাথে জড়িত সমাজের ভ্রান্ত ধারণা দূর করার পাশাপাশি শিল্পকলা, শারীরিক বা মানসিক অক্ষমতা ও সমাজের মধ্যে সংযোগ স্থাপন করছে। ঢাকা থিয়েটারের সাথে অংশীদারিত্বে ২০১৯ সালে ডেয়ার চালু হয়। এরপর থেকে এটি দেশের আটটি বিভাগীয় শহরে কাজ করছে। এই প্রকল্পের অধীনে, ডিজঅ্যাবিলিটি আর্টের একটি টেকসই প্ল্যাটফর্ম তৈরির লক্ষ্যে ডিজঅ্যাবিলিটি থিয়েটার নিয়ে কীভাবে কাজ করা যায় সে সম্পর্কে আরও ভালো ধারণা পেতে বিশেষভাবে সক্ষম শিল্পী এবং স্থানীয় নাট্য সংগঠনের শিল্পীরা একসাথে কাজ করছে।

রামেশ মেয়্যাপ্পান বলেন, “আমাকে যখন ইশারা ভাষায় বাংলাদেশের নামের তাৎপর্য ব্যাখ্যা করা হয়, তখন আমি এই দেশের ইতিহাসের পেছনের আবেগ বুঝতে সক্ষম হই। কষ্ট ও বেদনার অসাধারণ অভিব্যক্তির মাধ্যমে এই ইতিহাস তুলে ধরতে এই দুঃসাহসী দলটি যে আগ্রহ দেখিয়েছে তা সত্যিই অতুলনীয়। এই মানুষগুলোর মনের কথা সবার সামনে প্রকাশের সুযোগ তৈরির মাধ্যমে সর্বস্তরের মানুষের কথা শোনা ও বোঝার প্রচেষ্টাকে এক ধাপ এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমি ব্রিটিশ কাউন্সিল এবং ঢাকা থিয়েটারকে ধন্যবাদ জানাতে চাই।”

বাংলাদেশ যুদ্ধের পূর্বে কেমন ছিলো, কীভাবে যুদ্ধ শুরু হয় এবং যুদ্ধের পরিণতির গল্প তুলে ধরার মাধ্যমে “নৈঃশব্দে ’৭১” নাটকে বাংলাদেশের জন্ম ইতিহাস মঞ্চায়িত হয়। ফিজিক্যাল স্টোরিটেলিং কৌশল ব্যবহার করে এই নাটকের মঞ্চায়ন করা হয়।

 

Read us@googlenews

Social

More News
© Copyright: 2020-2022

Bangladesh Beyond is an online version of Fortnightly Apon Bichitra 

(Reg no: DA 1825)

Developed By Bangladesh Beyond