[Valid RSS]
September 28, 2023, 6:58 am
Treanding
GIZ Bangladesh’s training held on SDG localisation in Khulna ছোটদের সহজ প্রোগ্রামিং শিক্ষায় প্রকাশিত হল বাংলা স্ক্র্যাচ বই Ditching Russian gas no way to reach climate goals : Putin চট্টগ্রামে নিরাপদ খাদ্য বিষয়ে প্রচারনা কর্মসূচি সমাপ্ত Samsung brings month-long smartphone campaign On September 6–7, Vladimir Putin will make working trip to Vladivostok Two Russian embassy workers killed in ‘suicide bombing’ Shocked & devastated by the horrific attacks : Justin Trudeau  SSC, equivalent exams begin Sept 15: Dipu Moni Ten killed in Canadian stabbing spree Russia wants UN to pressure US : media Daraz Bangladesh Anniversary Campaign – Now LIVE! realme offers upto BDT 3400 off on occasion of Daraz’s 8th anniversary General Pharmaceuticals employees will receive insurance from MetLife চট্টগ্রামের কলেজিয়েট স্কুলে নিরাপদ খাদ্য বিষয়ে প্রচারনা কর্মসূচি শুরু Bangladesh a secular country, immediate action is taken whenever minorities are attacked: PM  Two more mortar shells from Myanmar land in Bangladesh OPPO launches killer device A57 in 15-20K price range ShareTrip and Grameenphone join hands to offer exciting travel privileges ড্যাপ ২০২২-২০৩৫ এর পরিপূর্ণ বাস্তবায়নের দাবী বিআইপির

Daraz hyping up customers with ‘Shopamania’ Campaign

Bangladesh Beyond
  • Updated on Sunday, August 7, 2022
  • 292 Impressed

Daraz hyping up customers with exciting deals under Shopamania Campaign

 

Dhaka August 7 2022 :

 

The country’s largest online marketplace Daraz Bangladesh (https://www.daraz.com.bd/) is back again with the ‘Shopamania Campaign,’ presenting an array of exciting offers and discounts for customers. The campaign started on August 07, 2022, and is scheduled to run till August 16, 2022. During the campaign, customers can avail of lucrative deals, vouchers, and payment facilities on a huge range of purchases made on Daraz.

Throughout the campaign period, customers can meet all their wants and needs at steal prices and deals available in a wide range of categories. Offers include Free Delivery on Selected Top Deals, Flash Sale, Shake Shake, and Mystery Box, in addition to around 1500 Mega Deals with a discount of up to BDT 12,000 along with approximately 5,000 Hot Deals.

The campaign is sponsored by Dettol, realme, Bata, Xiaomi, Studio X, and Lotto, with Motion View, Motorola, Fabrilife, PUMA, Esquire Electronics, Livingtex, KNORR, and LouisWill as Brand Partners. Event partners include Zaynax Health, Aarong, and Lavish Boutique.

Md. Tajdin Hassan, Chief Marketing Officer, Daraz Bangladesh, said, “Our customers are on a constant lookout for exciting offers on their desired products. Hence, as always, we have come up with our newest campaign to serve our customers better with top-quality products, paired with super exciting offers.”

“The Shopamania Campaign has been designed to meet all consumers needs and wants through an enhanced shopping experience. With attractive offers on such an wide range of products, we believe that this campaign will receive as much love as all our previous campaigns did”, said Syed Mostahidal Hoq, Managing Director, Daraz Bangladesh.

To shop from the Shopamania Campaign, click: https://click.daraz.com.bd/e/_7EzZS

 

 

 

 

দারাজের শপাম্যানিয়া ক্যাম্পেইনে ক্রেতাদের জন্য দারুণ সব ডিল

 

ঢাকা ০৭ আগস্ট ২০২২ :

 

দেশের সবচেয়ে বড় অনলাইন মার্কেটপ্লেস দারাজ বাংলাদেশ (https://www.daraz.com.bd/) ক্রেতাদের জন্য আবারো নিয়ে এসেছে আকর্ষণীয় অফার ও ডিলের সমাহারে ‘শপাম্যানিয়া ক্যাম্পেইন’। ক্যাম্পেইনটি আজ (৭ আগস্ট) থেকে শুরু হয়ে চলবে ১৬ আগস্ট পর্যন্ত। ক্যাম্পেইন চলাকালে দারাজ থেকে কেনাকাটা করার সময় ক্রেতারা পাবেন আকর্ষণীয় ডিল, ভাউচার এবং সহজ পেমেন্টের সুবিধা।

শপাম্যানিয়া ক্যাম্পেইন চলাকালে সাশ্রয়ী মূল্য ও আকর্ষণীয় ডিলে ক্রেতারা তাদের পছন্দের পণ্য কিনতে পারবেন। অফারগুলোর মধ্যে রয়েছে বাছাইকৃত টপ ডিলের পণ্যে ফ্রি ডেলিভারি, ফ্ল্যাশ সেল, শেক শেক এবং মিস্ট্রি বক্স। ক্যাম্পেইনটিতে থাকছে প্রায় ৫ হাজার হট ডিল, পাশাপাশি ১৫০০ মেগা ডিলে থাকছে বিশেষ ছাড়।

শপাম্যানিয়া ক্যাম্পেইনটি স্পন্সর করছে ডেটল, রিয়েলমি, বাটা, শাওমি, স্টুডিও এক্স এবং লোট্টো। ক্যাম্পেইনটির ব্র্যান্ড পার্টনার হিসেবে থাকছে মোশন ভিউ, মটোরোলা, ফ্যাব্রিলাইফ, পুমা, এসকয়্যার ইলেকট্রনিকস, লিভিংটেক্স, নর এবং লুইউইল। ক্যাম্পেইনটির ইভেন্ট পার্টনার হিসেবে রয়েছে জায়নাক্স হেলথ, আড়ং এবং লেভিশ বুটিক।

এ ক্যাম্পেইন নিয়ে দারাজ বাংলাদেশের প্রধান বিপণন কর্মকর্তা মো. তাজদীন হাসান বলেন, “আমাদের ক্রেতারা তাদের পছন্দের পণ্যে সবসময়ই আকর্ষণীয় অফার প্রত্যাশা করেন। তাই, আমরা বেশিরভাগ সময় আমাদের ক্রেতাদের জন্য ভালো মানের পণ্য ও আকর্ষণীয় অফার সহ নতুন ক্যাম্পেইন নিয়ে আসার চেষ্টা করি।”

দারাজ বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মোস্তাহিদল হক বলেন, “শপাম্যানিয়া ক্যাম্পেইনটি এমনভাবে নিয়ে আসা হয়েছে, যেন সকল ক্রেতা কেনাকাটার ক্ষেত্রে চমৎকার অভিজ্ঞতা লাভ করেন এবং নিজেদের চাহিদা অনুযায়ী পণ্য ক্রয় করতে পারেন। একইসাথে আমাদের প্রত্যাশা, আকর্ষণীয় অফার সহ বিস্তৃত পণ্যের সমাহার নিয়ে এই ক্যাম্পেইনটিও আগেরগুলোর মতো সফল হবে।”

শপাম্যানিয়া ক্যাম্পেইন থেকে কেনাকাটা করতে ক্লিক করুন- https://click.daraz.com.bd/e/_7EzZS  

 

Read us@googlenews

 

Social

More News
© Copyright: 2020-2022

Bangladesh Beyond is an online version of Fortnightly Apon Bichitra 

(Reg no: DA 1825)

Developed By Bangladesh Beyond