[Valid RSS]
December 10, 2023, 5:08 pm
Treanding
GIZ Bangladesh’s training held on SDG localisation in Khulna ছোটদের সহজ প্রোগ্রামিং শিক্ষায় প্রকাশিত হল বাংলা স্ক্র্যাচ বই Ditching Russian gas no way to reach climate goals : Putin চট্টগ্রামে নিরাপদ খাদ্য বিষয়ে প্রচারনা কর্মসূচি সমাপ্ত Samsung brings month-long smartphone campaign On September 6–7, Vladimir Putin will make working trip to Vladivostok Two Russian embassy workers killed in ‘suicide bombing’ Shocked & devastated by the horrific attacks : Justin Trudeau  SSC, equivalent exams begin Sept 15: Dipu Moni Ten killed in Canadian stabbing spree Russia wants UN to pressure US : media Daraz Bangladesh Anniversary Campaign – Now LIVE! realme offers upto BDT 3400 off on occasion of Daraz’s 8th anniversary General Pharmaceuticals employees will receive insurance from MetLife চট্টগ্রামের কলেজিয়েট স্কুলে নিরাপদ খাদ্য বিষয়ে প্রচারনা কর্মসূচি শুরু Bangladesh a secular country, immediate action is taken whenever minorities are attacked: PM  Two more mortar shells from Myanmar land in Bangladesh OPPO launches killer device A57 in 15-20K price range ShareTrip and Grameenphone join hands to offer exciting travel privileges ড্যাপ ২০২২-২০৩৫ এর পরিপূর্ণ বাস্তবায়নের দাবী বিআইপির

Daraz participates in skill development training

Bangladesh Beyond
  • Updated on Thursday, August 4, 2022
  • 439 Impressed

Daraz participates in skill development training to engage differently-abled women in e-commerce platform

 

Dhaka August 04 2022 :

 

Daraz recently participated in Access Bangladesh Foundation’s skill development training event, organized to promote the inclusion of women entrepreneurs with disabilities in e-commerce platforms. The event was held in association with American Embassy’s EMK Centre recently. 50 differently-abled women entrepreneurs were selected from the country’s 17 districts across seven divisions for the training event in two three-day long batches.

During the event, Attendees from Daraz Bangladesh Limited were Ahsan Jamil- Senior Manager, CSR and Sustainable Development; Mashiur Rahman- Senior Executive; CSR and Sustainable Development and Ebrahim Khalil Dhali – Executive Acquisition. Along with them,  a2i’s Young Professional  Iffat Jahan Pithia and WE’s Dr. Salma Parvin, Working Committee Director, presented their extensive ideas on how to include women entrepreneurs with disability within Daraz, ekShop and WE.

The opening ceremony for the first batch of training was held in the presence of Professor Imran Rahman, Vice-Chancellor and the Dean, ULAB School of Business, as the Chief Guest, and Shaheen Anam, Director, Manusher Jonno Foundation, as Special Guest.

The opening ceremony of the second batch of training was attended by Manik Mahmud, Head of Social Innovation and Operation Cluster, a2i, as Chief Guest; Nasima Aktar Nisha, Founder and President, WE, as the Special Guest, and Nazrana Yesmin Hira, Program Coordinator, Manusher Jonno foundation.

On that occasion, Senior Manager of Daraz Bangladesh’s CSR & sustainability department, Ahsan Jamil- said “ Daraz has always believed in progressing along with the community.

We are proud to be a part of this prompt initiative. 50 women from across the country were trained to utilize our platform, survive in this highly competitive e-commerce business and sustain in the e-commerce ecosystem.

We, along with our partners, are hopeful that this will bring forth opportunities for not only these women but every differently-abled individual who has the drive to be self-dependent and plan to expand this initiative further.

It’s been an absolute delight to be an integral part of this project. We will definitely be participating in amazing initiatives like this in the future.

 

 

 

ভিন্নভাবে সক্ষম নারীদের ই-কমার্স প্লাটফর্মে যুক্ত করতে আয়োজিত প্রশিক্ষণ কর্মসূচিতে দারাজ

 

ঢাকা ০৪ আগস্ট ২০২২ :

 

ভিন্নভাবে সক্ষম নারী উদ্যোক্তাদের ই-কমার্স প্ল্যাটফর্মে অন্তর্ভুক্তির লক্ষ্যে সম্প্রতি অ্যাকসেস বাংলাদেশ ফাউন্ডেশন আয়োজিত প্রশিক্ষণ কর্মসূচিতে অংশগ্রহণ করেছে দারাজ।

যুক্তরাষ্ট্রের দূতাবাসের ইএমকে সেন্টারের সহযোগিতায় সম্প্রতি আয়োজিত এ প্রশিক্ষণ কর্মসূচিতে দেশের সাতটি বিভাগের ১৭টি জেলার বাছাইকৃত ৫০ জন্য ভিন্নভাবে সক্ষম নারী উদ্যোক্তাদের দু’টি ব্যাচে তিন দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মসূচিতে অংশ নেয়ার জন্য নির্বাচিত করা হয়।     

অনুষ্ঠানে দারাজ, একশপ ও উই – এ কীভাবে ভিন্নভাবে সক্ষম নারী উদ্যোক্তারা যুক্ত হতে পারেন সে বিষয়ে নিজেদের ধারণা উপস্থাপন করেন দারাজ বাংলাদেশের সিনিয়র ম্যানেজার আহসান জামিল, সিনিয়র এক্সিকিউটিভ মাসিউর রহমান, সিএসআর অ্যান্ড সাসটেইনেবল ডেভেলপমেন্ট করপোরেট অ্যাফেয়ার্স ও এক্সিকিউটিভ অ্যাকুইজিশন – মো. ইব্রাহিম খলিল ঢালী; এটুআই’র ইফফাত জাহান পিথিয়া; এবং উই’র ওয়ার্কিং কমিটি ডিরেক্টর ডা. সালমা পারভীন।

 

প্রথম ব্যাচের প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের উপাচার্য এবং ইউল্যাব স্কুল অব বিজনেসের ডিন অধ্যাপক ইমরান রহমান এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানুষের জন্য ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শাহীন আনাম।

 

দ্বিতীয় ব্যাচের প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এটুআই’র হেড অব সোশ্যাল ইনোভেশন অ্যান্ড অপারেশন ক্লাস্টার মানিক মাহমুদ এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উই -এর প্রতিষ্ঠাতা ও সভাপতি নাসিমা আক্তার নিশা।

এই উপলক্ষ্যে দারাজ বাংলাদেশের সিএসআর অ্যান্ড সাসটেইনেবিলিটি বিভাগের সিনিয়র ম্যানেজার আহসান জামিল বলেন, “দারাজ সবসময় কমিউনিটিকে সাথে নিয়ে এগিয়ে যাওয়ায় বিশ্বাসী। এ ধরণের উদ্যোগের অংশ হতে পেরে আমরা গর্বিত। আমাদের প্ল্যাটফর্ম ব্যবহার করার জন্য সারা দেশ থেকে ৫০ জন নারী প্রশিক্ষণ নিয়েছেন।

এই প্রশিক্ষণের মাধ্যমে তারা তীব্র প্রতিযোগিতাপূর্ণ ই-কমার্স ব্যবসায় টিকে থাকতে সক্ষম হবেন এবং ই-কমার্স ইকোসিস্টেমকে ধারণ করতে পারবেন।

আমরা আশাবাদী আমাদের অংশীদারদের সাথে গ্রহণ করা এই উদ্যোগ কেবলমাত্র নারীদের জন্য সুযোগ বয়ে নিয়ে আসবে না; বরং সকল ভিন্নভাবে সক্ষম ব্যক্তির জন্য সুযোগ নিয়ে আসবে, যারা আত্মনির্ভরশীল হতে চান এবং তাদের উদ্যোগকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চান।

এই প্রকল্পের অংশ হতে পেরে আমরা সত্যিই অনেক আনন্দিত। ভবিষ্যতে আমরা অবশ্যই এ ধরণের চমৎকার উদ্যোগের পাশে থাকার চেষ্টা করব।”

 

Read us@googlenews

Social

More News
© Copyright: 2020-2022

Bangladesh Beyond is an online version of Fortnightly Apon Bichitra 

(Reg no: DA 1825)

Developed By Bangladesh Beyond