Energypac Family steps up to support flood victims
Dhaka July 02 2022 :
In an effort to help the distressed, flood-struck families of Sylhet, employess of Energypac Power Generation Ltd. (EPGL) has extended a hand of support by distributing relief among victims on July 02, 2022.
The recent flood has affected many families, leaving them in dire need of help and support. Hence, Energypac family distributed relief among 400 families residing in Sunamganj, Sylhet.
The distribution event was attended by Energypac officials, including Mohammad Masum Parvez, CBO, Power & Energy Division; Md. Faisal Perveg, Sr. Manager, HRAD; and Md. Imran Azim, Sr. Manager, Human Capital Management. Company management along with employees contributed to help the flood affected people.
As a responsible company Energypac Power Generation always stands beside people when they are in need of support. EPGL hopes for a quick and effective rehabilitation in Sylhet and nearby districts.
বন্যাদুর্গতদের সহযোগিতায় এগিয়ে এলো এনার্জিপ্যাক পরিবার
ঢাকা ০৩ জুলাই ২০২২ :
সিলেটের বন্যাদুর্গত ও আটকে পড়া মানুষের সহযোগিতায় এগিয়ে এসেছে এনার্জিপ্যাক পরিবার। গতকাল (০২ জুলাই) বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণের মাধ্যমে এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন লিমিটেডের (ইপিজিএল) কর্মীরা বন্যাদুর্গতদের পাশে দাঁড়ায়।
সাম্প্রতিক এ বন্যায় বহু পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। বন্যার পর এসব পরিবারের জন্য সাহায্য নিশ্চিত করা অত্যন্ত জরুরি। সিলেট-সুনামগঞ্জের ক্ষতিগ্রস্ত এমন ৪শ’ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেছে এনার্জিপ্যাক পরিবার। ত্রাণ বিতরণের সময় উপস্থিত ছিলেন পাওয়ার ও এনার্জি ডিভিশন’র সিবিও মোহাম্মদ মাসুম পারভেজ, এইচআরএডি’র সিনিয়র ম্যানেজার মো. ফয়সাল পারভেজ, হিউম্যান ক্যাপিটাল ম্যানেজমেন্ট’র সিনিয়র ম্যানেজার মো. ইমরান আজিম সহ প্রতিষ্ঠানটির অন্যান্য কর্মীবৃন্দ। কর্মীদের পাশাপাশি কোম্পানি ম্যানেজমেন্টও বন্যাদুর্গত মানুষের সহযোগিতায় এগিয়ে আসে।
দায়িত্বশীল প্রতিষ্ঠান হিসেবে এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন লিমিটেড সবসময় মানুষের প্রয়োজনে পাশে দাঁড়ানোর চেষ্টা করে। ইপিজিএল’র প্রত্যাশা সিলেট ও পার্শ্ববর্তী জেলাগুলোতে দ্রুত ও কার্যকরভাবে বন্যাদুর্গতদের পুনর্বাসন করা হবে।
Read us@googlenews