[Valid RSS]
June 1, 2023, 11:06 am
Treanding
GIZ Bangladesh’s training held on SDG localisation in Khulna ছোটদের সহজ প্রোগ্রামিং শিক্ষায় প্রকাশিত হল বাংলা স্ক্র্যাচ বই Ditching Russian gas no way to reach climate goals : Putin চট্টগ্রামে নিরাপদ খাদ্য বিষয়ে প্রচারনা কর্মসূচি সমাপ্ত Samsung brings month-long smartphone campaign On September 6–7, Vladimir Putin will make working trip to Vladivostok Two Russian embassy workers killed in ‘suicide bombing’ Shocked & devastated by the horrific attacks : Justin Trudeau  SSC, equivalent exams begin Sept 15: Dipu Moni Ten killed in Canadian stabbing spree Russia wants UN to pressure US : media Daraz Bangladesh Anniversary Campaign – Now LIVE! realme offers upto BDT 3400 off on occasion of Daraz’s 8th anniversary General Pharmaceuticals employees will receive insurance from MetLife চট্টগ্রামের কলেজিয়েট স্কুলে নিরাপদ খাদ্য বিষয়ে প্রচারনা কর্মসূচি শুরু Bangladesh a secular country, immediate action is taken whenever minorities are attacked: PM  Two more mortar shells from Myanmar land in Bangladesh OPPO launches killer device A57 in 15-20K price range ShareTrip and Grameenphone join hands to offer exciting travel privileges ড্যাপ ২০২২-২০৩৫ এর পরিপূর্ণ বাস্তবায়নের দাবী বিআইপির

Four Bangladeshi Students Competing ‘Seeds For the Future’ APAC Final Round

Bangladesh Beyond
  • Updated on Tuesday, August 30, 2022
  • 392 Impressed

Four Bangladeshi Students are Going to Compete in the ‘Seeds For the Future’ APAC Final Round

 

Dhaka August 30 2022 :

 

Four Bangladeshi students will participate in the final stage of ‘Seeds For The Future’ Asia Pacific round. These four students come from the eight participants who previously participated in the Thailand round of the same competition. The final round, named ‘Tech4Good Accelerator Camp’ will be held in Singapore.

The four students from Bangladesh are Shadmin Sultana from University of Dhaka, Mohsina Taz from BRAC University, Wasifa Rahman Rashmi and MD Sumit Hasan from IUT Bangladesh. ‘Seeds for the future 2022, Bangladesh’ ended with nine winners earlier this July, who left the country on August 18, 2022 to participate in the following round in Thailand. Among the twenty-four teams participated in the Thailand round, Bangladeshi ‘Team Ether’ ranked third with their presentation and qualified for the final round named ‘Tech4Good Accelerator Camp’ to be held in Singapore.

At the “Tech4Good Accelerator Camp”, participants will get the opportunity to interact with mentors for exposure to real-life cases to get a rather realistic understanding of business operations and ICT industry. This will give them a clearer idea about how businesses work, eventually enhancing their business-thinking skills, which can help them in refining their project designs. Moreover, they will get the chance to meet Asia’s leading entrepreneurs and investors, who can provide them with helpful advices regarding their professional projects. Based on these insights, participants will prepare their projects. Based on the merit of their submitted project the winner will be selected.

Jason Lizongsheng, Board member of Huawei Technologies (Bangladesh) Limited, said, “Seeds for the Future has been designed to seek, nurture and upskill global talents to help them secure a bright future for themselves. This Accelerator Camp comes as a remarkable opportunity for the participants, where they can learn first-hand from industry experts and enhance their practical ICT-related knowledge.”

Huawei Technologies (Bangladesh) Limited has been organizing different programs such as ICT Skills Competition and Seeds for the Future to equip the youth with future-fit skills and help the country march forward riding on the power of skilled workforce. 

 

সিডস ফর দ্য ফিউচার’ –এর এশিয়াপ্যাসিফিক ফাইনাল রাউন্ডে বাংলাদেশের শিক্ষার্থী

 

ঢাকা আগস্ট ৩০ ২০২২ :

সিডস ফর দ্য ফিউচারপ্রতিযোগিতার এশিয়াপ্যাসিফিক ফাইনাল রাউন্ডে অংশ নিতে যাচ্ছে বাংলাদেশের চার শিক্ষার্থী। প্রতিযোগিতার থাইল্যান্ড রাউন্ডে অংশগ্রহণকারী আট প্রতিযোগীর মধ্য থেকে এই চার জনকে বাছাই করা হয়। শিক্ষার্থীরা সিঙ্গাপুরে অনুষ্ঠেয়টেকফরগুড অ্যাকসেলেরেটর ক্যাম্পশীর্ষক ফাইনাল রাউন্ডে অংশগ্রহণ করবেন।

বাংলাদেশ থেকে অংশগ্রহণকারী জন শিক্ষার্থী হচ্ছেন: ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাদমিন সুলতানা, ব্র্যাক ইউনিভার্সিটির মোহসিনা তাজ, আইইউটি বাংলাদেশের ওয়াসিফা রহমান রেশমি মো. সুমিত হাসান। বছরের জুলাইয়ে নয় জন বিজয়ী বাছাই করার মধ্যে দিয়ে শেষ হয়সিডস ফর দ্য ফিউচার ২০২২ বাংলাদেশপ্রতিযোগিতা। বিজয়ী প্রতিযোগীরা পরবর্তী রাউন্ডে অংশ নিতে গত ১৮ আগস্ট থাইল্যান্ডের উদ্দেশ্যে যাত্রা করেন। থাইল্যান্ড রাউন্ডে অংশগ্রহণকারী চব্বিশটি দলের মধ্যে, বাংলাদেশিটিম ইথারতাঁদের প্রেজেন্টেশনের মাধ্যমে তৃতীয় স্থান অধিকার করেছে এবং সিঙ্গাপুরে অনুষ্ঠিত হতে যাওয়াটেকফরগুড অ্যাকসেলেরেটর ক্যাম্পশীর্ষক চূড়ান্ত পর্বে অংশগ্রহণের যোগ্যতা অর্জন করেছে।

টেকফরগুড অ্যাকসেলেরেটর ক্যাম্পে প্রতিযোগীরা বিজনেস অপারেশন এবং আইসিটি খাতের মেন্টরদের সাথে সরাসরি যোগাযোগ করার সুযোগ পাবেন এবং তাদের কাছ থেকে বাস্তবধর্মী ধারণা লাভ করতে পারবেন। এতে করে তারা কীভাবে একটি ব্যবসা পরিচালিত হয় সে বিষয়ে জানার সুযোগ পাবেন। পাশাপাশি, তাদের ব্যবসাসংক্রান্ত দক্ষতা বৃদ্ধি পাবে, যার মাধ্যমে তারা সফলভাবে প্রকল্পের পরিকল্পনা করতে সক্ষম হবেন। এছাড়াও, অ্যাকসেলেরেটর ক্যাম্পে অংশগ্রহণকারীদের এশিয়ার শীর্ষস্থানীয় উদ্যোক্তা বিনিয়োগকারীদের সাথে দেখা করার সুযোগ তৈরি হবে, যারা প্রতিযোগীদের পেশাগত প্রকল্পগুলোর ক্ষেত্রে প্রয়োজনীয় পরামর্শ দিবেন। ক্যাম্পের এসব বিষয় বিবেচনায় রেখে প্রতিযোগীরা তাদের প্রকল্পগুলো তৈরি করবেন। উপস্থাপন করা প্রকল্পগুলোর মধ্য থেকে সম্ভাবনার ভিত্তিতে বিজয়ী নির্বাচন করা হবে।

নিয়ে হুয়াওয়ে টেকনোলোজিস (বাংলাদেশ) লিমিটেডের বোর্ড মেম্বার জেসন লিজংশেং বলেন, “বিশ্বের মেধাবী শিক্ষার্থীদের খুঁজে বের করে এবং প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা বৃদ্ধি করে তাদের ভবিষ্যত সমৃদ্ধি নিশ্চিত করতে সিডস ফর দ্য ফিউচার প্রতিযোগিতাটির আয়োজন করা হয়েছে। অ্যাকসেলেরেটর ক্যাম্পটি প্রতিযোগীদের জন্য একটি অমিত সম্ভাবনা হিসেবে কাজ করবে, যেখান থেকে তারা বিশেষজ্ঞদের কাছ থেকে সরাসরি শিখতে পারবেন এবং আইসিটি সম্পর্কিত বাস্তব জ্ঞানে নিজেদের সমৃদ্ধ করতে পারবেন।

তরুণদের ভবিষ্যতমুখী দক্ষতা বৃদ্ধিতে এবং দক্ষ জনশক্তির ওপর নির্ভর করে দেশকে এগিয়ে নিতে, আইসিটি স্কিলস কম্পিটিশন এবং সিডস ফর দ্য ফিউচার মতো বিভিন্ন কর্মসূচির আয়োজন করছে হুয়াওয়ে টেকনোলোজিস (বাংলাদেশ) লিমিটেড।

 

Read us@googlenews

 

Social

More News
© Copyright: 2020-2022

Bangladesh Beyond is an online version of Fortnightly Apon Bichitra 

(Reg no: DA 1825)

Developed By Bangladesh Beyond