[Valid RSS]
September 27, 2023, 3:03 pm
Treanding
GIZ Bangladesh’s training held on SDG localisation in Khulna ছোটদের সহজ প্রোগ্রামিং শিক্ষায় প্রকাশিত হল বাংলা স্ক্র্যাচ বই Ditching Russian gas no way to reach climate goals : Putin চট্টগ্রামে নিরাপদ খাদ্য বিষয়ে প্রচারনা কর্মসূচি সমাপ্ত Samsung brings month-long smartphone campaign On September 6–7, Vladimir Putin will make working trip to Vladivostok Two Russian embassy workers killed in ‘suicide bombing’ Shocked & devastated by the horrific attacks : Justin Trudeau  SSC, equivalent exams begin Sept 15: Dipu Moni Ten killed in Canadian stabbing spree Russia wants UN to pressure US : media Daraz Bangladesh Anniversary Campaign – Now LIVE! realme offers upto BDT 3400 off on occasion of Daraz’s 8th anniversary General Pharmaceuticals employees will receive insurance from MetLife চট্টগ্রামের কলেজিয়েট স্কুলে নিরাপদ খাদ্য বিষয়ে প্রচারনা কর্মসূচি শুরু Bangladesh a secular country, immediate action is taken whenever minorities are attacked: PM  Two more mortar shells from Myanmar land in Bangladesh OPPO launches killer device A57 in 15-20K price range ShareTrip and Grameenphone join hands to offer exciting travel privileges ড্যাপ ২০২২-২০৩৫ এর পরিপূর্ণ বাস্তবায়নের দাবী বিআইপির

General Pharmaceuticals employees will receive insurance from MetLife

Bangladesh Beyond
  • Updated on Monday, September 5, 2022
  • 310 Impressed

General Pharmaceuticals employees will receive insurance from MetLife

 

Dhaka September 05 2022 :

 

General Pharmaceuticals Ltd., one of the leading pharmaceutical companies in Bangladesh, has partnered with MetLife to provide insurance for its employees and their dependents against accident, disability, loss of life and medical emergencies under MetLife’s policy.

General Pharmaceuticals has selected MetLife as insurance provider because of the insurer’s   customized solutions, online claims settlement service, faster payment of insurance claims and financial strength.

Established in 1984, General Pharmaceuticals limited produces many categories of life saving medicines which are distributed across Bangladesh. In Bangladesh, MetLife provides insurance protection to over 270,000 employees and their dependents of more than 800 organizations.

An agreement signing ceremony has recently been held between General Pharmaceuticals Ltd. and MetLife Bangladesh.

Rafidul Haq, Managing Director & CEO; Mr Sakibul Haq, Deputy Managing Director; Md. Alauddin, Executive Director, CFO & Company Secretary; S. M. Rezaul Ahsan, General Manager of Human Resources; Imran Hassan, General Manager of Marketing & Sales; Mohammad Shahin Hasan, Manager of Human Resources from General Pharmaceuticals and Ala Ahmad, Chief Executive Officer; Mohammad Kamruzzaman, Director & Head of Employee Benefits; Monirul Islam, Assistant Director of Employee Benefits; S.M. Shahriaz Arafat, Manager of Employee Benefits; Azizul Hasan, Senior Executive Officer of Employee Benefits; Mahfuzur Rahman, Financial Associate from MetLife Bangladesh were present at the ceremony.

“Being a leading pharmaceutical company, it is our responsibility to ensure that our employees are protected against life’s uncertainties. We have found that MetLife’s policies and facilities are best suited to our needs. So, we have selected MetLife for protecting our employees.” Rafidul Haq, the Managing Director & CEO of General Pharmaceuticals Ltd. said.

Ala Ahmad, Chief Executive Officer of MetLife Bangladesh, said: “Employees are the key asset for any organization, and insurance protection will help in improving productivity by managing life’s many uncertainties.  We are glad to welcome General Pharmaceuticals to our growing family of corporate clients.”

 

জেনারেল ফার্মাসিউটিক্যালস কর্মীরা পাবেন মেটলাইফের বীমা সুবিধা

 

 

ঢাকা ০৫ সেপ্টেম্বর ২০২২ :

 

কর্মীদেরকে বীমা সেবা প্রদানের লক্ষ্যে মেটলাইফ এর সাথে চুক্তি স্বাক্ষর করেছে দেশের অন্যতম ফার্মাসিউটিক্যালস কোম্পানি জেনারেল ফার্মাসিউটিক্যালস লিমিটেড। এর ফলে, প্রতিষ্ঠানটির কর্মী এবং তাদের নির্ভরশীলরা দুর্ঘটনা, অক্ষমতা, মৃত্যু এবং জরুরি চিকিৎসা সেবার ক্ষেত্রে মেটলাইফ এর বীমা সেবার আওতায় থাকবেন।     

 

মেটলাইফের কাস্টমাইজড সল্যুশন, অনলাইনে বীমা দাবি-নিষ্পত্তির সেবা, দ্রুত বীমা দাবি প্রদান এবং আর্থিক সক্ষমতা বিবেচনা করে জেনারেল ফার্মাসিউটিক্যালস এর কর্মীদের জন্য মেটলাইফকে বীমা প্রদানকারী হিসেবে নির্বাচিত করেছে জেনারেল ফার্মাসিউটিক্যালস।  

 

১৯৮৪ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে জেনারেল ফার্মাসিউটিক্যালস বিভিন্ন ধরনের জীবন-রক্ষাকারী ঔষধ উৎপাদন ও দেশব্যাপী তা বিক্রয় করে আসছে। বাংলাদেশে ৮শ’র বেশি প্রতিষ্ঠানের ২ লাখ ৭০ হাজারের বেশি কর্মী ও তাদের পরিবারকে বীমা সুরক্ষা দিচ্ছে মেটলাইফ।

 

জেনারেল ফার্মাসিউটিক্যালস ও মেটলাইফের মধ্যে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেনারেল ফার্মাসিউটিক্যালস- এর ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও রাফিদুল হক; ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর সাকিবুল হক; এক্সিকিউটিভ ডিরেক্টর, সিএফও অ্যান্ড কোম্পানি সেক্রেটারি মো. আলাউদ্দিন, মানবসম্পদ বিভাগের জেনারেল ম্যানেজার এস এম রেজাউল আহসান, মার্কেটিং অ্যান্ড সেলস বিভাগের জেনারেল ম্যানেজার ইমরান হাসান, মানবসম্পদ বিভাগের ম্যানেজার মোহাম্মদ শাহিন হাসান; মেটলাইফের সিইও আলা আহমদ, ডিরেক্টর অ্যান্ড হেড অফ এমপ্লয়ি বেনিফিটস মোহাম্মদ কামরুজ্জামান, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অফ এমপ্লয়ি বেনিফিটস মনিরুল ইসলাম, ম্যানেজার অফ এমপ্লয়ি বেনিফিটস এস এম শাহরিয়াজ আরাফাত, সিনিয়র এক্সেকিউটিভ অফিসার অফ এমপ্লয়ি বেনিফিটস আজিজুল হাসান এবং ফিনান্সিয়াল অ্যাসোসিয়েট মাহফুজুর রহমান সহ দুই প্রতিষ্ঠানের অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। 

 

জেনারেল ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও রাফিদুল হক বলেন, “শীর্ষস্থানীয় ফার্মাসিউটিক্যাল কোম্পানি হিসেবে জীবনের অনিশ্চয়তা থেকে কর্মীদের সুরক্ষা দেয়া আমাদের দায়িত্ব। আমাদের প্রয়োজনের সাথে মেটলাইফের পলিসি এবং সুযোগ-সুবিধাগুলো মিলে গেছে। এজন্য আমরা মেটলাইফকে আমাদের কর্মীদের বীমা সুরক্ষা প্রদানের জন্য নির্বাচিত করেছি।”

 

এ নিয়ে মেটলাইফ বাংলাদেশের মুখ্য নির্বাহী কর্মকর্তা আলা আহমদ বলেন, “কর্মীরা যে কোনো প্রতিষ্ঠানের প্রধান সম্পদ। বীমা সুরক্ষা জীবনের বহু অনিশ্চয়তা থেকে রক্ষা করার মাধ্যমে কর্মীদের কাজের উৎকর্ষতা বৃদ্ধি করতে পারে। জেনারেল ফার্মাসিউটিক্যালসকে আমরা আমাদের কর্পোরেট ক্লায়েন্ট পরিবারের নতুন সদস্য হিসেবে স্বাগত জানাই।”

 

Read us@googlenews

 

Social

More News
© Copyright: 2020-2022

Bangladesh Beyond is an online version of Fortnightly Apon Bichitra 

(Reg no: DA 1825)

Developed By Bangladesh Beyond