[Valid RSS]
September 27, 2023, 3:12 pm
Treanding
GIZ Bangladesh’s training held on SDG localisation in Khulna ছোটদের সহজ প্রোগ্রামিং শিক্ষায় প্রকাশিত হল বাংলা স্ক্র্যাচ বই Ditching Russian gas no way to reach climate goals : Putin চট্টগ্রামে নিরাপদ খাদ্য বিষয়ে প্রচারনা কর্মসূচি সমাপ্ত Samsung brings month-long smartphone campaign On September 6–7, Vladimir Putin will make working trip to Vladivostok Two Russian embassy workers killed in ‘suicide bombing’ Shocked & devastated by the horrific attacks : Justin Trudeau  SSC, equivalent exams begin Sept 15: Dipu Moni Ten killed in Canadian stabbing spree Russia wants UN to pressure US : media Daraz Bangladesh Anniversary Campaign – Now LIVE! realme offers upto BDT 3400 off on occasion of Daraz’s 8th anniversary General Pharmaceuticals employees will receive insurance from MetLife চট্টগ্রামের কলেজিয়েট স্কুলে নিরাপদ খাদ্য বিষয়ে প্রচারনা কর্মসূচি শুরু Bangladesh a secular country, immediate action is taken whenever minorities are attacked: PM  Two more mortar shells from Myanmar land in Bangladesh OPPO launches killer device A57 in 15-20K price range ShareTrip and Grameenphone join hands to offer exciting travel privileges ড্যাপ ২০২২-২০৩৫ এর পরিপূর্ণ বাস্তবায়নের দাবী বিআইপির

Huawei Extends Humanitarian Support for Flood-affected People in Netrakona

Bangladesh Beyond
  • Updated on Monday, June 27, 2022
  • 326 Impressed

Huawei Extends Humanitarian Support for Flood-affected People in Netrakona

 

Dhaka June 27 2022 :

 

Huawei Technologies (Bangladesh) Limited has distributed relief materials among the flood-affected people of Netrakona today to give them a respite from the damages caused by flood.

 A relief distribution event was held at Upazila Parishad Auditorium, Khaliajuri on 27 June 2022 with the presence of Rabbani Jabbar, Upazila Parishad Chairman; A.H.M. Ariful Islam, UNO of Khaliajhuri, Major Zisanul Haider. The Chief Guest, Posts and Telecommunications Division’s Minister, Mustafa Jabbar; Anjana Khan Mojlis, Deputy Commissioner (DC) of Netrakona and Board Member of Huawei Bangladesh, Jason Li joined the event virtually.

 The recent flood impacted Netrakona after Sylhet and Sunamganj. Residents in 39 unions in six Upazilas of Netrakona district were affected by floods amid a rise in water levels on major rivers in the district. Many houses, roads, and educational institutions in Netrakona Sadar Upazila, Barhatta, Purbadhala, Khaliajuri, Kalmakanda and Durgapur were affected by floods. Some areas on the bank of rivers have faced river erosion.

 Huawei, as a responsible business entity, has extended its support in the aid of the people in need. They distributed relief items among the flood-affected people of Netrakona district, as a part of their initiative, named “In Bangladesh, For Bangladesh – Here For You”. Approximately 2,000 flood-affected families have received essential items including rice, red lentils, potatoes, oral saline, sugar, flour and others.

 Mustafa Jabbar, Minister of the Posts & Telecommunications Division, said, “Over the years, Huawei has been making an incredible contribution to the development of the country’s ICT sector. In addition to that, with initiatives like this, they have also proven their concern towards the country by helping the disaster-struck people.”

 Jason Li, Board Member of Huawei Bangladesh, said, “A significant portion of the people in Bangladesh has been suffering with flood for the last few days. As a localized global company operating in Bangladesh, we feel responsible to stand for them. Hence, we have organized this relief program, as a part of our initiative ‘In Bangladesh, For Bangladesh – Here for you’. Our effort may not wipe away their sufferings but can be considerable aid in their struggle.”

 A.H.M. Ariful Islam, UNO of Khaliajhuri, said at this occasion, ““First of all, I would like to extend my deepest gratitude to Huawei for standing beside the flood-affected people of Netrokona. The flood has threatened many lives, where contributions made by such organizations and the Government reinstates hope. These relief materials will go a long way in helping them cut through the tough times and walk ahead towards normalcy.”

 “For the last few years, we have seen Huawei helping us during the disasters in Khaliajuri. I want to thank Huawei for this. We hope that such timely initiatives will continue in the future.”, said Upazila Parishad Chairman Rabbani Jabbar.

 Huawei has been working in Bangladesh for Bangladesh for more that 23 years. And this company arranges different kind of programs for the people who are affected by disasters, who are special, who have challenges in getting education conveniently and also facilitates the education opportunity of the students. Relief distribution at Khaliajuri is among those kinds of CSR activities ran by it.

 

 

 

নেত্রকোনায় বন্যাদুর্গত মানুষের পাশে হুয়াওয়ে

 

 

ঢাকা ২৭ জুন ২০২২  :

 

বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের দুর্দশা লাঘবে আজ নেত্রকোনায় বন্যা কবলিত মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে হুয়াওয়ে টেকনোলজিস (বাংলাদেশ) লিমিটেড।

 আজ ২৭ জুন, খালিয়াজুরি উপজেলা পরিষদ চেয়ারম্যান রব্বানী জব্বার; খালিয়াজুরি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) .এইচ.এম আরিফুল ইসলাম, মেজর জিসানুল হায়দারএর উপস্থিতিতে এক অনুষ্ঠানের মাধ্যমে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। এসময় অনলাইনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক টেলিযোগাযোগ বিভাগের মন্ত্রী মোস্তাফা জব্বার, নেত্রকোনার জেলা প্রশাসক (ডিসি) অঞ্জনা খান মজলিস এবং হুয়াওয়ে বাংলাদেশের বোর্ড মেম্বার জেসন লি।

 সাম্প্রতিক বন্যায় সিলেট ও ​​সুনামগঞ্জের পর নেত্রকোনায় প্রভাব পড়েছে। নেত্রকোনা জেলার প্রধান নদ-নদীতে পানি বৃদ্ধি পাওয়ায় বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে নেত্রকোনা জেলার ছয় উপজেলার ৩৯টি ইউনিয়নের বাসিন্দারা। নেত্রকোনা সদর উপজেলা, বারহাট্টা, পূর্বধলা, খালিয়াজুরী, কলমাকান্দা ও দুর্গাপুরে বহু বাড়িঘর, রাস্তাঘাট ও শিক্ষা প্রতিষ্ঠান বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়াও নদীর তীরবর্তী কিছু এলাকা নদী ভাঙ্গনের মুখে পড়েছে।

 এমতাবস্থায়, একটি দায়িত্বশীল প্রতিষ্ঠান হিসেবে প্রতিকূল পরিস্থিতির ‍মুখোমুখি হওয়া সকল মানুষের জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে হুয়াওয়ে। প্রতিষ্ঠানটিরইন বাংলাদেশ, ফর বাংলাদেশহেয়ার ফর ইউশীর্ষক উদ্যোগের অংশ হিসেবে নেত্রকোনা উপজেলার বন্যা ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। বন্যায় ক্ষতিগ্রস্ত প্রায় দুই হাজার পরিবারের মাঝে চাল, মসুর ডাল, আলু, খাবার স্যালাইন, চিনি ময়দাসহ নিত্য প্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করা হচ্ছে।   

  নিয়ে ডাক টেলিযোগাযোগ বিভাগের মন্ত্রী মোস্তাফা জব্বার বলেন, “বিগত কয়েক বছর ধরে দেশের তথ্যপ্রযুক্তি খাতের বিকাশে ইতিবাচক অবদান রাখছে হুয়াওয়ে। পাশাপাশি, বিভিন্ন ধরনের উদ্যোগ গ্রহণের মাধ্যমে বাংলাদেশে দুর্যোগের কারণে ক্ষতিগ্রস্ত মানুষের সাহায্যেও এগিয়ে আসছে প্রতিষ্ঠানটি। বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের জন্য হুয়াওয়ের উদ্যোগটি তার প্রমাণ।”  

  নিয়ে হুয়াওয়ে বাংলাদেশের বোর্ড সদস্য জেসন লি বলেন, “গত কয়েকদিন ধরে বাংলাদেশের জনগণের একটি উল্লেখযোগ্য অংশ বন্যার দুর্ভোগে পড়েছে। বাংলাদেশে বিদ্যমান একটি প্রতিষ্ঠান হিসেবে, আমরা তাদের পাশে দাঁড়ানোর দায়িত্ব বোধ করেছি। তাই ‘ইন বাংলাদেশ, ফর বাংলাদেশহেয়ার ফর ইউ’ আমাদের উদ্যোগের অংশ হিসেবে আমরা এই ত্রাণ কর্মসূচির আয়োজন করেছি। আমি জানি আমাদের প্রচেষ্টা তাদের অপিরিসীম কষ্টকে মুছে দিতে পারবে না কিন্তু তাদের সংগ্রামে যথেষ্ট সহায়ক হতে পারে।

 খালিয়াজুরি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) .এইচ.এম আরিফুল ইসলাম বলেন, “নেত্রকোনার বন্যা দুর্গত মানুষের পাশে দাঁড়ানোর জন্য হুয়াওয়ের প্রতি আমার কৃতজ্ঞতা। বন্যার কারণে বহু মানুষের জীবন ঝুঁকির মুখে পড়েছে, এমন প্রতিকূল সময়ে হুয়াওয়ের মতো প্রতিষ্ঠান এবং সরকারের নানা উদ্যোগ পুনরায় আশার সঞ্চার করেছে। এই ত্রাণ সামগ্রীগুলি তাদের এই দুঃসময় কাটিয়ে উঠতে এবং জীবনকে স্বাভাবিক করতে সাহায্য করবে।

 নেত্রকোনা জেলার খালিয়াজুরী উপজেলা পরিষদের চেয়ারম্যান রাব্বানী জব্বার বলেন, বিগত কয়েক বছর যাবত আমরা দেখতে পাচ্ছি খালিয়াজুরীতে দুর্যোগের সময় হুয়াওয়ে আমাদের পাশে রয়েছে। আমি এজন্য হুয়াওয়েকে ধন্যবাদ জানাতে চাই। আমরা আশা করব এরকম সময় উপযোগী উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

 হুয়াওয়ে ২৩ বছরেরও বেশি সময় ধরে বাংলাদেশে কাজ করছে। এবং এই প্রতিষ্ঠানটি দুর্যোগে ক্ষতিগ্রস্থ ব্যক্তিদের জন্য, বিশেষ শিশুদের জন বিভিন্ন ধরণের প্রোগ্রামের ব্যবস্থা করে। এছাড়াও শিক্ষার্থীদের শিক্ষার সুযোগ সহজতর করতেও বিভিন্ন সময় বিভিন্নভাবে যুক্ত হয়। খালিয়াজুরীতে ত্রাণ বিতরণ এই ধরণের একটি কার্যক্রম।

 

Read us@googlenews

 

Social

More News
© Copyright: 2020-2022

Bangladesh Beyond is an online version of Fortnightly Apon Bichitra 

(Reg no: DA 1825)

Developed By Bangladesh Beyond