[Valid RSS]
March 22, 2023, 12:00 pm
Treanding
GIZ Bangladesh’s training held on SDG localisation in Khulna ছোটদের সহজ প্রোগ্রামিং শিক্ষায় প্রকাশিত হল বাংলা স্ক্র্যাচ বই Ditching Russian gas no way to reach climate goals : Putin চট্টগ্রামে নিরাপদ খাদ্য বিষয়ে প্রচারনা কর্মসূচি সমাপ্ত Samsung brings month-long smartphone campaign On September 6–7, Vladimir Putin will make working trip to Vladivostok Two Russian embassy workers killed in ‘suicide bombing’ Shocked & devastated by the horrific attacks : Justin Trudeau  SSC, equivalent exams begin Sept 15: Dipu Moni Ten killed in Canadian stabbing spree Russia wants UN to pressure US : media Daraz Bangladesh Anniversary Campaign – Now LIVE! realme offers upto BDT 3400 off on occasion of Daraz’s 8th anniversary General Pharmaceuticals employees will receive insurance from MetLife চট্টগ্রামের কলেজিয়েট স্কুলে নিরাপদ খাদ্য বিষয়ে প্রচারনা কর্মসূচি শুরু Bangladesh a secular country, immediate action is taken whenever minorities are attacked: PM  Two more mortar shells from Myanmar land in Bangladesh OPPO launches killer device A57 in 15-20K price range ShareTrip and Grameenphone join hands to offer exciting travel privileges ড্যাপ ২০২২-২০৩৫ এর পরিপূর্ণ বাস্তবায়নের দাবী বিআইপির

Huawei extends humanitarian support to people in Natore

Bangladesh Beyond
  • Updated on Tuesday, July 12, 2022
  • 209 Impressed

Huawei extends humanitarian support to people in Natore

 

Dhaka July 12 2022 :

 

Leading global ICT infrastructure provider Huawei has recently extended humanitarian support to the distressed people living in Singra, Natore. A distribution program to hand out essentials among needy families held on July 09, 2022.   

 The distribution took place through an event. ICT State Minister Zunaid Ahmed Palak was present at the event as the Chief Guest with George Lin, President of Enterprise Business Group, Huawei Technologies (Bangladesh) Ltd and Mohammad Jannatul Ferdous, Mayor, Singra, in attendance. The essentials were handed over by the guests to ‘Pallishri Unnayan Sangstha’ for distributing the items among the needy people.

 Many families in Singra, Natore have been in distress. Hence, Huawei has stepped in with support for these people in need. Under this initiative, around 3,000 families within the region have received daily essentials including rice, lentil (moshur dal), wheat (atta), sugar, salt and potato.

 Regarding the initiative, ICT State Minister Zunaid Ahmed Palak said, “Thousands of families in the remote areas of Bangladesh have been going through a tough time. Huawei, recognizing the needs of these people, has come forward as a responsible business entity, extending a hand of support. As someone belonging to Natore, I felt the cries of my people. As an inhabitant of this region, I would like to extend a heartfelt gratitude to Huawei for taking this initiative.”

 “Huawei feels that we have a role to play for changing the lot of the needy people. That’s why, Huawei has reached the people of Singra, Natore so that they can feel the respite from the ongoing troubles. I believe that the essentials, distributed by us today, will help these people, at least to some extent”, said George Lin.

 Mohammad Jannatul Ferdous, Mayor, Singra, said, “As inhabitants of such a remote area, many needy families residing in Singra are deprived of basic necessities and they often get exposed to the fury of natural calamities. As the mayor of this region, I want to extend my heartfelt gratitude to Huawei for standing beside our people, and giving them a brink of hope to hold on to.”

 Huawei is a responsible business entity that always lends a hand to the people of Bangladesh whenever needed. To that end, they have initiated the ‘In Bangladesh, For Bangladesh – Share To Care’ activity to stand beside people in distress.

 

 

 

 

 

নাটোরে দুস্থ মানুষের পাশে হুয়াওয়ে

 

ঢাকা ১২ জুলাই ২০২২ :

 

 

সম্প্রতি বৈশ্বিকভাবে শীর্ষস্থানীয় আইসিটি অবকাঠামো সেবাদাতা প্রতিষ্ঠান হুয়াওয়ে টেকনোলজিস (বাংলাদেশ) লিমিটেড নাটোরের সিংড়া পৌরসভার দুস্থ মানুষদের কল্যাণে মানবিক সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে। 

শনিবার (০৯ জুলাই) দরিদ্র পরিবারের মাঝে নিত্য প্রয়োজনীয় সামগ্রী বিতরণের উদ্দেশে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, সাথে ছিলেন হুয়াওয়ে টেকনোলজিস (বাংলাদেশ) লিমিটেডের এন্টারপ্রাইজ বিজনেস গ্রুপের প্রেসিডেন্ট জর্জ লিন ও সিংড়া পৌরসভার মেয়র জান্নাতুল ফেরদৌস। অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা পল্লীশ্রী উন্নয়ন সংস্থা’র প্রতিনিধিদের কাছে দরিদ্র মানুষের মাঝে বিতরণের জন্য বিভিন্ন নিত্য প্রয়োজনীয় সামগ্রী তুলে দেন।

 

নাটোরের সিংড়া পৌরসভার অনেক পরিবার বর্তমানে মানবেতর জীবন যাপন করছে। হুয়াওয়ে এই বিপন্ন মানুষদের পাশে দাঁড়াতে পদক্ষেপ নিয়েছে। এই উদ্যোগের মাধ্যমে এই অঞ্চলের প্রায় ৩০০০ পরিবারের মাঝে চাল, মসুর ডাল, আটা, চিনি, লবণ ও আলু সহ অন্যান্য নিত্য প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হবে।

 

এমন উদ্যোগের বিষয়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের হাজার হাজার পরিবার কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। হুয়াওয়ে একটি দায়িত্বশীল ব্যবসায়িক প্রতিষ্ঠান হিসেবে এই দুঃস্থ মানুষদের পাশে এসে দাঁড়িয়েছে। নাটোরের ছেলে হিসেবে আমি আমার এলাকার মানুষের কষ্ট অনুভব করতে পারি। এই অঞ্চলের একজন বাসিন্দা হিসেবে আমি এই উদ্যোগ গ্রহণের জন্য হুয়াওয়ের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি।”

 

হুয়াওয়ে টেকনোলজিস (বাংলাদেশ) লিমিটেডের এন্টারপ্রাইজ বিজনেস গ্রুপের প্রেসিডেন্ট জর্জ লিন বলেন, হুয়াওয়ে মনে করে যে, সমাজে যারা কষ্টে আছে তাদের প্রতি আমাদের এক ধরনের দায়বদ্ধতা আছে। এ কারণে হুয়াওয়ে নাটোরের সিংড়া পৌরসভার মানুষের কাছে পৌঁছেছে যেন তারা চলমান পরিস্থিতিতে একটু স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারে। আমি মনে করি যে আজ আমরা যেসব নিত্য প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করব সেগুলো এই বিপন্ন মানুষগুলোকে কিছুটা হলেও সাহায্য করবে।”

 

সিংড়া পৌরসভার মেয়র জান্নাতুল ফেরদৌস বলেন, প্রত্যন্ত এলাকার বাসিন্দা হওয়ার কারণে সিংড়ায় বসবাসকারী অনেক অভাবী পরিবার মৌলিক চাহিদা পূরণ করতে হিমশিম খাচ্ছে এবং তারা প্রায়ই প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়ে। এই অঞ্চলের মেয়র হিসেবে আমি এই এলাকার জনগণের পাশে দাঁড়ানোর জন্য হুয়াওয়ে কে ধন্যবাদ জানাচ্ছি।”

 

হুয়াওয়ে একটি দায়িত্বশীল ব্যবসায়িক প্রতিষ্ঠান যারা সবসময় প্রয়োজনে বাংলাদেশের মানুষের পাশে থাকে। দুঃস্থ মানুষের পাশে দাঁড়াতে হুয়াওয়ে ইন বাংলাদেশ, ফর বাংলাদেশ শেয়ার টু কেয়ার’শীর্ষক উদ্যোগ গ্রহণ করেছে।

 

Read us@googlenews

Social

More News
© Copyright: 2020-2022

Bangladesh Beyond is an online version of Fortnightly Apon Bichitra 

(Reg no: DA 1825)

Developed By Bangladesh Beyond