Dhaka July 6 2022 :
An independent panel of expert judges will select 50 early-stage fintech startups leveraging data and digital technology to advance financial inclusion.
The Center for Financial Inclusion (CFI) announced the launch of the fourth annual Inclusive Fintech 50 (IF50) Competition, a global initiative that competitively selects 50 early-stage, inclusive fintechs with innovative business models that aim to advance financial inclusion.
Bangladeshi startups can also participate in this competition.
The theme of the 2022 IF50 competition is “Making Digitalization Count.” Rapid advances in the digital economy, further accelerated by COVID-19, are changing the financial services landscape and creating opportunities to drive further inclusion and impact for underserved populations. Early-stage, inclusive fintechs are leading the way by leveraging data and digital infrastructure to deliver valuable products and services to low-income consumers, especially women.
Even with increasing attention to the promise of inclusive fintech, many early-stage fintech companies struggle to secure funding to help them grow. IF50 aims to address this gap by identifying the 50 most promising inclusive fintechs and providing them with visibility to attract investors and other support.
IF50 is sponsored by Visa, MetLife Foundation, and Jersey Overseas Aid & Comic Relief, with support from Accion and IFC, and implemented by CFI.
ফিনটেক স্টার্টআপ ফান্ড-এর জন্য প্রতিযোগিতা
ঢাকা জুলাই ৬ ২০২২ :
আর্থিক অন্তর্ভুক্তিকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তথ্য এবং ডিজিটাল প্রযুক্তির উৎকৃষ্ট ব্যবহার করছে এমন৫০টি প্রাথমিক পর্যায়ের ফিনটেক স্টার্টআপকে এই প্রতিযোগিতার মাধ্যমে নির্বাচন করবেন বিশেষজ্ঞ বিচারকদের একটি স্বনির্ভর প্যানেল ।
দ্য সেন্টার ফর ফাইন্যান্সিয়াল ইনক্লুশন (সিএফআই) চতুর্থ বার্ষিক ইনক্লুসিভ ফিনটেক ৫০ (আইএফ৫০) প্রতিযোগিতা আয়োজনের ঘোষণা দিয়েছে। এ প্রতিযোগিতাটি একটি বৈশ্বিক উদ্যোগ; যেখানে প্রতিযোগিতার মাধ্যমে, প্রাথমিক পর্যায়ের এমন ৫০টি অন্তর্ভুক্তিমূলক ফিনটেক-কে নির্বাচন করা হবে যাদের রয়েছে উদ্ভাবনীমূলক ব্যবসায়িক মডেল এবং লক্ষ্য হচ্ছে আর্থিক অন্তর্ভুক্তিকে ত্বরাণ্বিত করা।
বাংলাদেশী স্টার্টআপগুলোও এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে।
২০২২ আইএফ৫০ প্রতিযোগিতা’র মূল প্রতিপাদ্য হচ্ছে ‘মেকিং ডিজিটালাইজেশন কাউন্ট’। কোভিড-১৯ এর সময়ে আরও দ্রুতগতিতে এগিয়ে চলা ডিজিটাল অর্থনীতি, আর্থিক সেবার গতিপ্রকৃতিকে বদলে দিচ্ছে এবং সেই সাথে সুবিধাবঞ্চিত মানুষের জন্য আরও অন্তর্ভুক্তিমূলক ও ইতিবাচক প্রভাব সৃষ্টির সুযোগ তৈরি করছে। প্রাথমিক পর্যায়ের ইনক্লুসিভ ফিনটেক প্রতিষ্ঠানগুলো তথ্য ও ডিজিটাল অবকাঠামো তৈরির মাধ্যমে স্বল্প আয়ের গ্রাহকদের, বিশেষ করে নারীদের মাঝে গুরুত্বপূর্ণ পণ্য ও সেবা প্রদান করে অর্থনীতির প্রবৃদ্ধির পথকে সুগম করছে।
অন্তর্ভুক্তিমূলক ফিনটেক প্রতিষ্ঠানগুলোর সংখ্যা প্রতিনিয়তই বৃদ্ধি পাচ্ছে। এ পরিস্থিতিতে, প্রাথমিক পর্যায়ের অনেক ফিনটেক প্রতিষ্ঠানকে নিজেদের প্রবৃদ্ধিতে তহবিল সংগ্রহ করতে প্রতিকূলতার মুখোমুখি হতে হচ্ছে। এ প্রেক্ষিতে, আইএফ৫০ এর উদ্দেশ্য হলো সম্ভবনাময় ৫০টি অন্তর্ভূক্তিমূলক ফিনটেককে বাছাই করে এই প্রতিবন্ধকতা কমিয়ে আনতে সহায়তা করা এবং ফিনটেক প্রতিষ্ঠানগুলোকে বিনিয়োগ পেতে ও নানা ভাবে সহায়তা দেয়া।
আকসিওন এবং আইএফসি-র সহায়তায় ভিসা, মেটলাইফ ফাউন্ডেশন এবং জার্সি ওভারসিজ এইড অ্যান্ড কমিক রিলিফ, আইএফ৫০ প্রতিযোগিতার পৃষ্ঠপোষকতা করবে এবং বাস্তবায়ন করবে সিএফআই।