Increase WASH allocation to meet SDGs targets in the upcoming budget 22-23
Dhaka May 31 2022 :
Speakers urged to reduce spatial inequalities in annual development programme (ADP) allocations at a joint press conference held on May 30 2022 at National Press Club in the city.
It was organized by WaterAid Bangladesh, Power and Participation Research Center (PPRC), FANSA-BD, FSM Network, Bangladesh Water Integrity Network (BaWin), Sanitation and Water For All, End Water Poverty, MHM Platform, UNICEF and WASH Alliance International.
Speakers said, gaps need to be reduced and an equitable allocation is also solicited to achieve the SDG 6.
They also urged proper attention in selecting ADP projects and the need for reducing the gap in WASH allocation across rural and hard-to-reach.
At the press conference, the following recommendations were jointly put forward for the proposed National Budget for the fiscal year 2022-2023 :
An analysis by the PPRC, in collaboration with WaterAid, found that the WASH allocations in FY 2021-22 allocation to WASH sector was 5.44% (Taka 14,517 crore) in respect of total ADP allocation (Taka 266,793 crore). The figure also shows WASH allocations in hard-to-reach areas fell drastically in FY2021-22 with allocations for the areas being 72% below the level five years earlier to the threshold in FY2016-17.
The analysis also shows geographical inequality of WASH allocation remains significant, where cities and towns have received the highest percentage of the allocated funding compared to rural, char, hilly, and coastal areas in previous years. These under-developed areas’ needs are higher than in urban regions and the upcoming budget must consider the acute needs of the marginalized pockets.
Dr. Hossain Zillur Rahman, Eminent Economist, Chairman, PPRC , Ms Hasin Jahan, Country Director, WaterAid, Mohammad Abdul Wazed, Senior Fellow at PPRC spoke at the proramme among other WASH specialists, journalists and development workers.
“Bangladesh had remarkable success in achieving WASH-related MDG era targets with drinking water made available to 98% of the population (JMP data) and near eradication of open defecation. SDG– total era targets, however, are more challenging with the focus on safe water and safely managed sanitation as well as the under hygiene. However, inequitable spatial allocation has been repeatedly raised over the years but no change has been forthcoming, stated Dr. Hossain Zillur Rahman.
During the event, Hasin Jahan, said, “Bangladesh is committed towards sustainable water management and safe sanitation services. The country has stressed the need for a bold and ambitious roadmap to put SDGs on track so that no one is left behind. So, the government should put dedicated attention to address the hard-to-reach people towards acheiveing SDG 6.”
এসডিজি অর্জনে ওয়াশ খাতে বাজেট বৃদ্ধির সুপারিশ বিশেষজ্ঞদের
ঢাকা ৩১ মে ২০২২ :
৩০ মে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসডিজি ৬ অর্জনে ওয়াশ খাতে বরাদ্দের ব্যবধান হ্রাসের প্রয়োজনীয়তা এবং সুষ্ঠু ও ন্যায্য বরাদ্দের কথা উল্লেখ করেন বক্তারা।
ওয়াটারএইডের সহযোগিতায় পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টারের (পিপিআরসি) ওয়াশ খাতে বাজেট বরাদ্দ বিশ্লেষণের তথ্যের আলোকে বক্তারা এ আহবান জানান।
ওয়াটারএইড বাংলাদেশ, পিপিআরসি, ইউনসেফ বাংলাদেশ, ফানসা-বিডি, এফএসএম নেটওয়ার্ক, বাংলাদেশ ওয়াটার ইন্টিগ্রিটি নেটওয়ার্ক (বাউইন), স্যানিটেশন অ্যান্ড ওয়াটার ফর অল, এন্ড ওয়াটার পোভার্টি, এমএইচএম প্ল্যাটফর্ম, ইউনিসেফ এবং ওয়াশ অ্যালায়েন্স ইন্টারন্যাশনাল আয়োজিত বাজেট পূর্ব এক যৌথ সংবাদ সম্মেলনে সঠিক এডিপি প্রকল্প নির্বাচনে মনোযোগী হওয়া এবং গ্রাম ও প্রত্যন্ত অঞ্চলে ওয়াশ বিষয়ে বরাদ্দের ব্যবধান কমানোর প্রয়োজনীয়তাকে গুরুত্ব দিয়ে বিবেচনা করার আহ্বান জানিয়েছেন সংস্থাগুলোর প্রতিনিধিরা।
২০২২-২০২৩ অর্থবছরে প্রস্তাবিত জাতীয় বাজেটের জন্য নিম্নলিখিত সুপারিশগুলো সংবাদ সম্মেলনে উত্থাপন করা হয়:
ওয়াটারএইডের সহযোগিতায় পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টারের (পিপিআরসি) একটি বিশ্লেষণে উঠে এসেছে, এডিপি’র মোট বরাদ্দের (২৬৬,৭৯৩ কোটি টাকা) হিসাবে ২০২১-২২ অর্থবছরের বরাদ্দে ওয়াশ খাতে বরাদ্দ ছিলো ৫.৪৪ শতাংশ (১৪,৫১৭ কোটি টাকা)। বিশ্লেষণে আরও উঠে এসেছে, ২০২১-২২ অর্থবছরে অত্যন্ত প্রত্যন্ত অঞ্চলে ওয়াশ খাতে বরাদ্দ উল্লেখযোগ্যভাবে কমেছে। এসব এলাকায় বরাদ্দ ২০১৬-১৭ অর্থবছরে ৫ বছর আগের তুলনায় ৭২ শতাংশ কমেছে
বিশ্লেষণে ওয়াশ খাতে বরাদ্দের ক্ষেত্রে ভৌগলিক বৈষম্যের বিষয়টি প্রতীয়মান হয়েছে। বিগত বছরগুলোতে প্রত্যন্ত এলাকা, চর, পাহাড়ি ও উপকূলীয় অঞ্চলের তুলনায় শহরাঞ্চলে সর্বোচ্চ শতাংশ তহবিল বরাদ্দ দেয়া হয়েছে। অথচ অনুন্নত এসব এলাকায় বরাদ্দের প্রয়োজন শহরাঞ্চলের চেয়ে বেশি। তাই, আসন্ন বাজেটে প্রান্তিক একালাগুলোর প্রয়োজন বিবেচনা করা উচিৎ। ওয়াশ সংশ্লিষ্ট ব্যক্তিত্ব, সাংবাদিক ও উন্নয়ন কর্মীদের নিয়ে আয়োজিত অনুষ্ঠানে পিপিআরসি’র চেয়ারম্যান প্রখ্যাত অর্থনীতিবিদ ড. হোসেন জিল্লুর রহমান, ওয়াটারএইডের কান্ট্রি ডিরেক্টর হাসিন জাহান, পিপিআরসি’র সিনিয়ির ফেলো মোহাম্মদ আবদুল ওয়াজেদ বক্তব্য রাখেন।
অর্থনীতিবিদ ড. হোসেন জিল্লুর রহমান বলেন, “৯৮ শতাংশ জনসংখ্যার (জেএমপি ডেটা) জন্য সুপেয় পানির ব্যবস্থা করা এবং খোলা স্থানে মলত্যাগ নির্মূলের মাধ্যমে ওয়াশ সম্পর্কিত এমডিজি লক্ষ্যমাত্রা অর্জনে উল্লেখযোগ্য সাফল্য অর্জনে করেছে বাংলাদেশ। নিরাপদ পানি ও স্যানিটেশনের পাশাপাশি স্বাস্থ্যবিধির ক্ষেত্রে গুরুত্বারোপ করে এসডিজি’র লক্ষ্যগুলো আরও চ্যালেঞ্জিং। বিগত বছরগুলোতে বরাদ্দের ক্ষেত্রে স্থানিক বৈষম্যের বিষয়টি বিভিন্নভাবে উত্থাপন করা হয়েছে; কিন্তু এক্ষেত্রে কোনো পরিবর্তনই হচ্ছে না।”
অনুষ্ঠানে হাসিন জাহান বলেন, “টেকসই পানি ব্যবস্থাপনা ও নিরাপদ স্যানিটেশন সেবা নিশ্চিতে প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ। এসডিজি অর্জনে এগিয়ে যেতে সুনির্দিষ্ট রোডম্যাপের প্রয়োজনীয়তাকে গুরুত্ব দিয়ে বিবেচনা করছে বাংলাদেশ, যাতে কেউ পিছিয়ে পিছিয়ে না থাকে। এক্ষেত্রে, এসডিজি ৬ অর্জনে সরকারকে প্রত্যন্ত অঞ্চলে মানুষের কাছে পৌঁছানোর বিষয়টিকে গুরুত্ব দিয়ে বিবেচনা করতে হবে।”