[Valid RSS]
September 17, 2023, 6:34 pm
Treanding
GIZ Bangladesh’s training held on SDG localisation in Khulna ছোটদের সহজ প্রোগ্রামিং শিক্ষায় প্রকাশিত হল বাংলা স্ক্র্যাচ বই Ditching Russian gas no way to reach climate goals : Putin চট্টগ্রামে নিরাপদ খাদ্য বিষয়ে প্রচারনা কর্মসূচি সমাপ্ত Samsung brings month-long smartphone campaign On September 6–7, Vladimir Putin will make working trip to Vladivostok Two Russian embassy workers killed in ‘suicide bombing’ Shocked & devastated by the horrific attacks : Justin Trudeau  SSC, equivalent exams begin Sept 15: Dipu Moni Ten killed in Canadian stabbing spree Russia wants UN to pressure US : media Daraz Bangladesh Anniversary Campaign – Now LIVE! realme offers upto BDT 3400 off on occasion of Daraz’s 8th anniversary General Pharmaceuticals employees will receive insurance from MetLife চট্টগ্রামের কলেজিয়েট স্কুলে নিরাপদ খাদ্য বিষয়ে প্রচারনা কর্মসূচি শুরু Bangladesh a secular country, immediate action is taken whenever minorities are attacked: PM  Two more mortar shells from Myanmar land in Bangladesh OPPO launches killer device A57 in 15-20K price range ShareTrip and Grameenphone join hands to offer exciting travel privileges ড্যাপ ২০২২-২০৩৫ এর পরিপূর্ণ বাস্তবায়নের দাবী বিআইপির

Likee’s  #MagicBauliana challenge in Bangladesh ends on a high note

Bangladesh Beyond
  • Updated on Thursday, July 28, 2022
  • 252 Impressed

Likee’s  #MagicBauliana challenge in Bangladesh ends on a high note

 

 

Dhaka July 28 2022 :

 

Likee has recently completed its exciting hashtag challenge titled ‘#MagicBauliana’ in Bangladesh, receiving immense love and excellent response. 

To create more fun for users and spread the charm of Bangla folk music with multimedia form, short video creation and sharing app Likee has cooperated with Magic Bauliana, a Bangladeshi television reality show, launching the intriguing campaign #MagicBauliana and has received great success.

This innovative and highly compelling campaign comprised local dance and appointed music, thus creating an immersive environment for all users. It has received excellent performance through its creative mechanism, diversified creation, premium resources, and social media buzz.

Under the #MagicBauliana challenge, Magic Bauliana designed exclusively an immersive mechanism for users in which they can make diverse videos of their dancing and singing on a visual shining stage. Renowned content creators took part in the challenge, unleashing their inner singers and dancers to express their talents. Meanwhile, other users, inspired by these famous faces, also participated in the challenge by making amazing unique videos.

To activate content creation in the community, Likee created an official account for Magic Bauliana  to spread more high-qualified hashtag videos and raise awareness with the endorsement of official account. This initiative was proved valuable as it not only helped the users garner fans but further expand the influence of Magic Bauliana. Meanwhile, Likee cooperated with 19 top local influencers such as @ Zia Uddin Robin, @ Anika Rifa  and helped share their positive impact among the young generations, therefore boosting  the user engagement further.

The best part of the campaign was that it allowed users to shoot videos with official music efficiently. Upon creating a buzz on different social media platforms. This, in turn, generated awareness of the fork music to great heights and highlighted user enthusiasm through the participation of the Magic Bauliana campaign. 

All of these factors contributed to the great response to the #MagicBauliana challenge.  Running from May 20 to 25, 2022, the hashtag campaign received 36 million impressions, 13.8 million video views, 19 thousand video posts, and an engagement rate of 8 percent. The campaign has primarily focused on fostering an engaging and celebratory environment for everyone and established a significant impact as it boosted the recognition of the Magic Bauliana show at a large scope and helped extend awareness of the program among youngsters.

“We are extremely proud of our collaboration with Magic Bauliana and be glad to achieve unprecedented levels of success,” said Gibson Yuen, Head of Likee Global Operations. “In Likee, we sincerely expect to continuously bring the best content creation activities to our users which in turn will effectively benefit the community at every stage of the funnel, from user engagement to community cohesion and identity.”

Ada Asia, one of the commercial partner of Likee in Bangladesh representative. “Likee is a popular short video platform in Bangladesh and is loved by the young generation here. We are extremely proud to be a reseller for Likee and execute the first and most successful commercial hashtag challenge with Magic Bauliana. We believe hashtag challenge will be an innovative marketing solution for brands to communicate with the young generation,” said Ashraful Haque, Country Director from Ada Asia.

Likee will continue to provide more exciting initiatives as effort to enrich their users’ online experiences. The popular short video platform hopes that the users can appreciate traditional music with modern media forms and feel the new vibe within it.

For further cooperation with Likee,please contact us via email: forbusiness@likee.video

 

 

 

বাংলাদেশে সফলভাবে শেষ হলো লাইকি’র #ম্যাজিকবাউলিয়ানা চ্যালেঞ্জ

 

ঢাকা জুলাই ২৮ ২০২২ :

 

সম্প্রতি বাংলাদেশে #ম্যাজিকবাউলিয়ানা নামে একটি রোমাঞ্চকর হ্যাশট্যাগ চ্যালেঞ্জের আয়োজন করেছে জনপ্রিয় শর্টভিডিও প্ল্যাটফর্ম লাইকি। ব্যবহারকারীদের মাঝে দুর্দান্ত সাড়া পেয়েছে লাইকি’র এই হ্যাশট্যাগ চ্যালেঞ্জ।

ভিন্ন ভিন্ন মাধ্যমের সমন্বয়ে বাংলা ফোক অর্থাৎ লোক সঙ্গীতের আবেদনকে ব্যবহারকারীদের মাঝে ছড়িয়ে দিতে এবং একে আরও আনন্দময় করে তুলতে দেশের টিভি রিয়্যালিটি শো ‘ম্যাজিক বাউলিয়ানা’র সাথে একযোগে এই #ম্যাজিকবাউলিয়ানা ক্যাম্পেইনটি চালু করে লাইকি; যা ব্যাপক সফলতা অর্জন করতে সক্ষম হয়।

উদ্ভাবনী ও প্রতিযোগিতাপূর্ণ এ ক্যাম্পেইনে আঞ্চলিক নাচ এবং বাছাই করা গানের সংমিশ্রণে ব্যবহারকারীদের অংশগ্রহণের উৎসাহ তৈরি করা হয়। সৃজনশীলতার ধারা, বৈচিত্র্যময় নির্মাণ, প্রিমিয়াম রিসোর্স এবং সামাজিক মাধ্যমে আলাপ-আলোচনা সৃষ্টির মধ্য দিয়ে ক্যাম্পেইনটিতে চমৎকার সব পরিবেশনা যুক্ত হয়।

#ম্যাজিকবাউলিয়ানা চ্যালেঞ্জটি ব্যবহারকারীদের জন্য এমনভাবে ডিজাইন করা হয়েছে, যাতে ব্যবহারকারীদের জন্য একটি আলোকিত ও সুসজ্জিত মঞ্চে বিভিন্নরকম নাচ ও গান পরিবেশন করার সুযোগ তৈরি হয়। জনপ্রিয় বহু কনটেন্ট নির্মাতারা এই ক্যাম্পেইনে অংশ নিয়ে তাদের ভেতরের সৃষ্টিশীল সত্ত্বাকে জাগ্রত করে নাচ-গানের মাধ্যমে নিজেদেরকে তুলে ধরেন। তাদের পাশাপাশি সাধারণ ব্যবহারকারীরাও নিজেদের ভিডিও তৈরির মাধ্যমে এই চ্যালেঞ্জে অংশগ্রহণ করেছেন।

কম্যুনিটিতে কনটেন্ট তৈরিকে আরও জনপ্রিয় করতে, ম্যাজিক বাউলিয়ানার জন্য একটি আলাদা অ্যাকাউন্ট চালু করে লাইকি; যার মাধ্যমে ভালো ভালো হ্যাশট্যাগ ভিডিওগুলোকে আরও বেশি ছড়িয়ে দিয়ে সচেতনতা তৈরিতে ভূমিকা রাখা যায়। এই উদ্যোগ ব্যবহারকারীদের নতুন ফ্যান পেতে সাহায্য করার পাশাপাশি ম্যাজিক বাউলিয়ানার প্রভাবকেও আরো প্রসারিত করতে ভূমিকা রেখেছে। এক্ষেত্রে জিয়া উদ্দিন রবিন এবং আনিকা রিফা’র মতো ১৯ জন ইনফ্লুয়েন্সারের সাথে যুক্ত হয় লাইকি। তরুণ প্রজন্মের ওপর ইতিবাচক প্রভাব বিস্তার করতে এবং লাইকি’তে ব্যবহারকারীদের সম্পৃক্ততা আরও বাড়াতে এই ইনফ্লুয়েন্সারদের সহায়তা নেয়া হয়।

এই ক্যাম্পেইনের সবচেয়ে সেরা অংশটি হলো, এতে অংশ নেওয়া ব্যবহারকারীরা তাদের ভিডিওতে খুব সহজেই অফিসিয়াল মিউজিক যুক্ত করতে পেরেছেন। এর মাধ্যমে বাংলা লোক সঙ্গীতের গভীরতা ও শৈল্পিক গুরুত্ব প্রসঙ্গে সামাজিক মাধ্যমে আলোচনার ক্ষেত্র তৈরি হয়, পাশাপাশি ম্যাজিক বাউলিয়ানা ক্যাম্পেইনে অংশ নেয়ার জন্য ব্যবহারকারীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়।

হ্যাশট্যাগ ক্যাম্পেইনটি ২০ থেকে ২৫ মে, ২০২২ পর্যন্ত চালু ছিল। ৩৬ মিলিয়ন ইম্প্রেশন সংগ্রহের পাশাপাশি ক্যাম্পেইনটি ১৩.৮ মিলিয়ন ভিডিও ভিউ, ১৯ হাজার ভিডিও পোস্ট এবং ৮ শতাংশ এঙ্গেজমেন্ট তৈরি করতে সক্ষম হয়। ক্যাম্পেইনের প্রাথমিক উদ্দেশ্য ছিল একটি উৎসবমুখর পরিবেশে সবাইকে সম্পৃক্ত করা। পাশাপাশি ম্যাজিক বাউলিয়ানা শো’য়ের মাধ্যমে বড় পরিসরে সকলের মধ্যে সচেতনতা বৃদ্ধির মাধ্যমে তরুণ প্রজন্মের ওপর প্রভাব বিস্তারও এর অন্যতম উদ্দেশ্য ছিল।

লাইকি’র গ্লোবাল অপারেশনস হেড গিবসন ইউয়েন বলেন, “ম্যাজিক বাউলিয়ানার সাথে একসাথে কাজ করতে পেরে এবং ক্যাম্পেইন এর মাধ্যমে এমন অপ্রত্যাশিত সাফল্য অর্জন করতে পেরে আমরা আনন্দিত। লাইকির ব্যবহারকারীদের জন্য আমরা সচেতনভাবেই এমন সব কনটেন্ট নির্মাণের সুযোগ তৈরি করে থাকি, যাতে এর মাধ্যমে কম্যুনিটি উপকৃত হতে পারে; এবং এর সাথে যুক্ত হয়ে ব্যবহারকারীরা কম্যুনিটিতে সংহতি এবং নিজস্ব পরিচয় তৈরি করে নিতে পারে”।

বাংলাদেশে লাইকি’র প্রতিনিধিদের মধ্যে অন্যতম ব্যবসায়িক অংশীদার অ্যাডা এশিয়া। অ্যাডা এশিয়ার কান্ট্রি ডিরেক্টর আশরাফুল হক বলেন, “শর্ট ভিডিও প্লাটফর্ম হিসেবে লাইকি বাংলাদেশে তরুণ প্রজন্মের কাছে বেশ জনপ্রিয়। আমরা লাইকির রিসেলার হিসেবে প্রথম এবং সবচাইতে সফল কমার্শিয়াল হ্যাশট্যাগ চ্যালেঞ্জ ম্যাজিক বাউলিয়ানা সফলভাবে সম্পন্ন করতে পেরে অত্যন্ত আনন্দিত। তরুণ প্রজন্মের কাছাকাছি পৌঁছানোর জন্য এই হ্যাশট্যাগ চ্যালেঞ্জটি একটি উদ্ভাবনী মার্কেটিং সল্যুশন হিসেবে কাজ করবে বলে আশা করছি”।

ব্যবহারকারীদের অনলাইন অভিজ্ঞতা উন্নত করতে এরকম আরও চমৎকার সব উদ্যোগ নিয়ে হাজির হতে প্রতিজ্ঞাবদ্ধ লাইকি। এই জনপ্রিয় শর্ট ভিডিও প্লাটফর্মটি আশা করে, এর ব্যবহারকারীরা আধুনিক ধাঁচের মাধ্যমে ঐতিহ্যবাহী সঙ্গীতের ব্যবহারকে প্রশংসা করবে এবং এতে অন্তর্নিহিত নতুনের শক্তিকে অনুভব করতে সক্ষম হবে।

লাইকি’র সাথে যুক্ত হতে ইমেইলে যোগাযোগ করুন- forbusiness@likee.video

 

Read us@googlenews

 

Social

More News
© Copyright: 2020-2022

Bangladesh Beyond is an online version of Fortnightly Apon Bichitra 

(Reg no: DA 1825)

Developed By Bangladesh Beyond