[Valid RSS]
September 17, 2023, 6:46 pm
Treanding
GIZ Bangladesh’s training held on SDG localisation in Khulna ছোটদের সহজ প্রোগ্রামিং শিক্ষায় প্রকাশিত হল বাংলা স্ক্র্যাচ বই Ditching Russian gas no way to reach climate goals : Putin চট্টগ্রামে নিরাপদ খাদ্য বিষয়ে প্রচারনা কর্মসূচি সমাপ্ত Samsung brings month-long smartphone campaign On September 6–7, Vladimir Putin will make working trip to Vladivostok Two Russian embassy workers killed in ‘suicide bombing’ Shocked & devastated by the horrific attacks : Justin Trudeau  SSC, equivalent exams begin Sept 15: Dipu Moni Ten killed in Canadian stabbing spree Russia wants UN to pressure US : media Daraz Bangladesh Anniversary Campaign – Now LIVE! realme offers upto BDT 3400 off on occasion of Daraz’s 8th anniversary General Pharmaceuticals employees will receive insurance from MetLife চট্টগ্রামের কলেজিয়েট স্কুলে নিরাপদ খাদ্য বিষয়ে প্রচারনা কর্মসূচি শুরু Bangladesh a secular country, immediate action is taken whenever minorities are attacked: PM  Two more mortar shells from Myanmar land in Bangladesh OPPO launches killer device A57 in 15-20K price range ShareTrip and Grameenphone join hands to offer exciting travel privileges ড্যাপ ২০২২-২০৩৫ এর পরিপূর্ণ বাস্তবায়নের দাবী বিআইপির

Microsoft launched Startups Founders Hub in Bangladesh

Bangladesh Beyond
  • Updated on Monday, August 8, 2022
  • 221 Impressed

Microsoft for Startups Founders Hub to harness the power of startups in Bangladesh

 

Dhaka August 8 2022 : 

 

Microsoft launched its Microsoft for Startups Founders Hub in Bangladesh, continuing its mission to fuel innovation amongst ambitious startups in Asia who are eager to make their mark on the global stage.

Microsoft for Startups Founder’s Hub is a new and truly borderless platform tailored to give wings to the boundless ambitions of startup founders, offering them resources to help them turn their ideas into reality. With more than $300,000 worth of benefits available for startups through the platform, Founder’s Hub caters to anyone with a dream, no funding required.

Startups will have access to technology tools that include secure cloud platforms such as Azure to staples of a developer’s toolbox of the likes of Microsoft 365, GitHub Enterprise, and Visual Studio Enterprise. Apart from technological support, Microsoft for Startups Founders Hub fulfills its mission of empowerment through personalised mentorship, available through hundreds of mentors regarding every step of the startup journey. Founders will have guidance on how to achieve their business aspirations for their startups alongside enhancing technical expertise, showcasing the platform’s flexible approach to startup acceleration.

In addition to connecting founders with industry veterans, Microsoft for Startups Founders Hub will also provide access to Microsoft Learn and a variety of startup and unicorn programs to help them build connections with customers and fast-track their growth.  

Innovation from Bangladesh to the world stage

 Bangladesh has made its mark as a hub of innovation with a booming business sector and a tech-savvy population. Having raised USD $727 million in investments since 2013, Bangladeshi startup investments continue to function as a robust sphere of operations, boosting fintech, logistics and mobility, and ecommerce and retail-oriented startup creation.

The accelerated pace of startup investment coupled with its tech-savvy digital entrepreneurs, renders Bangladesh a highly fruitful startup ecosystem, and Microsoft is committed to serve as a trusted partner in enabling local startups bring their ideas into fruition on the global stage.

“Microsoft for Startups Founders Hub, a founder-first program designed to meet unique needs, is a timely provision for the Bangladeshi startup ecosystem, especially with its aim of broadening avenues of access to founders. With an environment and a community that facilitates rapid digitisation and adaptation of new technology, local startups have the capacity to drive social transformation across all cross-sections of society,” said Yousup Faruqu, Managing Director for Microsoft Bangladesh. “We look forward to working together with homegrown startups to unlock innovation and help them reach international heights,”

Empowering Bangladesh’s startup ecosystem 

Microsoft for Startups Founders Hub’s focus on early-stage startups without requiring proof of funding or affiliation with VC, accelerator, or incubator, paves the way for enthusiastic founders in Bangladesh to enter the programme on the strength of their ideas and aspirations alone. Keeping up to its mission to empower every person and every organization on the planet to achieve more, founders are given room to grow with Microsoft, regardless of their background, location, progress, or passions.

Recognising that driving essential technology and knowledge support to Bangladesh’s 1.5 million-strong startup labour force is strongly aligned with Microsoft’s investment into local communities, the Microsoft for Startups Founders Hub facilitates connections with engineering experts from Microsoft as well as other startups at Microsoft Reactors across the globe. Enabling Bangladeshi startups to have access to Microsoft’s partner ecosystem to launch themselves through a global distribution channel makes this a uniquely positioned opportunity for budding startups in the country.

Microsoft has been committed to enabling the growth of startups in Bangladesh, empowering them to leverage Microsoft technologies to take on Asia and the world. Exemplifying its long-standing commitment to fostering Bangladesh’s startup ecosystem, Microsoft Asia and global startup platform She Loves Tech announced a multi-year partnership in Bangladesh to support women-led startups in the community through Microsoft technologies, a global network, and support from fellow female founders.

 

 

বাংলাদেশে স্টার্টআপ ইকোসিস্টেম গড়ে তুলতে মাইক্রোসফট নিয়ে এলো ‘স্টার্টআপস ফাউন্ডার্স হাব’

 

ঢাকা ০৮ আগস্ট ২০২২ :

 

 এশিয়া অঞ্চলের সম্ভাবনাময় স্টার্টআপগুলোকে তাদের উদ্ভাবনী প্রচেষ্টা চালিয়ে যাওয়ার মাধ্যমে বিশ্বমঞ্চে নিজেদের প্রতিষ্ঠিত করতে সাহায্য করার উদ্দেশে মাইক্রোসফট বাংলাদেশে নিয়ে এলো স্টার্টআপস ফাউন্ডার্স হাব।   

মাইক্রোসফটের স্টার্টআপস ফাউন্ডার্স হাব একটি নতুন প্লাটফর্ম, যার সাহায্যে স্টার্টআপ উদ্যোক্তারা ধারণাকে বাস্তবে রূপ দেয়ার মাধ্যমে তাদের কার্যক্রম আরও সম্প্রসারিত করার সুযোগ পাবেন। যাদের আকাশছোঁয়া স্বপ্ন, তাদের জন্য স্টার্টআপস ফাউন্ডার্স হাব প্লাটফর্মের মাধ্যমে প্রায় ৩ লাখ মার্কিন ডলারের অর্থ সহায়তা প্রদান করা হবে।

স্টার্টআপগুলো নিরাপদ ক্লাউড প্লাটফর্ম মাইক্রোসফট আযুর, মাইক্রোসফট ৩৬৫, গিটহাব এন্টারপ্রাইজ, ভিজ্যুয়াল স্টুডিও এন্টারপ্রাইজ সহ বিভিন্ন টুলস ব্যবহার করতে পারবে। প্রযুক্তিগত সহায়তার পাশাপাশি মাইক্রোসফটের স্টার্টআপস ফাউন্ডার্স হাব মেন্টরশিপের মাধ্যমে স্টার্টআপগুলোকে তাদের লক্ষ্য পূরণের দিকে এগিয়ে যেতে সাহায্য করবে। উদ্যোক্তারা প্রযুক্তিগত দক্ষতা অর্জন ও তাদের স্টার্টআপগুলোকে কাঙ্ক্ষিত লক্ষ্যের দিকে এগিয়ে নিয়ে যেতে বিভিন্ন দিক নির্দেশনা পাবেন।  

ইন্ডাস্ট্রির লিডারদের সাথে যোগাযোগ স্থাপনে সাহায্য করার পাশাপাশি, স্টার্টআপের বিকাশ এবং গ্রাহকদের কাছে পৌঁছানোর জন্য মাইক্রোসফট লার্ন এবং অন্যান্য আরও স্টার্টআপ প্রোগ্রাম ব্যবহার করার সুযোগ দিবে স্টার্টআপস ফাউন্ডার্স হাব।

বিশ্বমঞ্চে বাংলাদেশের উদ্ভাবন  

প্রযুক্তিপ্রেমীদের জন্য উদ্ভাবনের কেন্দ্র এবং ক্রমবর্ধমান ব্যবসা খাত হিসেবে পরিচিতি লাভ করেছে বাংলাদেশ । এদেশে ২০১৩ সালের পর থেকে ৭২৭ মিলিয়ন মার্কিন ডলারের বিনিয়োগ হয়েছে। এই বিনিয়োগ ফিনটেক, লজিসটিকস ও মোবিলিটি, ই-কমার্স এবং রিটেইল-ভিত্তিক স্টার্টআপ তৈরি করার ক্ষেত্রে ভূমিকা রাখছে।

স্টার্টআপে ক্রমবর্ধমান বিনিয়োগ ও প্রযুক্তি-প্রেমী উদ্যোক্তাদের প্রচেষ্টার কারণে বাংলাদেশে একটি স্টার্টআপ ইকোসিস্টেম গড়ে উঠেছে। মাইক্রোসফট এসব স্টার্টআপগুলোকে বিশ্বমঞ্চে নিয়ে যেতে বিশ্বস্ত সহযোগী হিসেবে কাজ করে যাবে।   

মাইক্রোসফট বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর মো. ইউসুপ ফারুক বলেন, “উদ্যোক্তাদের চাহিদা পূরণ এবং তাদের জন্য সুযোগ সৃষ্টি করার জন্য ডিজাইন করা হয়েছে মাইক্রোসফট ফর স্টার্টআপস ফাউন্ডারস হাব। এটি বাংলাদেশী স্টার্টআপ ইকোসিস্টেমের জন্য অত্যন্ত সময়োপযোগী একটি উদ্যোগ। উপযোগী পরিবেশ, দ্রুত ডিজিটালাইজেশন ও নতুন প্রযুক্তি গ্রহণ করার প্রবণতা থাকার কারণে দেশী স্টার্টআপগুলো সমাজের সকল স্তরে পরিবর্তন নিয়ে আসার সম্ভাবনা রাখে। আমরা স্থানীয় স্টার্টআপগুলোর সাথে একসাথে কাজ করার মাধ্যমে উদ্ভাবন চালিয়ে যেতে এবং সেগুলো আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যেতে সাহায্য করার জন্য প্রস্তুত।”

বাংলাদেশের স্টার্টআপ ইকোসিস্টেমের ক্ষমতায়ন

এই প্রোগ্রামে অংশগ্রহণের জন্য ভেঞ্চার ক্যাপিটাল, এক্সেলারেটর বা ইনকিউবেটরের সাথে সম্পর্ক থাকার প্রয়োজন নেই কিংবা বিনিয়োগের প্রমাণ দিতে হবে না।

প্রাথমিক পর্যায়ের স্টার্টআপগুলো শুধুমাত্র তাদের আইডিয়া এবং আকাঙ্খার ভিত্তিতেই এ প্রোগ্রামে অন্তর্ভুক্ত হওয়ার সুযোগ পাবে।

পৃথিবীর প্রতিটি ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ক্ষমতায়নের লক্ষ্যে কাজ করে যাচ্ছে মাইক্রোসফট। এর ধারাবাহিকতায় স্টার্টআপ উদ্যোক্তাদের জন্য বেড়ে উঠার সুযোগ নিয়ে এসেছে মাইক্রোসফট।

বাংলাদেশের স্টার্টআপ খাতে কর্মরত ১৫ লাখ মানুষের জন্য প্রয়োজনীয় প্রযুক্তিগত ও জ্ঞান সহায়তা নিশ্চিত করতে প্রতিশ্রুত মাইক্রোসফট। স্থানীয় কমিউনিটিতে বিনিয়োগ এ প্রতিশ্রুতির সাথে সামঞ্জস্যপূর্ণ।

মাইক্রোসফটের স্টার্টআপস ফাউন্ডারস হাব প্রকৌশল বিশেষজ্ঞদের পাশাপাশি মাইক্রোসফট রিয়াক্টরস এ অন্তর্ভুক্ত অন্যান্য স্টার্টআপগুলোর সাথে সংযোগ স্থাপনের সুযোগ তৈরি করবে।

বাংলাদেশী স্টার্টআপগুলোর জন্য এটি একটি বড় সুযোগ কারণ উদ্যোক্তারা এই প্রোগ্রামের মাধ্যমে মাইক্রোসফটের পার্টনার ইকোসিস্টেমের অংশ হিসেবে তাদের যাত্রা শুরু করার সুযোগ পাবেন।

প্রযুক্তিগত সুবিধা নিশ্চিত করার মাধ্যমে মাইক্রোসফট বাংলাদেশের স্টার্টআপগুলোর বৃদ্ধিকে ত্বরাণ্বিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।  

এই প্রতিশ্রুতির অংশ হিসেবে মাইক্রোসফট এশিয়া ও স্টার্টআপ প্ল্যাটফর্ম ‘শি লাভস টেক’ যৌথভাবে বাংলাদেশের নারী-নেতৃত্বাধীন স্টার্টআপগুলোর উন্নতির জন্য অনেক বছর ধরে অংশীদারিত্ব চালিয়ে যাবে বলে ঘোষণা দিয়েছে।   

 

Read us@googlenews

 

Social

More News
© Copyright: 2020-2022

Bangladesh Beyond is an online version of Fortnightly Apon Bichitra 

(Reg no: DA 1825)

Developed By Bangladesh Beyond