[Valid RSS]
May 23, 2023, 11:32 am
Treanding
GIZ Bangladesh’s training held on SDG localisation in Khulna ছোটদের সহজ প্রোগ্রামিং শিক্ষায় প্রকাশিত হল বাংলা স্ক্র্যাচ বই Ditching Russian gas no way to reach climate goals : Putin চট্টগ্রামে নিরাপদ খাদ্য বিষয়ে প্রচারনা কর্মসূচি সমাপ্ত Samsung brings month-long smartphone campaign On September 6–7, Vladimir Putin will make working trip to Vladivostok Two Russian embassy workers killed in ‘suicide bombing’ Shocked & devastated by the horrific attacks : Justin Trudeau  SSC, equivalent exams begin Sept 15: Dipu Moni Ten killed in Canadian stabbing spree Russia wants UN to pressure US : media Daraz Bangladesh Anniversary Campaign – Now LIVE! realme offers upto BDT 3400 off on occasion of Daraz’s 8th anniversary General Pharmaceuticals employees will receive insurance from MetLife চট্টগ্রামের কলেজিয়েট স্কুলে নিরাপদ খাদ্য বিষয়ে প্রচারনা কর্মসূচি শুরু Bangladesh a secular country, immediate action is taken whenever minorities are attacked: PM  Two more mortar shells from Myanmar land in Bangladesh OPPO launches killer device A57 in 15-20K price range ShareTrip and Grameenphone join hands to offer exciting travel privileges ড্যাপ ২০২২-২০৩৫ এর পরিপূর্ণ বাস্তবায়নের দাবী বিআইপির

Most awaited ‘realme Fan Fest 2022’ ends hitting records in Daraz !

Bangladesh Beyond
  • Updated on Wednesday, August 31, 2022
  • 410 Impressed

Most awaited ‘realme Fan Fest 2022’ ends this year with exciting fan event and records in Daraz !

 

Dhaka August 31 2022 :

 

On the occasion of its 4th anniversary, youth-favorite brand realme organized 828- fan fest, which has come to an end amidst festivities and enthusiastic participation of fans and users.

Within a very short time, realme has made a place for itself as a smartphone brand in the market owing to unconditional love they received from their users. To share the joy of their success and anniversary, realme has recently organized the celebratory event of its 828- fan fest that included some thrilling activities and amusements for its fans. For this year’s Fan Fest, realme wanted to push its fans to “Keep It Real” and explore their authentic selves and arranged a fan event.

The fan fest was interactive for the fans as they had the chance to take part in many activities during their fan event like- scavenger hunt game, Fluid realmow art competition facilitated by Masu Ake and Go Kart racing. The fans also thoroughly enjoyed the musical performances given by Black Zang & Masha along with. Remarkably, during the event realme has also recognized and awarded some of the photographers from around the country and artists from the realme contests.

Apart from various exciting activities, realme also came up with exciting offers for the fans. realme users can now buy realme GT Master Edition at a lucrative price of BDT 34,990 + VAT only. Not only that, the buyers will get free live stream holder as a sure gift with every purchase. Buyers can also purchase realme C11 (2GB/32GB) 2021 at a special price of BDT 10499+VAT.

There were lucrative offers on Daraz as well where realme has become the top-selling brand during the realme Fan Fest 2022. realme narzo 50i has become the highest sold smartphone; realme 9Pro Series & GT Master Edition, the best-selling 5G smartphone and realme 9 Pro Series is the top 1 smartphone in pro camera phone segment.

It is mentionable that realme is going to enter its second stage of growth with a refined focus on long-term growth. In this stage, realme will be more focused on building a full-fledged AIoT ecosystem (TechLife ecosystem) that will include products like smart TVs, laptops, tablets, smartwatches, wearables, and a vast number of smart gadgets and accessories.

With a mix of exciting discounts, huge giveaways, along with this enthralling event, there was something for everyone during the realme 828 Fan Fest 2022. Fans have expressed their satisfaction over such a huge arrangement. Inspired by Dare to Leap spirit, realme fans will stay with this smartphone brand even in the days to come for something more exhilarating.  

 

 

বর্ণিল আয়োজনে রিয়েলমি ফ্যান ফেস্ট উদযাপিত, দারাজে বিক্রির রেকর্ড!

 

 

ঢাকা ৩১ আগস্ট ২০২২ :

 

মাসজুড়ে দারুণ সব অফার, আকর্ষণীয় গিফটের পাশাপাশি ফ্যান এবং ব্যবহারকারীদের অংশগ্রহণে আয়োজিত বর্ণিল অনুষ্ঠানের মধ্য দিয়ে উদযাপিত হলো তরুণদের পছন্দের ব্র্যান্ড রিয়েলমি’র চতুর্থ বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত ৮২৮-ফ্যান ফেস্ট।  

স্বল্প সময়ের মধ্যে তরুণদের বিপুল ভালোবাসা ও সাড়া পেয়ে রিয়েলমি ইতোমধ্যে স্মার্টফোনের বাজারে নিজেদের শক্তিশালী অবস্থান তৈরি করেছে। ব্র্যান্ডটির পথচলার এ সাফল্য ফ্যানদের সাথে শেয়ার করতে রিয়েলমি সম্প্রতি ৮২৮-ফ্যান ফেস্ট শীর্ষক বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠানের আয়োজন করে, যেখানে ফ্যানদের জন্য বেশ কিছু ভিন্নধর্মী কার্যক্রমের আয়োজন করে রিয়েলমি। রিয়েলমি ‘কিপ ইট রিয়েল’ প্রতিপাদ্যে অনুপ্রাণিত হয়ে ফ্যানদের জন্য তাদের মেধার বহিঃপ্রকাশ করার সুযোগ তৈরি করতে ফ্যান ফেস্ট আয়োজন করে। 

এ ফ্যান ফেস্টটিতে অংশ নিয়েছেন সারা দেশে থেকে আসা রিয়েলমি’র তরুণ ফ্যানরা। ফ্যানরা অংশগ্রহণ করেছেন রিয়েল ডিল হান্ট, তরুণদের মধ্যে জনপ্রিয় মাসু আকের তত্ত্বাবধানে অনুষ্ঠিত হয় ফ্লুইড রিয়েলমিয়াও চিত্রকর্ম প্রতিযোগিতা ও গো কার্ট রেসিং-এ। রিয়েলমি’র অত্যাধুনিক সব স্মার্ট ডিভাইসেস একসাথে এক্সপেরিয়েন্স করার সুযোগও পেয়েছেন ফ্যানরা। পাশাপাশি, মেধাবী তরুণেরা নিজেদের বাইক স্ট্যান্ট এবং ব্ল্যাক-ফ্লিপের মাধ্যমে মুগ্ধতা ছড়িয়েছেন। দিনভর প্রতিযোগিতার পর সন্ধ্যায় বিজয়ীদের মধ্যে পুরষ্কার প্রদান করা হয়। এ ফেস্ট চলাকালীন সময়ে ফ্যানরা ব্ল্যাক জেং ও মাশা’র পরিবেশনায় গান উপভোগের সুযোগ পান। রিয়েলমি ৯ প্রো প্লাস ফটোগ্রাফি ক্যাম্পেইনে অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝেও পুরষ্কার বিতরণ করা হয় আয়োজিত ফ্যানফেস্টে।

ফ্যান ফেস্ট ছাড়াও, রিয়েলমি ফ্যানদের জন্য মাসব্যাপী প্রদান করেছে দুর্দান্ত অফার, যা গ্রাহকদের অনুরোধে চলবে ১০ সেপ্টেম্বর পর্যন্ত। অফারের আওতায় রিয়েলমি ফ্যানরা ২০০০ টাকা ছাড়ে রিয়েলমি জিটি মাস্টার এডিশন ফোনটি আকর্ষণীয় মূল্যে মাত্র ৩৪,৯৯০ টাকায় (ভ্যাট সহ) ক্রয় করতে পারবেন। পাশাপাশি, প্রতিটি জিটি মাস্টার এডিশন ক্রয়ে ক্রেতারা নিশ্চিতভাবে ফ্রি লাইভ স্ট্রিমিং হোল্ডার পাবেন। পাশাপাশি, ক্রেতারা রিয়েলমি সি১১ (২জিবি/৩২জিবি) ২০২১ ডিভাইসটি মাত্র ১০ হাজার ৪৯৯ টাকায় (ভ্যাট সহ) ক্রয় করতে পারবেন। 

দারাজেও রিয়েলমি’র মাসব্যাপী আকর্ষণীয় অফার প্রদান করেছে। রিয়েলমি ফ্যান ফেস্ট ২০২২ চলাকালীন সময়ে রিয়েলমি’র ফোনগুলো দারাজে বিক্রির তালিকায় শীর্ষস্থান অর্জন করেছে। এ সময় রিয়েলমি নারজো ৫০আই সর্বোচ্চ বিক্রিত স্মার্টফোনে পরিণত হয়েছে এবং রিয়েলমি ৯ প্রো সিরিজ ও জিটি মাস্টার এডিশন সর্বাধিক বিক্রিত ৫জি স্মার্টফোন হওয়ার গৌরব অর্জন করেছে। অন্যদিকে, প্রো ক্যামেরা সেগমেন্টে রিয়েলমি ৯ প্রো সিরিজ ১ নম্বর স্মার্টফোনে পরিণত হয়েছে। 

উল্লেখ্য যে, দীর্ঘমেয়াদী উন্নতির ওপর গুরুত্বারোপ করে রিয়েলমি এর দ্বিতীয় ধাপের বাণিজ্যিক প্রবৃদ্ধিতে প্রবেশ করছে। এ ধাপে ব্র্যান্ডটি এর টেকলাইফ ইকোসিস্টেমের অধীনে পূর্ণাঙ্গ এআইওটি ইকোসিস্টেম গড়ে তুলতে স্মার্ট টিভি, ল্যাপটপ, ট্যাবলেট, স্মার্ট ওয়াচ, ওয়্যারেবল ও বিপুল সংখ্যক স্মার্ট গেজেট নিয়ে আসার লক্ষ্যে কাজ করছে।

আকর্ষণীয় ছাড় ও বিপুল সংখ্যক উপহারসমৃদ্ধ ‘রিয়েলমি ৮২৮ ফ্যান ফেস্ট ২০২২’ আয়োজনটি রিয়েলমি ফ্যানদের জন্য দারুণ উপভোগ্য ছিলো। অনবদ্য এ আয়োজনটি নিয়ে ফ্যানরা তাদের সন্তুষ্টি প্রকাশ করেছেন। ডেয়ার টু লিপ প্রতিপাদ্যে উদ্বুদ্ধ হয়ে ফ্যানদের জন্য সামনের দিনগুলোতেও দুর্দান্ত সব ইনোভেশন নিয়ে আসবে রিয়েলমি।

 

Read us@googlenews

Social

More News
© Copyright: 2020-2022

Bangladesh Beyond is an online version of Fortnightly Apon Bichitra 

(Reg no: DA 1825)

Developed By Bangladesh Beyond