[Valid RSS]
September 22, 2023, 10:17 pm
Treanding
GIZ Bangladesh’s training held on SDG localisation in Khulna ছোটদের সহজ প্রোগ্রামিং শিক্ষায় প্রকাশিত হল বাংলা স্ক্র্যাচ বই Ditching Russian gas no way to reach climate goals : Putin চট্টগ্রামে নিরাপদ খাদ্য বিষয়ে প্রচারনা কর্মসূচি সমাপ্ত Samsung brings month-long smartphone campaign On September 6–7, Vladimir Putin will make working trip to Vladivostok Two Russian embassy workers killed in ‘suicide bombing’ Shocked & devastated by the horrific attacks : Justin Trudeau  SSC, equivalent exams begin Sept 15: Dipu Moni Ten killed in Canadian stabbing spree Russia wants UN to pressure US : media Daraz Bangladesh Anniversary Campaign – Now LIVE! realme offers upto BDT 3400 off on occasion of Daraz’s 8th anniversary General Pharmaceuticals employees will receive insurance from MetLife চট্টগ্রামের কলেজিয়েট স্কুলে নিরাপদ খাদ্য বিষয়ে প্রচারনা কর্মসূচি শুরু Bangladesh a secular country, immediate action is taken whenever minorities are attacked: PM  Two more mortar shells from Myanmar land in Bangladesh OPPO launches killer device A57 in 15-20K price range ShareTrip and Grameenphone join hands to offer exciting travel privileges ড্যাপ ২০২২-২০৩৫ এর পরিপূর্ণ বাস্তবায়নের দাবী বিআইপির

OPPO Celebrating Eid-Ul-Adha with Grand Offers Countrywide

Bangladesh Beyond
  • Updated on Sunday, July 3, 2022
  • 221 Impressed

OPPO Celebrating Eid-Ul-Adha with Grand Offers Countrywide

 

Dhaka July 3 2022 :

 

Celebrating the spirit of Eid-Ul-Adha with all its glory, OPPO Bangladesh has introduced exciting offers for customers. The offer went live on July 02, 2022, and is scheduled to run till July 9, 2022. During the campaign period, customers can win exciting gifts and avail lucrative offers through lottery.

Upon purchase of any device among OPPO A16e, OPPO A16, OPPO A54, OPPO A76, OPPO A95, OPPO F21 Pro and OPPO F21 Pro 5G, customers will have a chance to win a Suzuki Motorbike, throughout the Eid-Ul-Adha Festival. Moreover, buyers will also be subject to winning exciting home appliances including Fridge, Microwave Oven and Coffee Maker through lucky draw. Apart from that, customers can also win Enco W11 TWS Headphones, up to 5000 TK Cashback, Internet data bundle and 15% Extra SWAP exchange offer. In addition to all that, customers who buy devices from the F21 Pro series (OPPO F21 Pro or F21 Pro 5G) will win a sure shot Gift Box consisting of exciting gifts.

To be eligible for these lucrative gifts and offers, customers need to visit https://oppobangladesh.com/lottery/ and fill up the required boxes with relevant information, and click the green bar saying “Redeem Your Luck”. Customers from any region of the country can participate and avail these exciting offers.

Regarding the campaign, Liu Feng, Head of Brand of OPPO Bangladesh Authorized Exclusive Distributor, said, “Eid is a joyous occasion full of festivities to be celebrated with loved ones. As an effort to add a bit more excitement to the celebrations, we have come up with these offers. We believe that our customers will truly enjoy the gifts along with their desired smartphone purchases.”

It is mentionable that, OPPO has recently introduced its latest addition to the F series of devices – the OPPO F21 Pro 5G – in the Bangladesh market. The stunning device offering next level connectivity is equipped with a powerful processor and delivers top-notch performance, with a striking set of cameras and exciting functions. The OPPO F21 Pro 5G comes equipped with Qualcomm® Snapdragon™ 695 5G Mobile Platform 6nm Chipset which supports super-fast internet 4G+. It also comes with “VoLTE” (or Voice Over LTE), which allows users to concurrently send voice and data over the network without affecting the voice quality in VoLTE supported network. The device is a visual stunner, featuring an Ultra-Thin Flat Edge Retro Design and Dual Orbit Lights. Adding to its power, the device boasts a massive 4,500mAh battery and 33W SUPERVOOC flash charging, all in addition to OPPO’s RAM Expansion technology, where the smartphone’s original 8GB of RAM can be extended up to 5GB. Also donning a 64MP High-Res Main camera, the device takes unmatched photos.

 

 

 

 

ঈদুল আজহা উপলক্ষে ক্রেতাদের জন্য অপো’র আকর্ষণীয় অফার

 

 

ঢাকা ০৩ জুলাই ২০২২ :

 

এবারের ঈদুল আজহাকে উৎসবমুখর করতে অপো বাংলাদেশ এর ক্রেতাদের জন্য আকর্ষণীয় অফার নিয়ে এসেছে। এ অফারটি গত ০২ জুলাই শুরু হয়েছে, যা চলবে আগামী ০৯ তারিখ পর্যন্ত। ক্যাম্পেইন চলাকালীন সময়ে, লটারির মাধ্যমে বেছে নেয়া ভাগ্যবান বিজয়ীদের জন্য থাকছে বিভিন্ন অফার ও আকর্ষণীয় পুরস্কার।  

এ ক্যাম্পেইন চলাকালীন সময়ে অপো এ১৬ই, অপো এ১৬, অপো এ৫৪, অপো এ৭৬, অপো এ৯৫, অপো এফ২১ প্রো ও অপো এফ২১ প্রো ফাইভজি ডিভাইস ক্রয় করলে ক্রেতারা সুজুকি মোটরবাইক জেতার সুযোগ পাবেন। এ ক্যাম্পেইনে লটারির মাধ্যমে বেছে নেয়া ভাগ্যবান বিজয়ীদের জন্য থাকছে বিভিন্ন হোম অ্যাপ্লায়েন্সেস সামগ্রী। এর মধ্যে রয়েছে ফ্রিজ, মাইক্রোওয়েভ ওভেন ও কফি মেকার। এছাড়াও, এ ক্যাম্পেইনে ক্রেতাদের জন্য থাকছে এনকো ডব্লিউ১১ টিডব্লিউএস হেডফোন, পাঁচ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক, ইন্টারনেট ডাটা বান্ডেল ও ১৫  শতাংশ অতিরিক্ত সোয়াপ এক্সচেঞ্জ অফার সুবিধা। অপো এফ২১ প্রো সিরিজের (অপো এফ২১ প্রো অথবা এফ২১ প্রো ফাইভজি) ডিভাইস ক্রয়ে ক্রেতারা নিশ্চিতভাবে আকর্ষণীয় পুরস্কারসহ গিফট বক্স পাবেন।   

এ আকর্ষণীয় পুরস্কার ও অফার পেতে ক্রেতাদের এই লিঙ্কে https://oppobangladesh.com/lottery/ প্রবেশ করে প্রাসঙ্গিক তথ্য দিয়ে বক্সগুলো পূরণ করতে হবে এবং গ্রিন বারে (এখানে লেখা থাকবে – রিডিম ইওর লাক) ক্লিক করতে হবে। দেশের যে কোন জায়গা থেকে আগ্রহীরা এ ক্যাম্পেইনে অংশ নিয়ে আকর্ষণীয় পুরস্কার জেতার সুযোগ পাবেন।  

এ ক্যাম্পেইন নিয়ে অপো বাংলাদেশ অথোরাইজড এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউটরের হেড অব ব্র্যান্ড লিউ ফেং বলেন, “প্রিয়জনের সাথে উপভোগ্য সময় কাটানোর জন্য ঈদ একটি আনন্দের উপলক্ষ। ঈদ উৎসব উদযাপনে বাড়তি মাত্রা যোগ করতে আমরা আমাদের ক্রেতাদের জন্য এ অফারগুলো নিয়ে এসেছি। এ ক্যাম্পেইনের আওতায় পছন্দের স্মার্টফোন কিনে বিভিন্ন ধরনের পুরস্কার জিতে নেয়ার সুযোগের বিষয়টি ক্রেতারা উপভোগ করবেন বলে আমি বিশ্বাস করি।”

উল্লেখ্য যে, অপো সম্প্রতি দেশের বাজারে এর এফ সিরিজের নতুন ডিভাইস এফ২১ প্রো ফাইভজি নিয়ে এসেছে। চমৎকার এ ডিভাইসটির শক্তিশালী প্রসেসর ব্যবহারকারীদের জন্য উন্নত পারফরমেন্সের বিষয়টি নিশ্চিত করবে। ডিভাইসটিতে রয়েছে দুর্দান্ত ক্যামেরা সেট-আপ ও আকর্ষণীয় ফাংশন। এফ২১ প্রো ফাইভজি ডিভাইসটিতে কোয়ালকম® স্ন্যাপড্রাগন™ ৬৯৫ ফাইভজি মোবাইল প্ল্যাটফর্ম ৬এনএম চিপসেট রয়েছে, যা সুপার ফাস্ট ইন্টারনেট ফোরজি+ সমর্থন করে। এফ২১ প্রো ফাইভজিতে ভিওএলটিই রয়েছে। এর পূর্ণ রূপ হলো ভয়েস ওভার এলটিই। এই প্রযুক্তির সাহায্যে ব্যবহারকারীরা খুব সহজেই ভিওএলটিই সমর্থিত নেটওয়ার্কে ভয়েস ও ডেটা পাঠাতে পারবেন। চমৎকার এ ডিভাইসটিতে আল্ট্রা-থিন ফ্ল্যাট রেট্রো ডিজাইন ও ডুয়াল অরবিট লাইট রয়েছে। এছাড়াও, ডিভাইসটিতে ৪ হাজার ৫০০ মিলিঅ্যাম্পিয়ারের শক্তিশালী ব্যাটারি এবং ৩৩ ওয়াটের সুপারভুক ফ্ল্যাশ চার্জিং প্রযুক্তি রয়েছে। অপো এফ২১ প্রো ফাইভজি ডিভাইসে ৮জিবি র‌্যাম রয়েছে। অপো’র র‌্যাম সম্প্রসারণ প্রযুক্তির মাধ্যমে স্মার্টফোনটিতে থাকা ৮জিবি র‌্যাম এর পাশাপাশি অতিরিক্ত ৫জিবি পর্যন্ত যুক্ত করা যাবে। ডিভাইসটিতে আরও রয়েছে ৬৪ মেগাপিক্সেলের মেইন ক্যামেরা, যা দিয়ে চমৎকার ও দৃষ্টিনন্দন ছবি তোলা যাবে।

 

Read us@googlenews

Social

More News
© Copyright: 2020-2022

Bangladesh Beyond is an online version of Fortnightly Apon Bichitra 

(Reg no: DA 1825)

Developed By Bangladesh Beyond