[Valid RSS]
June 1, 2023, 11:05 pm
Treanding
GIZ Bangladesh’s training held on SDG localisation in Khulna ছোটদের সহজ প্রোগ্রামিং শিক্ষায় প্রকাশিত হল বাংলা স্ক্র্যাচ বই Ditching Russian gas no way to reach climate goals : Putin চট্টগ্রামে নিরাপদ খাদ্য বিষয়ে প্রচারনা কর্মসূচি সমাপ্ত Samsung brings month-long smartphone campaign On September 6–7, Vladimir Putin will make working trip to Vladivostok Two Russian embassy workers killed in ‘suicide bombing’ Shocked & devastated by the horrific attacks : Justin Trudeau  SSC, equivalent exams begin Sept 15: Dipu Moni Ten killed in Canadian stabbing spree Russia wants UN to pressure US : media Daraz Bangladesh Anniversary Campaign – Now LIVE! realme offers upto BDT 3400 off on occasion of Daraz’s 8th anniversary General Pharmaceuticals employees will receive insurance from MetLife চট্টগ্রামের কলেজিয়েট স্কুলে নিরাপদ খাদ্য বিষয়ে প্রচারনা কর্মসূচি শুরু Bangladesh a secular country, immediate action is taken whenever minorities are attacked: PM  Two more mortar shells from Myanmar land in Bangladesh OPPO launches killer device A57 in 15-20K price range ShareTrip and Grameenphone join hands to offer exciting travel privileges ড্যাপ ২০২২-২০৩৫ এর পরিপূর্ণ বাস্তবায়নের দাবী বিআইপির

OPPO launches killer device A57 in 15-20K price range

Bangladesh Beyond
  • Updated on Saturday, September 3, 2022
  • 532 Impressed

OPPO launches killer device A57 in 15-20K price range

 

Dhaka September 03 2022 :

 

OPPO has recently launched its new phone OPPO A57, revealing the brand’s latest and most advanced addition to its A-series devices. From the 33W SUPERVOOC flash charging, Dual Stereo Speakers and up to 8GB RAM Expansion technology to an unmatched entertainment experience, OPPO A57 simply offers the best smartphone experience at only BDT 17,990. The device comes packed with an array of improvements to enhance users’ experiences by a few notches.

 

OPPO A57 also offers the best entertainment experience with its Ultra-Linear Dual Stereo Speaker and 33W SUPERVOOC charging. It ensures a home theatre-like experience for its users.

It improves bass response and increases maximum volume to add impact to movies and games, while the stereo sound field enhances immersion. The Ultra Volume mode boosts top volume by a further 44% which can help cater to those with hearing impairments. All of these features combine to deliver a long-lasting and immersive entertainment experience for the users!

Owing to 33W SUPERVOOC, with just a five-minute charge, users can enjoy speaking to their loved ones for 3.17 hours, whereas a 15-minute charge will back up four hours of video streaming and other forms of entertainment on YouTube. The phone can be charged from 0% to 51% in only 30 minutes. Thanks to the flash charging technology, this device can be fully-charged in only 72 minutes!

 

Paired with all that, it comes equipped with a massive 5000mAh long-lasting battery which replenishes more than 51% of the battery in only 30 minutes ensuring utmost usage freedom. A full charge lasts for around 15 hours of YouTube streaming or up to 12.7 days in standby.

 

For making sure that no data goes missing from the device, OPPO A57 comes with up to 8GB RAM Expansion (4GB + 4GB), storing all the important memories with care. For the photography enthusiasts out there, the device features an ultra-high resolution 13MP camera with AI Dual Camera setup and an 8MP selfie camera with AI Portrait.

Moreover, OPPO A57’s 6.56-inch color-rich display makes viewing experience including games, movies and photos all the more vivid and captivating, taking immersion to the next level. oreover, ColorOS 12.1 on the device delivers an enhanced privacy and performance along with a Super Power Saving Mode that controls CPU speed and activities for the last few percent of charge to last for hours.

Super Nighttime Standby, on the other hand, lowers overnight battery drain to just 2%, enabling users to break free from the need of charging every night.

 

OPPO A57 comes in two colors – Glowing Green and Glowing Black, combined with the OPPO Glow Design and a 2D Slim and Featherweight Design for a premium-yet-comfortable experience. The Glowing Green device gives off a fresh and vibrant green color, suitable for everyone.

The super trendy color also comes with transitional internal textures and a flat-edge design, making it look phenomenal to the eyes. Ensuring convenience, the device features a straight middle frame with a side-mounted fingerprint for quicker phone unlocking, with up to five fingerprint options.

 

This phenomenal device will be available for pre-order from 1-7 September. Customers who want to get their hands on this super unique and outstanding device in segment can avail a range of pre-order offers.

Pre-ordering customers will be subject to winning a backpack, while also getting an opportunity to win a lottery offering OPPO A57 at only BDT 57! On top of that, customers can also enjoy a 15% exchange along with extra cash at SWAP and get internet bundle offers.

 

 

১৫ থেকে ২০ হাজার প্রাইস রেঞ্জে চমৎকার নতুন স্মার্টফোন এ৫৭ নিয়ে এলো অপো

 

 

ঢাকা ০৩ সেপ্টেম্বর ২০২২ :

 

সম্প্রতি, দেশের বাজারে অপো এর নতুন স্মার্টফোন অপো এ৫৭ উন্মোচন করেছে। এ সিরিজের নতুন এই ডিভাইসটি ব্র্যান্ডটির স্মার্টফোন লাইন-আপের সর্বাধুনিক ফোন।

নতুন এই ফোনটিতে রয়েছে ৩৩ওয়াট সুপারভুক ফ্ল্যাশ চার্জিং, ডুয়াল স্টেরিও স্পিকার ও ৮জিবি পর্যন্ত র‌্যাম এক্সপেনশন প্রযুক্তি সহ উপভোগ্য উপায়ে স্মার্টফোন ব্যবহারের জন্য বিভিন্ন ধরনের ফিচার। অত্যাধুনিক ফিচার ও প্রযুক্তিসমৃদ্ধ অপো এ৫৭ স্মার্টডিভাইসটির মূল্য নির্ধারণ করা হয়েছে ১৭,৯৯০ টাকা। ব্যবহারকারীদের ফোন ব্যবহারের অনন্য অভিজ্ঞতা দিতে নতুন এ ডিভাইসটিতে উন্নতমানের ফিচার ব্যবহার করা হয়েছে।  

 

অপো এ৫৭ ডিভাইসে রয়েছে আল্ট্রা-লিনিয়ার ডুয়াল স্টেরিও স্পিকার এবং ৩৩ ওয়াট সুপারভুক চার্জিং, যা ব্যবহারকারীকে ফোন ব্যবহারের সেরা বিনোদন অভিজ্ঞতা প্রদান করবে। এ ডিভাইসটি ব্যবহারকারীকে হোম-থিয়েটারের মতো অভিজ্ঞতা প্রদানের বিষয়টি নিশ্চিত করবে।

এটি বেইজ রেসপন্সকে উন্নত করে এবং মুভি ও গেম খেলার সময় বাড়তি মাত্রা যোগ করতে সর্বোচ্চ ভলিউমের বিষয়টি নিশ্চিত করে। অন্যদিকে, স্টেরিও সাউন্ড ফিল্ড ইমার্সন বৃদ্ধি করে। আল্ট্রা ভলিউম মোড টপ ভলিউমকে ৪৪ শতাংশ বাড়িয়ে দেয়, যা শ্রবণ প্রতিবন্ধীদের জন্য বেশ সহায়ক। এ ফিচারগুলো সমন্বিতভাবে ব্যবহারকারীদের দীর্ঘস্থায়ী ও অনন্য বিনোদন অভিজ্ঞতা প্রদান করতে সক্ষম করে তুলবে! ৩৩ ওয়াট সুপারভুক চার্জিং প্রযুক্তির সহায়তায় পাঁচ মিনিট চার্জ দিয়ে ব্যবহারকারীরা তাদের প্রিয়জনদের সাথে ৩ ঘন্টা ১৭ মিনিট কথা বলতে পারবেন।

 

অন্যদিকে, ১৫ মিনিট চার্জ দিয়ে ব্যবহারকারীরা ৪ ঘন্টা ভিডিও স্ট্রিমিং ও ইউটিউবে বিভিন্ন ধরনের ভিডিও উপভোগ করতে পারবেন। এ ফোনটি মাত্র ৩০ মিনিটে শূন্য থেকে ৫১ শতাংশ পর্যন্ত চার্জ প্রাপ্ত হয়। ফ্ল্যাশ চার্জিং প্রযুক্তির সহায়তায় এ ডিভাইসটি মাত্র ৭২ মিনিটে পূর্ণ চার্জ প্রাপ্ত হয়!  

 

অপো এ৫৭ ডিভাইসে রয়েছে পাঁচ হাজার মিলিঅ্যাম্পিয়ার শক্তিশালী ব্যাটারি, যা ৩০ মিনিটের মধ্যে ফোনকে ৫১ শতাংশেরও বেশি চার্জ প্রাপ্ত করে। সম্পূর্ণ চার্জের মাধ্যমে ফোনটি দিয়ে ১৫ ঘণ্টা ইউটিউব স্ট্রিমিং অথবা স্ট্যান্ডবাইতে ১২.৭ দিন পর্যন্ত চার্জ থাকে।

 

ডিভাইস থেকে কোন ডাটা যেনো হারিয়ে না যায় সে জন্য অপো এ৫৭ ডিভাইসে ৮জিবি পর্যন্ত র‌্যাম এক্সপ্যানশন ( ৪জিবি+৪জিবি) প্রযুক্তি ব্যবহার করা হয়েছে, যা স্মরণীয় মুহূর্তগুলোকে সুরক্ষিতভাবে জমা রাখে। ছবি তুলতে যারা ভালোবাসেন তাদের জন্য ডিভাইসটিতে এআই ডুয়াল ক্যামেরা সেট-আপ সহ আল্ট্রা-হাই রেজ্যুলেশন ১৩ মেগাপিক্সেল ক্যামেরা ও এআই পোর্ট্রেট সহ ৮ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা  ব্যবহার করা হয়েছে।  অপো এ৫৭ এর ৬.৫৬ ইঞ্চি কালার-রিচ ডিসপ্লে ব্যবহারকারীদের গেম, ‍মুভি ও ছবি দেখার অভিজ্ঞতাকে আরো প্রাণবন্ত ও চিত্তাকর্ষক করবে, যা ব্যবহারকারীর ফোন ব্যবহারের অভিজ্ঞতাকে নতুন উচ্চতায় নিয়ে যাবে।

 ডিভাইসের কালারওএস ১২.১ প্রাইভেসি ও পারফরমেন্সকে উন্নত করে; পাশাপাশি সুপার পাওয়ার সেভিং মোড সিপিইউ স্পিড ও কার্যক্রমকে অল্প চার্জের মাধ্যমেও দীর্ঘক্ষণ সচল রাখে। অন্যদিকে, সুপার নাইটটাইম স্ট্যান্ডবাই, রাতারাতি ব্যাটারি ফুরিয়ে যাওয়াকে মাত্র ২ শতাংশে কমিয়ে আনে, যা ব্যবহারকারীদের প্রতি রাতে চার্জ করার প্রয়োজন থেকে নির্ভার রাখে।

 

অপো এ৫৭ ডিভাইসটি দু’টি রঙে বাজারে পাওয়া যাচ্ছে। এগুলো হলো: গ্লোয়িং গ্রিন ও গ্লোয়িং ব্ল্যাক। পাশাপাশি, ব্যবহারকারীদের ডিভাইস ব্যবহারের স্বাচ্ছন্দ্যদায়ক অভিজ্ঞতা দিতে ডিভাইসটিতে অপো গ্লো ডিজাইন, ২ডি স্লিম ও ফেদারওয়েট ডিজাইন ব্যবহার করা হয়েছে।

গ্লোয়িং গ্রিন ডিভাইসটি প্রত্যেকেই ব্যবহার করতে পারবে; কারণ, এ ডিভাইসটিতে ফ্রেশ ও ভাইব্র্যান্ট সবুজ রঙের আবহ রয়েছে। সুপার ট্রেন্ডি কালারে ট্রানজিশনাল অভ্যন্তরীণ টেক্সচার এবং একটি ফ্ল্যাট-এজ ডিজাইন ব্যবহার করা হয়েছে, যা চোখ ধাঁধানো অনুভূতি তৈরি করে।

সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সহ স্ট্রেইট মিডল ফ্রেম পাঁচটি ফিঙ্গারপ্রিন্ট অপশন সহ দ্রুত ও স্বাচ্ছন্দ্যে ফোনটির লক খুলতে সাহায্য করবে।

 

চমৎকার এ ডিভাইসটি চলতি মাসের ১ তারিখ থেকে ৭ তারিখ পর্যন্ত প্রি-অর্ডার করা যাবে। আগ্রহী ক্রেতারা অত্যাধুনিক ফিচারসমৃদ্ধ নান্দনিক এ ফোনটি প্রি-অর্ডারের করলে বিভিন্ন অফার উপভোগের সুযোগ পাবেন। প্রি-অর্ডারে ক্রেতারা ব্যাকপ্যাক জিতে নেয়ার পাশাপাশি লটারির মাধ্যমে মাত্র ৫৭ টাকায় অপো এ৫৭ জিতে নেয়ার সুযোগ পাবেন! এছাড়াও, ক্রেতারা ১৫ শতাংশ এক্সচেঞ্জ সুবিধা সহ সোয়াপ এর মাধ্যমে অতিরিক্ত ক্যাশ ও ইন্টারনেট বান্ডেল পাবেন। 

 

Read us@googlenews

Social

More News
© Copyright: 2020-2022

Bangladesh Beyond is an online version of Fortnightly Apon Bichitra 

(Reg no: DA 1825)

Developed By Bangladesh Beyond