When the international energy market is on fire, Russia, the world’s third largest oil producer, is proposing to sell fuel to Asian and African markets at the same cheaper price.
For example, large economies like China and India are buying crude oil from Russia at a discount of around 35% compared to the international market. The latest addition to this list is neighboring Myanmar. They also want to supply crude oil to Bangladesh at a discounted price but our eastern refineries do not have the capacity to refine Russian grade crude oil because Arabian crude is relatively light.
However, Russia’s autonomous company Rosneft already wants to supply refined diesel to Bangladesh and it is only 59 dollars! The only reason to say is that Brent crude oil (crude oil) is currently selling at $94 a barrel in the international market! Refined oil is usually available at an additional $20/$25 to the price of crude oil. Accordingly, the price of one barrel of diesel should be around 110 dollars. Although BPC says the price is now $135!! Russia wants to supply oil of this same price to Chittagong port for only 59 dollars.
Buying Russian oil is now a big obstacle because trading in dollars is prohibited! That is why all countries are trading using different methods like currency swaps. As currency swap is not feasible in Bangladesh, Bangladesh Bank has proposed the Soviet-era Bata system to Russia.
In this method, Russia will open an account in Bangladesh Bank and deposit money there against Bangladesh oil import.
And Russia will pay the price with that deposited money against imports from Bangladesh. If both sides agree to this approach, major pressure on the dollar will ease.
Because Bangladesh spends a large part of its imports on energy imports and in this rising market of dollars, additional dollars are being paid. Bangladesh should seize this opportunity as soon as possible.

আন্তর্জাতিক জ্বালানি বাজারে যখন আগুন জ্বলছে তখন একপ্রকার পানির দামেই এশিয়া ও আফ্রিকার বাজারে জ্বালানি বিক্রি করার প্রস্তাব করছে বিশ্বের তৃতীয় প্রধান তেল উৎপাদক দেশ রাশিয়া।
যেমন চীন ও ভারতের মতো বৃহৎ অর্থনীতির দেশ আন্তর্জাতিক বাজারের চেয়ে প্রায় ৩৫% ছাড়ে রাশিয়া থেকে অপরিশোধিত তেল কিনছে। সর্বশেষ এই তালিকায় যুক্ত হয়েছে প্রতিবেশী মিয়ানমার। বাংলাদেশকেও তাঁরা ছাড় কৃত মূল্যে অপরিশোধিত তেল দিতে চায় কিন্তু রাশিয়ান গ্রেডের ক্রুড ওয়েল পরিশোধনের ক্ষমতা আমাদের ইস্টার্ণ রিফাইনারীর নেই কারণ এরাবিয়ান ক্রুড অপেক্ষাকৃত হালকা হয়।
তবে রাশিয়ার স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান রসনেফট ইতোমধ্যে বাংলাদেশকে পরিশোধিত ডিজেল সরবরাহ করতে চাচ্ছে এবং তা মাত্র ৫৯ ডলারে! মাত্র বলার কারণ হলো আন্তর্জাতিক বাজারে এই মুহূর্তে ব্রেন্ট ক্রুড ওয়েল (অপরিশোধিত তেল) বিক্রি হচ্ছে ৯৪ ডলার ব্যারেল! সাধারণত অপরিশোধিত তেলের দামের সাথে আরো ২০/২৫ ডলার যুক্ত করে পরিশোধিত তেল পাওয়া যায়। সে হিসেবে বর্তমানে এক ব্যারেল ডিজেল এর দাম হওয়া উচিত ১১০ ডলারের এদিক সেদিক। যদিও বিপিসি বলছে যে দামটা এখন ১৩৫ ডলার!!
এই একই মূল্যের তেল রাশিয়া আমাদেরকে মাত্র ৫৯ ডলারে চট্টগ্রাম বন্দর পর্যন্ত সরবরাহ করতে চায়।
রাশিয়ার তেল কিনতে এখন বড় বাঁধা হলো লেনদেন কারণ ডলারে লেনদেন করলে নিষেধাজ্ঞা! এজন্য সকল দেশ কারেন্সি সোয়াপের মতো বিভিন্ন পদ্ধতি ব্যবহার করে বাণিজ্য করছে।
বাংলাদেশের ক্ষেত্রে কারেন্সি সোয়াপ ফিজিবল না হওয়ায় বাংলাদেশ ব্যাংক রাশিয়াকে সোভিয়েত আমলের বাটা পদ্ধতির প্রস্তাব করেছে।
এ পদ্ধতিতে রাশিয়া বাংলাদেশ ব্যাংকে একটা একাউন্ট খুলবে এবং বাংলাদেশ তেল আমদানির বিপরীতে সেখানে টাকা জমা রাখবে।
এবং রাশিয়া বাংলাদেশ থেকে আমদানির বিপরীতে ওই জমাকৃত টাকা দিয়ে মূল্য পরিশোধ করবে। যদি এই পদ্ধতিতে উভয় পক্ষ সম্মতি দেয় তাহলে ডলারের ওপর থেকে বড় ধরনের চাপ কমবে। কারণ বাংলাদেশ আমদানির বড় অংশ জ্বালানি আমদানিতে ব্যয় করে থাকে এবং ডলারের এই উর্ধ্বমুখী বাজারে অতিরিক্ত ডলার ও পরিশোধ করা লাগছে।
বাংলাদেশের উচিত হবে যতদ্রুত সম্ভব এই সুযোগ কাজে লাগানো।