UCEP Bangladesh observes National Mourning Day
Dhaka August 21 2022 :
Recently UCEP Bangladesh observed, the “National Mourning Day” and 47th Martyrdom anniversary of the Father of the Nation Bangabandhu Sheikh Mujibur Rahman, with due reverence and solemnity.
The program presided over by the UCEP Bangladesh Executive Director, Md. Abdul Karim, PhD. Other high officials and Stuffs of UCEP Bangladesh were also present.
In his speech, Mr. Md. Abdul Karim, PhD. recalled the sacrifice of the father of the nation, Bangabandhu Sheikh Mujibur Rahman.
At the end of the discussion, Doa Mahfil was offered for the souls of all the martyred members of Bangabandhu and his family.
ঢাকা ২১ আগস্ট ২০২২ :
ই্উসেপ বাংলাদেশ সম্প্রতি ২০২২ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৭ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সাথে পালন করেছে। দিবসটি উপলক্ষে ইউসেপ বাংলাদেশের প্রধান কার্যালয়ে এক দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়।
উক্ত দোয়া মাহফিল ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইউসেপ বাংলাদেশের নির্বাহী পরিচালক ড. মো: আবদুল করিম। এছাড়াও ইউসেপ বাংলাদশের পরিচালকবৃন্দ সহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
সভাপতির বক্তব্যে ডঃ করিম বাংলাদেশের স্বাধীনতার পেছনে জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আতœত্যাগের কথা স্মরন করেন। আলোচনা শেষে ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু-সহ তাঁর পরিবারের শাহাদত বরণকারী সকল সদস্যের রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও বিশেষ মোনাজাত করা হয়।