[Valid RSS]
September 17, 2023, 6:43 pm
Treanding
GIZ Bangladesh’s training held on SDG localisation in Khulna ছোটদের সহজ প্রোগ্রামিং শিক্ষায় প্রকাশিত হল বাংলা স্ক্র্যাচ বই Ditching Russian gas no way to reach climate goals : Putin চট্টগ্রামে নিরাপদ খাদ্য বিষয়ে প্রচারনা কর্মসূচি সমাপ্ত Samsung brings month-long smartphone campaign On September 6–7, Vladimir Putin will make working trip to Vladivostok Two Russian embassy workers killed in ‘suicide bombing’ Shocked & devastated by the horrific attacks : Justin Trudeau  SSC, equivalent exams begin Sept 15: Dipu Moni Ten killed in Canadian stabbing spree Russia wants UN to pressure US : media Daraz Bangladesh Anniversary Campaign – Now LIVE! realme offers upto BDT 3400 off on occasion of Daraz’s 8th anniversary General Pharmaceuticals employees will receive insurance from MetLife চট্টগ্রামের কলেজিয়েট স্কুলে নিরাপদ খাদ্য বিষয়ে প্রচারনা কর্মসূচি শুরু Bangladesh a secular country, immediate action is taken whenever minorities are attacked: PM  Two more mortar shells from Myanmar land in Bangladesh OPPO launches killer device A57 in 15-20K price range ShareTrip and Grameenphone join hands to offer exciting travel privileges ড্যাপ ২০২২-২০৩৫ এর পরিপূর্ণ বাস্তবায়নের দাবী বিআইপির

UNDP, Grameenphone and BIDA to create economic opportunities for all

Bangladesh Beyond
  • Updated on Monday, August 8, 2022
  • 193 Impressed

UNDP, Grameenphone and BIDA to create economic opportunities for all

 

Dhaka August 08 2022 :

The United Nations Development Programme (UNDP), Bangladesh Investment Development Authority (BIDA) and Grameenphone, jointly launched Graduate Employment in Private Sector Programme under an alliance called “FutureNation” today (07 August) at a hotel in Dhaka, to create economic opportunities for all and accelerate the journey towards a smart Bangladesh by 2041.  

Future Nation, an alliance of the private, public and development sectors, is created to accelerate the Nation’s future economic growth by enhancing the skills and potential of youth by identifying opportunities for development, employment, entrepreneurship, and investment in the post-pandemic situation.

Salman F Rahman, Private Industry and Investment Adviser to the Honorable Prime Minister; Zunaid Ahmed Palak, State Minister for ICT; Md Sirazul Islam, Executive Chairman, BIDA; Radwan Mujib Siddiq, Strategic Advisor, UNDP; Ms. Mohsina Yasmin, Executive Member, International Investment Promotion, BIDA, Sudipto Mukerjee, Resident Representative, UNDP; and Yasir Azman, CEO, Grameenphone graced the “FutureNation: Graduate Employment in Private Sector Program” launch.

Sudipto Mukerjee, Resident Representative, UNDP, in his opening remarks said, “Global job market is consistently evolving. We must ensure our youth is prepared for the new reality presented by the fast-paced economic and technological evolutions.”

Salman F Rahman, Private Industry and Investment Adviser to the Honorable Prime Minister addressing the event as the chief guest, said, “After realizing a ‘Digital Bangladesh’, the government is now working to establish a ‘Smart Bangladesh’ to be successfully involved in the 4IR, engaging in creating youth employment through various ICT initiatives, a pre-condition for sustaining Bangladesh’s prosperity. I wholeheartedly applaud this initiative, ‘FutureNation by Grameenphone, UNDP and BIDA.”

Zunaid Ahmed Palak, State Minister for ICT in his speech said, “Bangladesh is uniquely positioned to potentially benefi­t from a demographic dividend. But to reap the benefits of a demographic dividend, stable employment opportunities and equipping the youth with digital competencies is pivotal. We must collaborate to reduce the disparity between the urban and rural areas by transforming the country into a digitally connected society. FutureNation is an of this co-creation.”

Radwan Mujib Siddiq, Strategic Advisor, UNDP, in a video message shared his vision about FutureNation. He said, “FutureNation, with its advanced grooming method and more realistic assessment procedure, will help endow the youth with employable skills. I am delighted to see this coalition support the very critical area of building skills through their technology and innovation. Such an initiative will be impactful to upskill the youth and prepare them for real work.”

Jørgen C. Arentz Rostrup, EVP, Head of Asia, Telenor, in his video message shared, “Creating opportunities for youth is fundamental for any nation, and it is crucial for Bangladesh. Grameenphone has been creating employment opportunities for the last 25 years. At Telenor, we believe strong partnerships create a stronger impact.”

Yasir Azman, CEO, Grameenphone, said, “I see great possibility to work with the young people of Bangladesh to prepare them for the future industry. The time is now! Our youth will be the biggest contributors to take the journey of Bangladesh to become a developed nation by 2041. Grameenphone is glad to have the opportunity to lead from private sector and contribute to the development of youth workforce through FutureNation coalition with UNDP and BIDA.”

A panel discussion was held after the launching of the platform on “Graduate Employment Challenges in Bangladesh”, where Mohsina Yasmin, Executive Member-3, International Investment Promotion, BIDA; Bikarna Kumar Ghosh, Managing Director, Bangladesh High-tech Park Authority; Russell T  Ahmed, President, BASIS; Zaved Akhtar, Managing Director, Unilever Bangladesh; Anir Chowdhury, Policy Advisor, UNDP; Hakon Bruaset Kjol, SVP, Head of External Relations Asia, Telenor and Rashedur Rahman, Executive Director, ICE Center, University of Dhaka shared their valuable opinions. The program was wrapped after the Vote of Thanks from Van Nguyen, Deputy Resident Representative, UNDP Bangladesh.

FutureNation has developed a home-grown aptitude assessment tool, which can assist the corporates and the private sector in finding the appropriate human resources with the necessary skills needed for their organization. Walton, Akij, Pran-RFL, Abul Khair Group, Nasir Group, Nagad, ACI, and many other reputed organizers have been listed as the potential employers for this program, while Dhaka University, North South University, BRAC University, and a few more names are listed among the potential academia for FutureNation.

 

 

নিশ্চিত করার লক্ষ্যে সরকারি, বেসরকারি ও উন্নয়ন খাতের যৌথ উদ্যোগ, ফিউচারনেশন, উন্নয়ন, কর্মসংস্থান, উদ্যোগ ও বিনিয়োগের সুযোগ তৈরিতে কাজ করছে

 

ঢাকা  আগস্ট ৮ ২০২২ :

 

‘ফিউচারনেশন: গ্র্যাজুয়েট এমপ্লয়মেন্ট ইন প্রাইভেট সেক্টর প্রোগ্রাম’ শীর্ষক এ অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মাননীয় প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান, বিশেষ অতিথি আইসিটি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, সভাপতিত্ব করেন বিডা’র নির্বাহী চেয়ারম্যান মো. সিরাজুল ইসলাম, ইউএনডিপি’র স্ট্র্যাটেজিক অ্যাডভাইজর রাদওয়ান মুজিব সিদ্দিক, বিডা’র ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট প্রোমোশনের নির্বাহী সদস্য মোহসিনা ইয়াসমিন, ইউএনডিপি’র আবাসিক প্রতিনিধি সুদীপ্ত মুখার্জি এবং গ্রামীণফোনের প্রধান নির্বাহী ইয়াসির আজমান।  

স্বাগত বক্তব্যে ইউএনডিপি’র আবাসিক প্রতিনিধি সুদীপ্ত মুখার্জী বলেন, “বিশ্বব্যাপী চাকরির বাজার প্রতিনিয়ত বদলে যাচ্ছে। দ্রুতগতিতে অর্থনীতি ও প্রযুক্তির বদলে যাওয়ার ফলে নতুন বাস্তবতার সাথে তরুণেরা যেন খাপ খাইয়ে নিতে পারেন, আমাদের তা নিশ্চিত করতে হবে।”

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মাননীয় প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান বলেন, “ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নের পর সরকার এখন চতুর্থ শিল্পবিপ্লবে (ফোরআইআর) সফলভাবে অংশ নেওয়ার লক্ষ্য নিয়েছে। এজন্য সরকার আইসিটির বিভিন্ন উদ্যোগের মাধ্যমে তরুণদের কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে ‘স্মার্ট বাংলাদেশ’ প্রতিষ্ঠায় কাজ করছে, দেশের সমৃদ্ধি ধরে রাখর যা পূর্বশর্ত। গ্রামীণফোন, ইউএনডিপি এবং বিডা’র উদ্যোগে ফিউচারনেশনের এই আয়োজনকে আমি সাধুবাদ জানাই।”

আইসিটি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক তার বক্তব্যে বলেন, “ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের সুফল ভোগ করার ক্ষেত্রে বাংলাদেশ এক অনন্য অবস্থানে রয়েছে। কিন্তু এই সুফল পেতে হলে টেকসই কর্মসংস্থানের সুযোগ তৈরি এবং তরুণদের ডিজিটাল দক্ষতায় দক্ষ করে তোলা গুরুত্বপূর্ণ। দেশকে সার্বিকভাবে ডিজিটালি কানেক্টেড করার মাধ্যমে শহর ও গ্রামাঞ্চলের মধ্যে বৈষম্য কমাতে আমাদের অবশ্যই একযোগে কাজ করতে হবে। ফিউচারনেশন সেই লক্ষ্যে যৌথ প্রয়াসেরই ফলাফল।”

ইউএনডিপি’র স্ট্র্যাটেজিক অ্যাডভাইজর রাদওয়ান মুজিব সিদ্দিক একটি ভিডিও বার্তায় ফিউচারনেশন প্রসঙ্গে তার মতামত জানিয়ে বলেন, “উন্নত গ্রুমিং এবং বাস্তবসম্মত যাচাই বাছাই এঁর মাধ্যমে ফিউচারনেশন তরুণদের কর্মসংস্থানের জন্য যোগ্য করে তুলতে তাদের দক্ষতা বৃদ্ধিতে ভূমিকা রাখবে। প্রযুক্তি ও উদ্ভাবনীর সহায়তায় দক্ষতা তৈরির অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্ষেত্রটির পেছনে এমন যৌথ প্রচেষ্টা দেখতে পেরে আমি আনন্দিত। এই ধরনের উদ্যোগ তরুণদের দক্ষতার উন্নয়ন করতে এবং হাতে-কলমে কাজের জন্য প্রস্তুত করতে নিঃসন্দেহে কার্যকরী ভূমিকা পালন করবে।”

টেলিনরের ইভিপি ও হেড অব এশিয়া ইয়র্গেন সি. আরেন্টজ রোস্ত্রুপ তার ভিডিও বার্তায় বলেন, “তরুণদের জন্য সুযোগ করে দেয়া যেকোনো জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বাংলাদেশের জন্যও এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিগত ২৫ বছর ধরে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে আসছে গ্রামীণফোন। টেলিনরে আমরা বিশ্বাস করি, যেকোনো শক্তিশালী পার্টনারশিপ দেশকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে।”

গ্রামীণফোনের প্রধান নির্বাহী ইয়াসির আজমান বলেন, “আমি ভবিষ্যতের শিল্পখাতের জন্য বাংলাদেশের তরুণদের প্রস্তুত করে তোলার ক্ষেত্রে, তাদের সাথে কাজ করার প্রচুর সম্ভাবনা দেখছি। এটি করার এখনই সময়! ২০৪১ সালের মধ্যে বাংলাদেশের উন্নত জাতিতে পরিণত হওয়ার অগ্রযাত্রায় সবচেয়ে বড় ভূমিকা রাখবে তরুণরা। এক্ষেত্রে, বেসরকারি খাত থেকে নেতৃত্ব দিতে পেরে এবং ইউএনডিপি ও বিডা’র সাথে একসাথে ফিউচারনেশনের মাধ্যমে তরুণ জনশক্তির বিকাশে অবদান রাখতে পেরে গ্রামীণফোন গর্বিত।”    

প্ল্যাটফর্মটি উন্মোচনের পর ‘গ্র্যাজুয়েট এমপ্লয়েন্ট চ্যালেঞ্জসে ইন বাংলাদেশ’ নিয়ে একটি প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয়; যেখানে বক্তব্য রাখেন বিডা’র ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট প্রমোশনের নির্বাহী সদস্য-৩ মোহসিনা ইয়াসমিন; বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক (গ্রেড-০১) বিকর্ণ কুমার ঘোষ; বেসিসের সভাপতি রাসেল টি আহমেদ; ইউনিলিভার বাংলাদেশ ব্যবস্থাপনা পরিচালক জাভেদ আখতার; ইউএনডিপি’র পলিসি অ্যাডভাইজর আনীর চৌধুরী; টেলিনরের এসভিপি ও হেড অব এক্সটারনাল রিলেশনস এশিয়া হাকোন ব্রুয়াসেত জোল এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইসিই সেন্টারের নির্বাহী পরিচালক রাশেদুর রহমান। ইউএনডিপি বাংলাদেশের ডেপুটি রেসিডেন্ট রিপ্রেজেন্টেটিভ ভ্যান নুয়েনের ভোট অব থ্যাংকস প্রদানের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।

ফিউচারনেশন ‘হোম-গ্রোন অ্যাপটিটিউড অ্যাসেসমেন্ট টুল’ তৈরি করেছে, যা করপোরেট ও বেসরকারি খাতকে তাদের প্রতিষ্ঠানের জন্য প্রয়োজনীয় দক্ষতা থাকা উপযুক্ত কর্মী খুঁজে পেতে সহায়তা করবে। এ প্রোগ্রামের জন্য ওয়ালটন, আকিজ, প্রাণ-আরএফএল, আবুল খায়ের গ্রুপ, নাসির গ্রুপ, নগদ এবং এসিআই সহ স্বনামধন্য অন্যান্য প্রতিষ্ঠানকে সম্ভাব্য নিয়োগদাতা হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে; পাশাপাশি, ফিউচারনেশনের জন্য সম্ভাব্য অ্যাকাডেমিয়া হিসেবে কাজ করবে ঢাকা বিশ্ববিদ্যালয়, নর্থ সাউথ ইউনিভার্সিটি এবং ব্র্যাক ইউনিভার্সিটি সহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান।

 

Read us@googlenews

Social

More News
© Copyright: 2020-2022

Bangladesh Beyond is an online version of Fortnightly Apon Bichitra 

(Reg no: DA 1825)

Developed By Bangladesh Beyond