[Valid RSS]
September 28, 2023, 7:19 am
Treanding
GIZ Bangladesh’s training held on SDG localisation in Khulna ছোটদের সহজ প্রোগ্রামিং শিক্ষায় প্রকাশিত হল বাংলা স্ক্র্যাচ বই Ditching Russian gas no way to reach climate goals : Putin চট্টগ্রামে নিরাপদ খাদ্য বিষয়ে প্রচারনা কর্মসূচি সমাপ্ত Samsung brings month-long smartphone campaign On September 6–7, Vladimir Putin will make working trip to Vladivostok Two Russian embassy workers killed in ‘suicide bombing’ Shocked & devastated by the horrific attacks : Justin Trudeau  SSC, equivalent exams begin Sept 15: Dipu Moni Ten killed in Canadian stabbing spree Russia wants UN to pressure US : media Daraz Bangladesh Anniversary Campaign – Now LIVE! realme offers upto BDT 3400 off on occasion of Daraz’s 8th anniversary General Pharmaceuticals employees will receive insurance from MetLife চট্টগ্রামের কলেজিয়েট স্কুলে নিরাপদ খাদ্য বিষয়ে প্রচারনা কর্মসূচি শুরু Bangladesh a secular country, immediate action is taken whenever minorities are attacked: PM  Two more mortar shells from Myanmar land in Bangladesh OPPO launches killer device A57 in 15-20K price range ShareTrip and Grameenphone join hands to offer exciting travel privileges ড্যাপ ২০২২-২০৩৫ এর পরিপূর্ণ বাস্তবায়নের দাবী বিআইপির

Unsafe food is greatly responsible for Hypertension risks : speakers 

Bangladesh Beyond
  • Updated on Tuesday, June 7, 2022
  • 213 Impressed

Unsafe food is greatly responsible for Hypertension risks : speakers 

 

Dhaka June 07 2022 :

 

The World Food Safety Day 2022 is being observed on June 07 2022 with the theme titled “Safer food, better health”.

One in every five (21%) adults in Bangladesh are suffering from hypertension at present and intake of unsafe food is greatly responsible for it.

Hypertension causes increased risks of cardiovascular diseases while 277,000 people die of cardiovascular diseases each year in the country, speakers pointed out at a webinar hosted by PROGGA on The World Food Safety Day 2022.

Half of the women (51%) and two thirds of men (67%) are not even aware of their hypertension conditions in Bangladesh. According to the data of the Global Burden of Disease Study (GBD) 2019, hypertension is one of the three major risk factors of death and disability in Bangladesh, was informed at the webinar.

Speakers shared that, Bangladesh has pledged to achieve the target for NCD prevention by 2025 and the targets for Sustainable Development Goals (SDG) of 20230. Hypertension burden is a major hindrance in achieving these goals and targets.

Food laden with industrially produced trans fats is harmful for the health. Intake of excessive trans fat with food leads to increased risks of hypertension and mortality from cardiovascular diseases.

Although the Bangladesh Food Safety Authority (BFSA) has already promulgated the “Controlling Trans Fatty Acids in Foodstuffs Regulation, 2021”, however, the people of the country are yet to pick the fruit of this great initiative as the regulation is yet to be implemented, was also informed at the webinar.

The day is of great importance for Bangladesh as consumption of unsafe food is leading to exponential rise in prevalence of non-communicable diseases (NCDs) and related mortality in the country.

Speakers expressed the importance of safe food for tackling NCDs like hypertension and cardiovascular diseases at a webinar marking World Food Safety Day today on Tuesday was organized by research and advocacy organization PROGGA (Knowledge for Progress) with the support from the Global Health Advocacy Incubator (GHAI).

Bangladesh Food Safety Authority (BFSA) Member (Food Industry and Production) Professor Dr. Md Abdul Alim, GHAI Bangladesh Country Lead Muhammad Ruhul Quddus, Associate Professor at the Department of Public Health and Informatics of the Bangabandhu Sheikh Mujib Medical University (BSMMU) Dr. Romen Raihan, Director of the Center for Non-Communicable Disease and Nutrition at the BRAC James P Grant School of Public Health Professor Dr. Malay Kanti Mridha, Upazila Health & Family Planning Officer at the Beanibazar Upazila Health Complex Dr. Md. Delowar Hossain Shumon, Hypertension Control Program Manager at the National Heart Foundation of Bangladesh Dr. Mahfuzur Rahman Bhuiyan, Professor at the Department of Food Technology and Rural Industries of the Bangladesh Agricultural University Dr. Abdullah Iqbal, President of Bangladesh Health Reporters’ Forum and Senior Correspondent at the Daily Amader Somoy Rashed Rabbi, and Executive Director of PROGGA ABM Zubair were present, among others, at the webinar as discussants. 

The webinar was conducted by PROGGA’s Coordinator Shihab Mahmud. People from all over the country including representatives of the Institute of Nutrition and Food Sciences (INFS) of the University of Dhaka, Consumers Association of Bangladesh (CAB), Bangladesh Agro Processors Association (BAPA), Bangladesh Food Safety Foundation (BFSF), and Bangladesh Food and Nutrition Association (BAFNA), along with a number of doctors, nutritionists, journalists and other people of varying professions took part in the webinar.

 

 

উচ্চ রক্তচাপের ঝুঁকি কমাতে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে হবে বিশ্ব নিরাপদ খাদ্য দিবস উপলক্ষ্যে আয়োজিত ওয়েবিনারে বক্তারা      

 

ঢাকা ৭ জুন ২০২২ :

 

নিরাপদ খাদ্য, উত্তম স্বাস্থ্য – এই প্রতিপাদ্য নিয়ে পালিত হচ্ছে বিশ্ব নিরাপদ খাদ্য দিবস ২০২২। বাংলাদেশের জন্য দিবসটি বিশেষভাবে তাত্পর্যপূর্ণ কারণ অনিরাপদ খাদ্য গ্রহণের ফলে জনগণের মধ্যে অসংক্রামক রোগের প্রকোপ এবং মৃত্যু ক্রমবর্ধমান হারে বাড়ছে।

আজ ৭ জুন ২০২২ বিশ্ব নিরাপদ খাদ্য দিবস উপলক্ষ্যে গ্লোবাল হেলথ অ্যাডভোকেসি ইনকিউবেটর (জিএইচএআই) এর সহায়তায় প্রজ্ঞা (প্রগতির জন্য জ্ঞান) আয়োজিত ওয়েবিনারে উচ্চ রক্তচাপ ও হৃদরোগ ঝুঁকি মোকাবিলায় নিরাপদ খাদ্যের গুরুত্ব তুলে ধরেন বক্তারা।

ওয়েবিনারে জানানো হয়, বাংলাদেশে প্রতি ৫ জনে ১ জন প্রাপ্তবয়স্ক মানুষ (২১%) উচ্চ রক্তচাপে আক্রান্ত, যার অন্যতম কারণ অনিরাপদ খাদ্য গ্রহণ। উচ্চ রক্তচাপের কারণে হৃদরোগের ঝুঁকি বেড়ে যায়। দেশে বছরে ২ লক্ষ ৭৭ হাজার মানুষ হৃদরোগে মৃত্যুবরণ করেন। 

উচ্চ রক্তচাপে আক্রান্ত অর্ধেক নারী (৫১%) এবং দুই-তৃতীয়াংশ পুরুষ (৬৭%) জানে না যে তাদের উচ্চ রক্তচাপ রয়েছে। গ্লোবাল বারডেন অব ডিজিজ স্টাডি এর তথ্যমতে বাংলাদেশে মৃত্যু ও পঙ্গুত্বের প্রধান তিনটি কারণের একটি উচ্চ রক্তচাপ। 

ওয়েবিনারে বিশেষজ্ঞগণ বলেন, বাংলাদেশ ২০২৫ সালের মধ্যে অসংক্রামক রোগ প্রতিরোধে (এনসিডি) লক্ষ্যমাত্রা এবং ২০৩০ সালের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে অঙ্গীকারবদ্ধ। উচ্চ রক্তচাপের প্রকোপ এই লক্ষ্যমাত্রাগুলো অর্জনে বড় বাধা হিসেবে কাজ করছে।

ওয়েবিনারে আরো জানানো হয়, শিল্পোৎপাদিত ট্রান্স ফ্যাটযুক্ত খাবার স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর। খাদ্যের সাথে মাত্রাতিরিক্ত ট্রান্সফ্যাট গ্রহণ করা হলে উচ্চ রক্তচাপ ও হৃদরোগজনিত অকাল মৃত্যু ঝুঁকি বেড়ে যায়। বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ইতিমধ্যে “খাদ্যদ্রব্যে ট্রান্স ফ্যাটি এসিড নিয়ন্ত্রণ প্রবিধানমালা, ২০২১” প্রণয়ন করেছে। তবে এখনও বাস্তবায়ন না হওয়ায় এর সুফল থেকে জনগণ বঞ্চিত হচ্ছে।

ওয়েবিনারে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সদস্য (খাদ্য শিল্প ও উৎপাদন) অধ্যাপক ড. মো. আব্দুল আলীম, জিএইচএআই বাংলাদেশ কান্ট্রি লিড মো. রূহুল কুদ্দুস, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ব বিদ্যালয়ের পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেটিক্স বিভাগের সহযোগী অধ্যাপক ডা. রোমেন রায়হান, ব্র্যাক জেমস পি গ্রান্টস স্কুল অব পাবলিক হেলথ এর সেন্টার ফর নন কমিউনিকেবল ডিজিজ অ্যান্ড নিউট্রিশন বিভাগের পরিচালক অধ্যাপক ডা. মলয় কান্তি মৃধা, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ফুড টেকনোলজি ও গ্রামীণ শিল্প বিভাগের অধ্যাপক ড. আবদুল্লাহ ইকবাল, বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. দেলোয়ার হোসেন সুমন, বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের সভাপতি ও দৈনিক আমাদের সময় পত্রিকার জ্যেষ্ঠ প্রতিবেদক রাশেদ রাব্বি, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের ডা. মাহফুজুর রহমান ভূঁইয়া এবং প্রজ্ঞার নির্বাহী পরিচালক এবিএম জুবায়ের। ওয়েবিনারটি সঞ্চালনা করেন প্রজ্ঞা’র কোঅর্ডিনেটর মাহমুদ আল ইসলাম শিহাব।

ওয়েবিনারে আরো অংশ নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুষ্টি ও খাদ্যবিজ্ঞান ইনস্টিটিউট, কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব), বাংলাদেশ অ্যাগ্রো প্রসেসরস অ্যাসোসিয়েশন (বাপা), বাংলাদেশ ফুড সেইফটি ফাউন্ডেশন এবং বাংলাদেশ ফুড অ্যান্ড নিউট্রিশন অ্যাসোসিয়েশন এর প্রতিনিধি, ডাক্তার, পুষ্টিবিদ, গণমাধ্যমকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

 

Read us@googlenews

Social

More News
© Copyright: 2020-2022

Bangladesh Beyond is an online version of Fortnightly Apon Bichitra 

(Reg no: DA 1825)

Developed By Bangladesh Beyond